আজাদ
১৪ই মে ১৯৫৪
পূৰ্ব্ববঙ্গ মন্ত্রীসভার জন্য আরও দশজনের নাম দাখিল
আগামীকল্য নুতন মন্ত্রীদের শপথ গ্রহণ
(স্টাফ রিপাের্টার) প্রধানমন্ত্রী জনাব এ, কে, ফজলুল হক গতুল্য (বৃহস্পতিবার) সন্ধ্যায় গবর্ণরের। নিকট মন্ত্রিসভার জন্য দশজন সদস্যের নাম দাখিল করেন। এই ১০ জনকে লইয়া প্রাদেশিক মন্ত্রিসভায় সদস্য সংখ্যা মােট ১৪ জন হইল। দুইজন সংখ্যালঘু মন্ত্রিসহ অরিও ছয়জনের নাম তৃতীয় দফায় দাখিল করা হইবে এবং এই ছয়জনের মধ্যে চারজনকে রাজশাহী বিভাগ হইতে লওয়া হইবে বলিয়া প্রধানমন্ত্রী জানান। তিনি অপেক্ষমাণ সাংবাদিকগণকে নিম্নলিখিত ব্যক্তিগণের নাম গবর্ণরের নিকট দাখিল করিয়াছেন বলিয়া জানানঃ
১। আতাউর রহমান খান (আওয়ামী লীগ)
২। ইউসুফ আলী চৌধুরী (কৃষক শ্রমিক)
৩। আবদুস সালাম খান (আওয়ামী লীগ)
৪। শেখ মুজিবর রহমান (আওয়ামী লীগ)
৫। সৈয়দ মােয়াজ্জেম উদ্দিন হােসেন (নেজামে ইসলাম)
৬। আবুল মনসুর আহমদ (আওয়ামী লীগ)
৭। হাশেম উদ্দিন আহমদ (আওয়ামী লীগ)
৮। কফিল উদ্দিন আহমদ চৌধুরী (কুক শ্রমিক)
৯। রেজ্জাকুল হায়দার চৌধুরী (কৃষক শ্রমিক)
১০। আবদুল লতিফ বিশ্বাস (কৃষক শ্রমিক)
গবর্ণমেন্ট হাউস হইতে প্রত্যাবর্ত্তনের পর একমাত্র স্কনাৰ মােয়াজ্জেমুদ্দীন হােসেন ব্যতীত অপর সকল সদস্যই জনাব ফজলুল হকের সহিত সাক্ষাৎ করেন। জনাব হক তাঁহাদের উদ্দেশ্য করিয়া বক্তৃতা প্রসঙ্গে পূর্ববঙ্গ মন্ত্রিসভা সম্প্রসারণ কার্যে বিভিন্ন পাটির মধ্যে ঐক্য বজায় থাকায় আনন্দ প্রকাশ করেন। তিনি পাকিস্তানের বৃহত্তর স্বার্থে সকলে সমবেতভাবে কার্য করিবেন বলিয়া আশা করেন। তিনি যুক্তফ্রন্টের একতা বজায় রাখার জন্য দৃঢ়প্রতিজ্ঞ।