You dont have javascript enabled! Please enable it!

আজাদ
২২শে মে ১৯৫৪
এছলামই বিশ্বে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রকৃত পন্থা
পটনের জনসভায় মওলানা ভাসানীর বক্তৃতা
জনগণকে পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান
আদমজী মিলের ঘটনার নিন্দা ও পূর্ণ শান্তি রক্ষার অনুরোধ
(স্টাফ রিপাের্টার)

প্রেম, প্রীতি ও ভালবাসা দ্বারা মানুষের হৃদয় জয় রাই মানব জীবনের চরম সার্থকতা। যে জাতির একে অন্যের প্রতি শ্রদ্ধা নাই, সহানুভূতি নাই, ভালবাসা নাই, সে জাতির প্রতি কখনও আল্লাহর রহমত নাজেল হয় না। দুনিয়ার বুকে এছলাম। ধৈর্য, উদারতা ও ত্যাগের যে মহান আদর্শ প্রতিষ্ঠা করিয়াছে, সেই পথ ধরিয়া চলিলে বিশ্বে পূর্ণ শান্তি ও সুখসমৃদ্ধি আসিবে।” গতকল্য (শুক্রবার) অপরাহ্নে কৃষক শ্রমিক পার্টির উদ্যোগে পল্টন ময়দানে আহত শান্তি দিবস উপলক্ষে এক জনসভায় সভাপতির অভিভাষণে মওলানা আবদুল হামিদ খান ভাসানী উপরােক্ত মন্তব্য করেন। শেখ মুজিবর রহমান। মন্ত্রী জনাব শেখ মুজিবর রহমান বলেন, “দুর্ঘটনার জন্য দায়ী সমস্ত লােকের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা অবলম্বন করিবেন। কিন্তু জনসাধারণকে ইহার জন্য একটু অপেক্ষা করিতে হইবে। কেননা প্রয়ােজনীয় তদন্ত ও বিচারের জন্য কিছু সময়ের প্রয়োজন। জনসাধারণকে শান্তি বজায় রাখার আবেদন জানাইয়া তিনি বলেন, “দেশে পূর্ণ শান্তি বজায় না থাকিলে কোন সরকারই জনগণের কল্যাণের জন্য কোন কাজ করিতে পারেন না। আমি বিশ্বাস করি, পূর্ব পাকিস্তানের জনসাধারণ ইহা। সম্পূর্ণপে উপলব্ধি করেন। তাই এতগুলি দুর্ঘটনার পরেও পূর্ব পাকিস্তানের। জনসাধারণ কোথায়ও এমন কোন কাজ করে নাই বা এমন কোন কিছু বলে নাই, যাহার দ্বারা শান্তি ভঙ্গ হইতে পারে। পূর্ব পাকিস্তানের জনসাধারণের বিবেক-বুদ্ধির উপর আমার অগাধ বিশ্বাস আছে। তাই আমি জোরের সহিত বলিতে পারি যে, এখানকার জনসাধারণ সকশক্তি নিয়ােগ করিয়া শান্তি বজায় রাখিবে। চলুন আজ সকলে মিলিয়া বাঙ্গালী, বিহারী, পাঞ্জাবী ভেদাভেদ ভুলিয়া পিয়া সুখী ও সমৃদ্ধিশালী রাষ্ট্র কায়েম করার ওলা গ্রহণ করি।”

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!