আজাদ
৪ঠা এপ্রিল ১৯৫৫
আওয়ামী নেতাদের করাচী ত্যাগ
আজাদের করাচী অফিস হইতে
২রা এপ্রিল।- পূর্ব পাকিস্তানের জন্য পার্লামেন্টারী শাসন আদায়ের চেষ্টায় ব্যর্থ হইয়া জনাব আতাউর রহমান, জনাব মুজিবর রহমান ও আওয়ামী লীগের অন্যান্য নেতাগণ ঢাকা প্রত্যাবর্তন করিতেছেন। জনাব এ কে ফজলুল হক, নেজামে এলাম। ও অন্যান্য দলকে বাদ দিয়াই আওয়ামী লীগ পূর্ববঙ্গে স্থায়ী সরকার গঠন করিতে সক্ষম হইবেন বলিয়া তদনুকুলে যেসব যুক্তি দেখাইয়াছেন, গর্ণর জেনারেল জনাব গােলাম মােহাম্মদ ও কেন্দ্রীয় মন্ত্রিগণ তাহাতে আস্থা স্থাপন করিতে পারেন নাই।
জানা গিয়াছে যে, যুক্তফ্রন্টের অন্তর্গত বিভিন্ন দলের মধ্যে কোন মীমাংসা না হওয়া। পর্যন্ত পূর্ববঙ্গে গবর্ণরের শাসনই চলিতে থাকিবে। নির্নযােগ্য মহল হইতে জানা গিয়াছে যে, পশ্চিম পাকিস্তান প্রদেশ না হওয়া পর্যন্ত এবং নয়া সরকার পশ্চিম পাকিস্তান প্রদেশের শাসনভার গ্রহণ না করা পর্যন্ত পূর্ব পাকিস্তানে পার্লামেন্টারী শাসন পুনঃপ্রবর্তনের কোন প্রশ্নই উঠিতে পারে না। উচ্চপদস্থ সন্ত্রকারি অফিসার মহল বলেন যে, তাঁহাদের হাতে পূর্ব পাকিস্তানের পার্লামেন্টারী শাসন হইতে এক ইউনিট ও নয়া শাসনতন্ত্র প্রভৃতি অনেক গুরুত্বপূর্ণ কাজ রহিয়াছে।