আজাদ
২৬শে নভেম্বর ১৯৫৪
শেখ মুজিবরের মামলার শুনানী
(স্টাফ রিপোর্টার)
গতকল্য (বৃহস্পতিবার) প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট জনাব এ, বি, এম, ফজলে রব্বির কোর্টের প্রাক্তন যুক্তফ্রন্ট মন্ত্রিসভার সদস্য ও আওয়ামী লীগ নেতা জনাব শেখ মুজিবর রহমানের বিরুদ্ধে আনীত “জেল গেট হাঙ্গামা মামলার পুনরায় শুনানী হয়।
মামলা সম্পর্কে যুক্ত সিরাজুদ্দিন, ফিরোজ ও আবদুল হক – ইহাদের প্রত্যেককে ৫ হাজার টাকার ব্যক্তিগত জামিনে মুক্তি দেওয়া হয় । জনাব শেখ মুজিবর রহমানেরও জামিন মধুর হয়। কিন্তু তিনি জননিরাপত্তা আইন অনুসারে আটক আছেন। মামলা সম্পর্কে আরও তিনজনকে গ্রেফতার করার জন্য যে তিনজন পুলিশ কর্মচারীর উপর ভার দেওয়া হইয়াছিল, তাহারা কোর্টকে জানান যে, আসামীণ ফেরার হইয়াছে। আগামী ১০ই জানুয়ারী পুনরায় মামলার দিন ধার্য হইয়াছে। সরারের পক্ষে জনাব মজহার হাসনাইন ও আসামীর পক্ষে জনাব আতাউর রহমান খান, জনাব সৈয়দ আজিজুল হক, জনাব মীন, জনাব কমিশন ও জনাব জহীরুদ্দীন মামলা পরিচালনা করেন।