You dont have javascript enabled! Please enable it!

আজাদ
২২শে মার্চ ১৯৫৪
নিৰ্বাচন প্রার্থী সাতজন প্রাক্তন মন্ত্রীই পরাজিত
সর্বশেষ মন্ত্রী দ্বারকানাথ বারােরীর জামানত বাজেয়াফত
গােপালগঞ্জ দক্ষিণ কেন্দ্রে শেখ মুজিবর রহমানের সাফল্য
(স্টাফ রিপাের্টার)

গতকল্য (রবিবার) প্রাক্তন মন্ত্রী মিঃ দ্বারকানাথ বারােরীর নিৰ্বাচন কেন্দ্রের ফল ঘােষিত হইয়াছে। তাহার প্রতিদ্বন্দ্বী মিঃ গৌরচন্দ্র বালা নির্বাচিত হইয়াছেন এবং মিঃ বারােরীর জামানত বাজেয়াফত হইয়াছে। স্মরণ থাকিতে পারে যে, নির্বাচনের কিছু পূৰ্ব্বে মিঃ বালাকে নিরাপত্তা আইনে গ্রেফতার করা হইয়াছিল। প্রসঙ্গক্রমে উল্লেখযােগ্য যে, নূরুল আমীন মন্ত্রিসভার ৮ জন সদস্যের মধ্যে ৭ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করিয়াছিলেন। যুক্তফ্রন্ট প্রার্থীদের নিট ৬ জন ইতিপূর্বেই পরাজিত হইয়াছেন। মিঃ বারােরীকে লইয়া এখন ৭ জনই পরাজিত হইলেন। শুনধ্যে জনাব আবদুস সলিম ও মিঃ বারােরীর জামানত বাজেয়াফত হইয়াছে। গতকল্য গােপালগণ্ড দক্ষিণ মােছলেম কেন্দ্রের ফল ঘােষিত হইয়াছে। এই কেন্দ্র হইতে প্রাদেশিক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মুজিবর রহমান লীগ প্রার্থীকে বিপুল ভােটাধিক্যে পরাজিত করিয়া নির্বাচিত হইয়াছেন। ফরিদপুর কাম কুষ্টিয়া কাম যশাের কাম খুলনা মােছলেম মহিলা কেন্দ্রেও জনৈক যুক্তফ্রন্ট প্রার্থী নির্বাচিত হইয়াছেন এই কেন্দ্রসহ মহিলাদের জন্য সংরক্ষিত ৯টি আসনেই যুক্তফ্রন্টের প্রার্থীরা নির্বাচিত হইলেন। অন্য যে সব কেন্দ্রের ফল ঘােষিত হইয়াছে, উহার বিবরণ নিমে প্রদত্ত হইল। গোপালগঞ্জ দক্ষিণ মোছলেম শেখ মুজিবর রহমান (যুক্তফ্রন্ট নিৰ্বাচিত) ১৯৩৬২, অহিদুজ্জামান (লীগ) ৯৫৬৯। এই কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী শক্লিফ শামসুদ্দীন আহমদ কর্তৃক প্রাপ্ত ভােটের সংখ্যা জানা যায় নাই।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!