You dont have javascript enabled! Please enable it!

আজাদ
২৪শে জুন ১৯৫৫
পূৰ্ব্ববঙ্গ হইতে গণপরিষদ নির্বাচনের ফলাফল ঘােষণা
ফজলুল হক, মােহাম্মদ আলী ও সােহরাওয়ার্দী নিৰ্বাচিত
যুক্তফ্রন্ট ও আওয়ামী লীগের যথাক্রমে ১৬ ও ১২টি আসন লাভ

পূৰ্ব্ববঙ্গ হইতে পাকিস্তান গণপরিষদের নির্ধ্বাচনে মােট ৩১টি মােছলেম আসনের মধ্যে যুক্তফ্রন্ট দল ও আওয়ামী মােছলেম লীগ যথাক্রমে ১৬ টি ও ১২টি আসন দখল করিয়াছে। গতকাল (বুধবার) রাত্রি ১১টায় পূৰ্ব্ববঙ্গ পরিষদ ভবনে পূৰ্ব্ববঙ্গের জন্য নির্দিষ্ট ৪০টি আসনের ভােট গণনা সমাপ্ত হয়। সকাল ১০টায় গণনা শুরু হয়। পূর্ব পাকিস্তান হইতে গণপরিষদে নির্বাচিত সদস্যদের মধ্যে যুক্তফ্রন্ট দলের নেতা জনাব এ, কে, ফজলুল হক, প্রধানমন্ত্রী জনাব মােহাম্মদ আলী ও কেন্দ্রীয় আইন সচিব জনাব এইচ, এস, সােহরাওয়ার্দীর নাম বিশেষভাবে উল্লেখযােগ্য।
নিম্নলিখিত প্রার্থীরা পূর্ববঙ্গ হইতে গণপরিষদের সদস্য নির্বাচিত হইয়াছেনঃ
যুক্তফ্রন্ট
১। এ, কে, ফজলুল হক, ২। মওলানা আতহার আলী, ৩। হামিদুল হক চৌধুরী, ৪। ইউসুফ আলী চৌধুরী, ৫। আবদুল লতিফ বিশ্বাস, ৬। নুরুল হক চৌধুরী, ৭। আবদুস সাত্তার, ৮। মাহফুজুল হক, ৯। মাহমুদ আলী, ১০। মেসবাহ উদ্দিন, ১১। জাবদুল আলিম, ১২। লুতফর রহমান, ১৩। আবদুল ওহাব খান, ১৪। আবদুল করিম, ১৫। আদেল উদ্দিন, ১৬। আবদুল জাব্বার।
আওয়ামী লীগ
১। এইচ এস সােহরাওয়ার্দী, ২। আবুল মনসুর আহমদ, ৩। শেখ মুজিবর রহমান ৪। জহিরুদ্দিন, ৫। নুরুর রহমান, ৬। আতাউর রহমান খান, ৭। দিলদার আহমদ ৮। মােছলেম আলী মােল্লা, ৯। আবদুর রশীদ তর্কবাগীশ, ১০। মােজাফফর আহমদ ১১। আবদুর রহমান খান, ১২। আবদুল খালেক।
মােছলেম লীগ
১। মােহাম্মদ আলী
স্বতন্ত্র
১। সরদার ফজলুল করিম (ক্যুনিস্ট), ২। ফজলুর রহমান
কংগ্রেস
১। বসন্ত কুমার দাস, ২। ভুপেন্দ্র দত্ত, ৩। কান্তিশ্বর বর্মণ, ৪। পিটারপল গােমেজ
তফসিলী জাতি ফেডারেশন
১। রসরাজ মণ্ডল, ২। গৌরচন্দ্র বালা, ৩। অক্ষয় কুমার দাস
সম্মিলিত প্রগতিশীল দল
১। কামিনী কুমার দত্ত, ২। ডা. শৈলেন সেন

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!