বাঙলাদেশের সমস্যা সম্পর্কে মেক্সিকোর রাষ্ট্রপতির সঙ্গে শ্রী পন্থের আলােচনা
মেক্সিকো সিটি,২২ সেপ্টেম্বর (ইউ এন)- কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী শ্রী কে সি পন্থ গতকাল মেক্সিকোর রাষ্ট্রপতি লুইস ইচেভিরিয়ার সঙ্গে এক বৈঠকে মিলিত হন। শ্রীপন্থ বাঙলাদেশের শরণার্থীদের বিষয় নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে দু’ঘন্টাকালব্যাপী আলােচনা করেন। পরবর্তীকালে শ্রীপন্থ বলেন, গত রবিবার থেকে তার মেক্সিকো সফর শুরু হয়েছে। তার এই সফরের প্রধান উদ্দেশ্য হল প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে রাষ্ট্রপতি ইটেভেরিয়াকে লিখিত শ্রীমতি গান্ধীর একটি চিঠি প্রদান করা এবং বাঙলাদেশ থেকে লক্ষ লক্ষ শরণার্থী ভারতে আসায় যে এক বিরাট সমস্যার সৃষ্টি হয়েছে তা রাষ্ট্রপতির কাছে ব্যাখ্যা করা। শ্রী পন্থ বলেন, পাক সরকার গত মে মাসে শরণার্থীদের ফিরে যাবার আমন্ত্রণ জানানাে সত্ত্বেও প্রতিদিন ৬০ হাজার হারে শরণার্থী ভারতে চলে আসছেন এবং মােট শরণার্থীর সংখ্যা প্রায় ৯০ লক্ষে দাঁড়িয়েছে। শ্রী পন্থ সাংবাদিকদের বলেন, আমরা আশা করি যে শরণার্থীদের আগমন যাতে বন্ধ হয় সেজন্য আমাদের মিত্র দেশগুলি তাদের প্রভাব প্রয়ােগ করবে। তিনি বলেন, বাঙলাদেশ সমস্যার সমাধান করতে হলে পাক সরকারের বাঙলাদেশে নিপীড়ন নির্যাতন বন্ধ করতে হবে। শরণার্থীরা তাদের নিরাপত্তা নিশ্চিত মনে করলেই বাঙলাদেশে ফিরে যাবেন। ইতিপূর্বে বাঙলাদেশের নির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে একটা মীমাংসায় পৌছালেই এটা সম্ভব হতে পারে। গত সেপ্টেম্বর থেকে শ্রীপন্থ লাতিন আমেরিকার বহু দেশ সফর করে বাঙলাদেশ সমস্যা নিয়ে আলােচনা করেছেন।
সূত্র: কালান্তর, ২৩.৯.১৯৭১