You dont have javascript enabled! Please enable it! 1954.01.10 | আজাদ, ১০ই জানুয়ারি ১৯৫৪, যুক্তফ্রন্টের প্রার্থী মনােনয়ন- শনিবারে ১৮ জনের নাম ঘােষণা - সংগ্রামের নোটবুক

আজাদ
১০ই জানুয়ারি ১৯৫৪
যুক্তফ্রন্টের প্রার্থী মনােনয়ন
শনিবারে ১৮ জনের নাম ঘােষণা

গতকল্য (শনিবার) যুক্তফ্রন্ট পার্লামেন্টারী বাের্ড কর্তৃক আগামী নির্বাচনে নিমােক্ত ১৮টি কেন্দ্রে উন্টের মনােনীত প্রার্থীর নাম ঘােষণা করা হইয়াছে –
১। আতাউর রহমান খান- ঢাকা সদর মধ্য পশ্চিম।
২। মুনির হােসেন জাহাঙ্গিরী= মুন্সিগঞ্জ মধ্য-পূৰ্ব্ব।
৩। ইউসুফ আলী চৌধুরী- ফরিদপুর সদর উত্তর-পশ্চিম।
৪। আবিদুস সালাম থান— গোপালগঞ্জ উত্তর।
৫। শেখ মুজিবর রহমান- গােপালগঞ্জ দক্ষিণ ।
৬। কাজি রােকন উদ্দিন আহমদ ফরিদপুর সদর দক্ষিণ-পূর্ব।
৭। আপেল উদ্দিন আহমদ মাদারীপুর দক্ষিণ-পশ্চিম।
৮। হায়দার আলী মল্লিক- জামালপুর দক্ষিণ ।
৯। আবদুল খালেক যশোর পূর্ব।
১০। আজিজুর রহমান খন্দকার- গাইবান্ধা মধ্য।
১১। আবু হােসেন সরকার- রংপুর কাম গাইবান্ধী।
১২। মিয়া আবদুল হাফেজ কুড়িগ্রাম মধ্য।
১৩। হাতেম আলী খান- টাঙ্গাইল উত্তর।
১৪। সৈয়দ মােয়াজ্জেম উদ্দীন হােসেন কিশােরগঞ্জ দক্ষিণ-পূর্ব।
১৫। নাসির উদ্দিন আহমদ- হবিগঞ্জ মধ্য-দক্ষিণ।
১৬। আনােয়ারা খাতুন ঢাকা সিটি পশ্চিম মােছলেম মহিলা কেন্দ্র।
১৭। জনাব জসিমউদ্দিন আহমদ- নিলফামারী দক্ষিণ।
১৮। আবুল হােসেন মিয়া- রংপুর সদর পশ্চিম।।