You dont have javascript enabled! Please enable it!

আজাদ
২২শে সেপ্টেম্বর ১৯৫৫
ইউনিট বিল প্রত্যাহার করা না হইলে গণভােট গ্রহণের দাবী
গণপরিষদে জনাব সােহরাওয়ার্দীর বক্তৃতা
করাচীকে ফেডারেল রাজধানীরূপে গণ্য করার পক্ষে যুক্তি প্রদর্শন
(বিশেষ সংবাদদাতা প্রেরিত)

করাচী, ২১শে সেপ্টেম্বর।- অদ্য গণপরিষদে পশ্চিম পাকিস্তান এক ইউনিট বিলের দ্বিতীয় ধারায় সংশােধনী প্রস্তাব সম্পর্কে বক্তৃতাদানকালে বিরােধীদলের নেতা ও আওয়ামী লীগ প্রধান জনাব এইচ, এস, সােহরাওয়ার্দী বলেন যে, তাঁহার প্রস্তাব অনুযায়ী যদি এক ইউনিট বিল প্রত্যাহার করা না হয়, কিংবা সরকার যদি সকলের গ্রহণযােগ্য একটি নয়াবিল প্রণয়নের জন্য বিভিন্ন দলের নেতৃবৃন্দের সম্মেলন। আহ্বানের সােপারেশ সমর্থন না করেন, তাহা হইলে বিল সম্পর্কে জনমত যাচাইয়ের জন্য গণভােট গ্রহণ করিতে হইবে।
জনাব মুজিবর রহমান (আওয়ামী লীগ) ও নূরুর রহমান (আওয়ামী লীগ) আজ ‘শাসকগােষ্ঠীকে আক্রমণ করিয়া অনলবর্ষী বক্তৃতা করেন।
তাঁহারা বলেন যে, “শাসকগােষ্ঠী” পূর্ব পাকিস্তানকে পশ্চিম পাকিস্তানের বাজারে পরিণত করিতে চলিয়াছেন। তাহারা বাংলাকে উরদুর মত জাতীয় ভাষার মর্যাদা না দেওয়ার তীব্র নিন্দা করেন।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!