ক্যান্টনমেন্ট নাকি কারখানা?
কোন এক্সপোর্ট প্রসেসিং জোন নয় – রীতিমত ঢাকা ক্যান্টনমেন্টে। ৭১ এর নভেম্বরে কার্যত এটি পরিণত হয়েছিল একটি কারখানায়। খুব ব্যাস্ত ছিল সেই কারখানা। সেখানে ইমার্জেন্সি অর্ডারের দ্রব্য বানানো হচ্ছিলো। তবে কোন বন্দুক, সেনাপোশাক, কার্তুজ, ব্যাজ, জুতা বা টুপি নয়। তাহলে কী সেই অতিজরুরী জিনিস?
তার নাম “কফিন”। মুক্তিযোদ্ধাদের গেরিলা একশনের ফলে প্রতিদিন গড়ে ১৮৯ জন পাকিস্তানী সেনা নিহত হচ্ছে। সেই মৃত অফিসারদের কফিন তৈরি করার জন্য ক্যান্টনমেন্ট দিনরাত কাজ করছে। এইসব কফিনে সৈন্যদের লাশ
পশ্চিম পাকিস্তানে পাঠানো হয়।
মুক্তিবাহিনী পাকিস্তানী সৈন্যদের কতোটুকু নাজেহাল করেছে এটি তার একটি প্রমাণ।
Reference:
জয় বাংলা পত্রিকা, ১১ নভেম্বর ১৯৭১
www.songramernotebook.com