দ্য টাইমস অব ইন্ডিয়া, ১৮ সেপ্টেম্বর ১৯৭১
আজ বাংলাদেশের উপর আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন
স্টাফ রিপোর্টার
নয়া দিল্লি, ১৭ সেপ্টেম্বর: আগামীকাল বাংলাদেশের উপর আন্তর্জাতিক সম্মেলনে অনেক রাষ্ট্রনায়ক, প্যাসিফিস্ট, সমাজকর্মী, শিক্ষাবিদ, আইনজীবী ও সাংবাদিকরা যোগ দেবেন।
গান্ধী পিস ফাউন্ডেশন আয়োজিত তিন দিনব্যাপী সম্মেলনে বাংলাদেশ ইস্যু নিয়ে আলোচনা করা হবে। বাংলাদেশ নিয়ে আয়োজিত এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় সচেতনতামূলক অনুষ্ঠান। গত ২৫ মার্চ থেকে বাংলাদেশের ঘটনাবলী সমস্ত পৃথিবীর খবরের শিরোনাম হয়ে আছে।
যারা সম্মেলনে অংশগ্রহণ করছেন তারা সবাই দেশে ও দেশের বাইরে যথেষ্ট প্রভাবশালী।
উদাহরণস্বরূপ, অংশগ্রহণকারীদের মধ্যে কিছু আরব দেশের প্রতিনিধি রয়েছেন যারা এই ব্যাপারে বরফশীতল নিস্তব্ধতা অবলম্বন করছেন – যদিও আড়াল থেকে তাদের সরকারী মুখপাত্ররা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের প্রতি তাদের সমবেদনা জানিয়েছেন।
এমনকি ভারত সরকারী পর্যায়ে সম্মেলনে অংশগ্রহণ করবে না। কিন্তু কেন্দ্রীয় সরকার, সংসদ সদস্য, এবং কংগ্রেস পার্টির প্রভাবশালী নেতা সদস্যরা তাদের ব্যক্তিগত ক্ষমতায় সম্মেলনে যোগ দিবেন বলে আশা করা হচ্ছে।
২৩ টি দেশ থেকে ২ জন নারী সহ ৫০ জন এবং বিভিন্ন সংগঠন থেকে আরও ১০০ জন এখানে যোগ দিবেন বলে আশা করা হচ্ছে। সর্বদয়ার নেতা জনাব জয়প্রকাশ নারায়ণ এর সভাপতিত্ব করবেন।
বিদেশী প্রতিনিধিদের মধ্যে জনাব বেয়ার্ড রাস্টিন, আমেরিকান ব্ল্যাক মুভমেন্ট নেতা, জনাব মাইকেল হ্যারিংটন, চেয়ারম্যান সমাজতন্ত্রী দল, নিউ ইয়র্ক, জনাব পেভ জেভারমোভিক, যুগোস্লাভ লীগ ফর পিসের কার্যনির্বাহী সদস্য, জনাব ড্যানিয়েল মেয়ার, মানবাধিকার ফরাসি লীগের সভাপতি, মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের জনাব জন ডানহাম, জনাব এল ওয়ালিদ ইব্রাহিম, সুদান থেকে একজন সাংবাদিক, লিবিয়ার জনাব ফরিদ সায়লা, ডঃ মোহাম্মদ রোয়েম, ইন্দোনেশিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী, এবং জনাব কিউ হারদাদ, সম্পাদক, “আফগান মিল্লাত,” কাবুল উলেখযোগ্য।
খসড়া বিষয়সূচি
বেসরকারিভাবে যেসব গুরুত্বপূর্ণ দেশ অংশ নিচ্ছে তাদের মধ্যে আছে জাপান, মালয়েশিয়া, নেপাল, সিংহল, গিয়ানা, নাইজেরিয়া, ইউ এ আর, অ্যামেরিকা, অস্ট্রেলিয়া, নরওয়ে, সুইডেন, চেকোস্লোভাকিয়া, আর্জেন্টিনা, কানাডা, বেলজিয়াম ও যুক্তরাজ্য।
সম্মেলনের খসড়া বিষয়সূচিতে বাংলাদেশে পাকিস্তানি সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য একটি সম্মিলিত আন্তর্জাতিক ব্রিগেড গঠনের মতো বিষয় অন্তর্ভুক্ত আছে। প্রয়োজনে বাংলাদেশ সরকারকে সামরিক ও অর্থনৈতিক সহায়তা দেবার ব্যাপারে আলোচনা হবে এবং মানবাধিকার কমিশনের একটি বিশেষ অধিবেশন আহ্বান করা হয়েছে।
সম্মেলনে সাপ্রু হাউসে উদ্বোধন করা হবে এবং ভারত আন্তর্জাতিক কেন্দ্রে আলোচনা হবে। আজ রাত পর্যন্ত, প্রায় ২০ জন বিদেশী প্রতিনিধি চলে এসেছেন। অন্যরা ভোরের ফ্লাইটে চলে আসবেন বলে আশা করা হচ্ছে।