আজাদ
৯ই জুলাই ১৯৫৩
খাদ্য সমস্যার সমাধান দাবী
আওয়ামী লীগ সেক্রেটারী জনাব রহমানের বিবৃতি
(স্টাফ রিপাের্টার)
গতকল্য (বুধবার) অপরাহ্নে সাংবাদিক সম্মেলনে বক্তৃতা প্রসংগে পূর্ব পাকিস্তান আওয়ামী মােছলেম লীগের সাধারণ সম্পাদক শেখ মুজিবুর রহমান বলেন যে, খাদ্য সমস্যাকে রাজনীতির উর্দ্ধে স্থান দিতে হইবে। পূর্ববঙ্গের কতিপয় জেলায় খাদ্য সঙ্কট দেখা দেওয়ায় যে পরিস্থিতির সৃষ্টি হইয়াছে, তাহার মােকাবেলা করার জন্য তিনি সরকারকে অবিলম্বে দুৰ্দশাগ্রস্থদের বিনামূল্যে খাদ্য সরবরাহ, সহজ শর্ত্তে যথেষ্ট পরিমাণ বীজ ও যথেষ্ট সংখ্যক গরু ঋণদান ও দুর্দশাগ্রস্থ এলাকাসমূহে চিকিৎসার ব্যবস্থা করিতে বলেন। তিনি বলেন যে, পূর্ববঙ্গের কাঁচামাল বিদেশের বাজারে যাহাতে ন্যায্যমূল্যে বিক্রয় হয় এবং দেশে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন প্রব্যের দাম যাহাতে কমে, তাহরি ব্যবস্থা করিতে হইবে। পাটচাষী ও পাটনীতির উল্লেখ করিয়া জনাব মুজিবুর রহমান বলেন যে, প্রদেশের পাটচাষীর তথা রাষ্ট্রের কল্যাণের জন্য পাটের রফতানী বাণিজ্য ও পাটশিল্প জাতীয়করণ অপরিহার্য। জাতীয়করণই পাটি সমস্যার একমাত্র সমাধান বলিয়া তিনি মন্তব্য করেন। বর্তমান লীগ সরকার জমিদারী দখলে যে আইন করিয়াছেন, জনাব রহমান তৎসম্পর্কে মন্তব্য প্রসঙ্গে বলেন যে, ইহা জমিদারী উচ্ছেদ আইন নয়, ইহা হইতেছে জমিদারী ক্রয় আইন। বিনা ক্ষতিপূরণে জমিদারী প্রথা উচ্ছেদ করিয়া প্রয়ােজন অনুযায়ী ভূমিহীনদের মধ্যে ভূমি বন্টন করা আওয়ামী লীগের উদ্দেশ্য বলিয়া তিনি বর্ণনা করেন। আওয়ামী লীগের বৈদেশিক নীতি সম্পর্কে তিনি বলেন যে, কমনওয়েলথের বাহিরে সম্পূর্ণ স্বাধীন সত্তা লইয়া সম্পূর্ণ নিরপেক্ষ নীতি অবলম্বন করাই তাহাদের উদ্দেশ্য। কমনওয়েলথের বাহিরে আসার জন্য তিনি সরকারের নিকট দাবী জানান। নিরাপত্তা আইন সম্পর্কে তিনি বলেন যে, নিরাপত্তা আইন দ্বারা জনসাধারণের ইচ্ছার বিরুদ্ধে মন্ত্রীদের নিরাপত্তার ব্যবস্থা করা হইতেছে। গত পাঁচ বৎসর ধরিয়া ব্যক্তিস্বাধীনতা হরণ করিয়া সরকার গণতন্ত্রের সমাধি রচনা করিয়াছে। তাই তিনি এইসব কালা-কানুন প্রত্যাহারের জন্য সরকারের নিকট জোর দাবী জানান। বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসাবে ঘােষণার দাবী জানাইয়া তিনি বলেন, বাংলা ভাষার প্রশ্ন পাকিস্তানের এই অংশের জনসাধারণের জীবন মরণের প্রশ্ন। জনাব মুজিবুর রহমান রাজবন্দীদের মুক্তি, লাহাের প্রস্তাব অনুসারে শাসনতন্ত্র রচনা, গণপরিষদ ও প্রদেশসমূহের আইন সভা ভাঙ্গিয়া দিয়া নুতুন নির্বাচুন অনুষ্ঠানের প্রয়ােজনীয়তা বর্ণনা করেন।