খােদ ঢাকায় মুক্তিফৌজের আক্রমণে ৩৫ জন পশ্চিম পাক চর খতম
| নিজস্ব সংবাদদাতা জলপাইগুড়ি, ২৩ জুলাই– দিনাজপুরের টোকাপাড়া সীমান্ত ফাঁড়িটি সম্প্রতি মুক্তিফৌজের আক্রমণে বিধ্বস্ত হয় এবং দশজন পাক সেনা নিহত হয়। মুক্তিফৌজ কয়েকটি রাইফেল উদ্ধার করে। পঞ্চগড়ের গ্রামগুলিতে পাক সেনারা লুঠ করতে আরম্ভ করায় নতুন করে শরণার্থী আসতে শুরু করেছে। | পাকসেনারা বােদাতে বােধেশ্বরী মন্দির ধ্বংস করেছে। তেঁতুলিয়া ও ঠাকুর গাঁ মুক্তিফৌজের দখলে আছে এবং তেঁতুলিয়াতে বাংলাদেশ সরকার কর আদায় করছেন।
আগরতলা থেকে নিজস্ব সংবাদদাতা জানিয়েছেন, এ পর্যন্ত প্রায় ৪২ হাজার পাক সৈন্য ও অফিসার এই যুদ্ধে প্রাণ হারিয়েছেন এবং প্রায় ৭২ হাজার পাক সৈন্য বাংলাদেশে মােতায়েন আছে। ঢাকায় মুক্তিযােদ্ধারা তৎপরতা চালালে গ্রেনেডের আঘাতে ৩৫ জন পশ্চিম পাকিস্তানী চর খতম হয় । | করিমগঞ্জ থেকে নিজস্ব সংবাদদাতা জানাচ্ছেন ঃ শ্রীহট্টে পাঞ্জাবী পাক সৈন্যদের মধ্যে অসন্তোষ ও বিক্ষোভের ফলে প্রায় নয়জন পাঞ্জাবী শিবির থেকে পালিয়ে যায়। কিন্তু পরে তাদের গ্রেফতার করা হয়। ধৃতদের মধ্যে চারজনকে পাক সৈন্যরা হত্যা করে এবং বাকি পাঁচজনকে হাকালুখিতে নিয়ে যাওয়া হয়। মুক্তি যােদ্ধারা বড়লেখার কাছে একটি গুরুত্বপূর্ণ সেতু উড়িয়ে দিয়েছে এবং ১৬ জন পাঞ্জাবী সৈন্য ও ৮ জন মীরজাফরকে খতম করে।
২৪ জুলাই, ‘৭১
সূত্রঃ আনন্দবাজার পত্রিকা