You dont have javascript enabled! Please enable it!

শ্রী তাজুদ্দিনের সম্পত্তি নীলাম করাচি (পাকিস্তান), ২৫ জুলাই– পাকিস্তানী কর্তৃপক্ষ আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী শ্রী তাজুদ্দিন আমেদের ঢাকার বাসগৃহ বাদে অস্থাবর সম্পত্তি প্রকাশ্যে নীলাম করেছেন।

তাঁর দুইজন সহকর্মী শ্রী আবদুল মান্নান এবং শ্রী আবদুল রহমানের সম্পত্তিও আজ নীলাম হয়। শ্রী তাজউদ্দীনের স্থাবর সম্পত্তি, যেমন একটি দোতলা বাড়ি এবং প্রচুর কৃষি জমিও ২৮ জুলাই নীলাম হবে

দুই মাস আগে ওই তিনজন নেতার ঢাকা সামরিক আদালতে বিচার হয়। আদালতে অনুপস্থিতির দায়ে তাদের স্থাবর অস্থাবর সম্পত্তির নীলাম হয়। শ্রী তাজউদ্দীনের এবং অপর চারজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযােগ বহালই আছে।

পি ২৬ জুলাই৭১

সূত্রঃ আনন্দবাজার পত্রিকা

 

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!