You dont have javascript enabled! Please enable it! 1956.05.06 | ‘যুক্তফ্রন্টের' সহিত কোয়ালিশন হইতে পারে না’ -মজিবর রহমান | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

দৈনিক ইত্তেফাক
৬ই মে ১৯৫৬
‘যুক্তফ্রন্টের’ সহিত কোয়ালিশন হইতে পারে না’
-মজিবর রহমান

গতকল্য (সােমবার) এ, পি, পির এক সংবাদে প্রকাশ, পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব শেখ মজিবর রহমান (এম, পি) গতকল্য সকালে করাচী হইতে ঢাকা প্রত্যাবর্তনের পর বলেন যে, “কুখ্যাত” “যুক্তফ্রন্টের সহিত আওয়ামী লীগের কোয়ালিশন সরকার গঠনের কোনই সম্ভাবনা নাই। তিনি অভিযােগ করেন যে, “যুক্তফ্রন্ট মন্ত্রিসভা খাদ্য সমস্যা সমাধানে ব্যর্থ হইয়াছে এবং প্রদেশে “দুর্ভিক্ষাবস্থা সৃষ্টি করিয়াছে। তিনি বলেন, ‘যুক্তফ্রন্ট’ পার্টি কেন্দ্রে মুসলিম লীগের সহিত কোয়ালিশন করিয়া এবং প্রদেশে অবৈধরূপে ক্ষমতা দখল করিয়া ২১ দফা কর্মসূচী পূর্ব পাকিস্তানের জন্য পূর্ণ স্বায়ত্তশাসন এবং সর্বক্ষেত্রে সংখ্যাসাম্য প্রবর্তনের দাবির প্রতি বিশ্বাসঘাতকতা’ করিয়াছে।
তিনি বলেন, আওয়ামী লীগ পার্টির একটি বিশেষ আদর্শ এবং দুর্গত মানবতার সেবার রেকর্ড রহিয়াছে। তাই আজ তাহারা ‘যুক্তফ্রন্ট পার্টির সহিত কোন কোয়ালিশন করিতে পারে না। শেখ মজিবর রহমান অদ্য (রবিবার) কাগমারী যাত্রা করিবেন। তিনি কাগমারী গমন করিয়া মওলানা ভাসানীকে ১৯শে মে ঢাকায় আওয়ামী লীগ কাউন্সিলের বৈঠকের সময় পর্যন্ত অনশন ধর্মঘট হইতে বিরত থাকিতে অনুরােধ করিবেন।