You dont have javascript enabled! Please enable it!

আজাদ
১৭ই এপ্রিল ১৯৫২
আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে অভিযােগ বাতিল
(সংবাদদাতার তার)

গােপালগঞ্জ (ফরিদপুর), ১৫ই এপ্রিল = পূর্ব পাকিস্তান আওয়ামী মােছলেম লীগের ভাইস প্রেসিডেন্ট জনাব আবদুস সালাম খান এবং জয়েন্ট সেক্রেটারী শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে স্থানীয় মহকুমা হাকিমের এজলাসে যে মামলা চলিতেছিল, তাহাতে আওয়ামী লীগ নেতৃত্বকে বেকসুর খালাস দেওয়া হইয়াছে। স্মরণ থাকিতে পারে যে, জনাব মুজিবুর রহমান ও আবদুস সালাম খানকে গত ১৯৫০ সনের জুলাই মাসে গোপালগঞ্জে ১৪৪ ধারার আদেশ অমান্য করার দায়ে অভিযুক্ত করা হইয়াছিল।

ছাত্রনেতার জামিনে মুক্তিলাভ
গত ১১ই এপ্রিল গােপালগঞ্জ মােছলেম ছাত্র লীগের প্রেসিডেন্ট সরদার এমামকে বিশেষ অর্ডিন্যান্স বলে গ্রেফতার করা হয় এবং পরে তাহাকে জামিনে মুক্তি দেওয়া। হয়। গ্রেফতারের সময় তাঁহার বাড়ীও তল্লাসী করা হইয়াছিল। কিন্তু অপিওিকর কোন কিছু পাওয়া যায় নাই।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!