আজাদ
১৯শে জুন ১৯৫৫
পূর্ব পাকিস্তানের জন্য পূর্ণ আঞ্চলিক স্বায়ত্তশাসন দাবী
পল্টন ময়দানে আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত জনসভায় প্রস্তাব গ্রহণ
স্টাফ রিপাের্টার
গতকাল (শুক্রবার) পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের উদ্যোগে পল্টন ময়দানে অনুষ্ঠিত এক জনসভায় গৃহীত প্রস্তাবে ২১ দফা কর্মসূচীর ভিত্তিতে পূর্ব পাকিস্তানের জন্য পূর্ণ আঞ্চলিক স্বায়ত্তশাসন, বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসাবে দেশের ভবিষ্যৎ শাসনতন্ত্রে স্বীকৃতিদান ও ২১শে ফেব্রুয়ারী ছুটি ঘােষণার দাবী জানান হয়।
জনাব শেখ মুজিবর রহমানের বক্তৃতা
জনাব শেখ মুজিবর রহমান তাহার বক্তৃতায় বলেন যে, আওয়ামী লীগ মন্ত্রিত্ব চাহে নাই, তাহারা ২১ দফার কর্মসূচী বাস্তবে পরিণত হওয়াই দেখিতে চায়। তিনি অবিলম্বে সমস্ত রাজবন্দীর মুক্তি দাবী করেন এবং বন্দীদের যেরূপ কষ্টভােগ করিতে হয় তাহার আশু প্রতিকার দাবী করেন। তিনি বলেন যে, খুব শীঘ্রই আওয়ামী লীগ প্রতিষ্ঠানকে একটি অসাম্প্রদায়িক প্রতিষ্ঠানে পরিণত করা হইবে।