You dont have javascript enabled! Please enable it! 1969.02.25 | রাজনৈতিক কৌতুক! | দৈনিক পয়গাম - সংগ্রামের নোটবুক

দৈনিক পয়গাম
২৫শে ফেব্রুয়ারি ১৯৬৯
রাজনৈতিক কৌতুক!

ঢাকা, ২৪শে ফেব্রুয়ারী।- অদ্য ঢাকা বিমান বন্দরে মুজিব এবং ভুট্টোর মধ্যকার কৌতুক আলাপ বিশেষ উপভোগ্য হয়। শেখ সাহেব সাংবাদিকদের সহিত আলোচনা শেষ করিয়া তাহার পার্শ্বে উপবিষ্ট জনাব জুলফিকার আলী ভুট্টোকে লক্ষ্য করিয়া বলেন যে, তিনি (ভুট্টো) আমার পার্টি আওয়ামী লীগের নাম গ্রহণ করিয়াছেন। কারণ “আওয়ামী লীগের” ইংরেজী হইল “পিপলস পার্টি” জনাব ভুট্টো সহাস্যে তড়িৎ জবাব দান করেন, “আমি আপনাকেও গ্রহণ করিতে চাই।”
যখন সাংবাদিক এবং নেতৃবৃন্দ দুই নেতার মধ্যকার কৌতুক বিশেষভাবে উপভোগ করিতে ছিলেন তখন শেখ সাহেব আর একটি ফোঁড়ন কাটেন। তিনি বলেন, “প্রেসিডেন্ট আইয়ুব খানের সহিত দীর্ঘ ৭ বৎসর কাজ করিবার জন্য জনাব ভুট্টোকে অনেক মূল্য দিতে হইবে।” তড়িৎ গতিতে জনাব ভুট্টো জবাব দান করেন, “আমি শুরুতে তাঁহার (আইয়ুব) সহিত ছিলাম কিন্তু ইহারা শেষ পর্যায়ে তাঁহার সহিত যোগ দিতে যাইতেছে।”
প্রবল হাস্যরোলের মধ্যে শেখ মুজিব মাথা নাড়িয়া আপত্তি জানান। —–এপিপি

সুত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু: পঞ্চম খণ্ড ॥ ষাটের দশক ॥ চতুর্থ পর্ব ॥ ১৯৬৯