You dont have javascript enabled! Please enable it!

আজাদ
৭ই জুন ১৯৫৫
প্রদেশে পার্লামেন্টারী শাসন প্রতিষ্ঠিত হওয়ায় বিভিন্ন মহলে সন্তোষ
প্রধানমন্ত্রী জনাব মােহাম্মদ আলীর প্রতি নেতৃবৃন্দের অভিনন্দন

ঢাকা, ৬ই জুন।- পূর্ব পাকিস্তানে লােকায়ত্ত সরকার পুনঃপ্রতিষ্ঠিত হওয়ায় সর্বত্রই সাধারণভাবে সন্তোষের ভাব পরিলক্ষিত হয়। প্রধানমন্ত্রীর এই ব্যবস্থার জন্য সকলেই অভিনন্দন জানায়।

শেখ মুজিবরের বিবৃতি
পূৰ্ব্ব-পাকিস্তান আওয়ামী মােছলেম লীগের জেনারেল সেক্রেটারী শেখ মুজিবর রহমান এক বিবৃতিতে বলেনঃ নয়া মন্ত্রিসভা গঠনের ব্যাপারে যে পদ্ধতি অবলম্বন করা হইয়াছে, তাহা অগণতান্ত্রিক হইলেও পূর্ববঙ্গ হইতে ৯২(ক) ধারা প্রত্যাহার ও পার্লামেন্টারী সরকার পুনঃপ্রতিষ্ঠার জন্য আমি অভিনন্দন জানাইতেছি। বহুদিন পূৰ্বেই এই ব্যবস্থা অবলম্বন করা উচিত ছিল। সুতরাং এখন এই ব্যবস্থা অবলম্বন করায় দেশবাসী স্বাভাবিকভাবেই অভিনন্দন জানাইবে।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!