কালান্তর পত্রিকা
১৭ জুন ১৯৭১
১৯ জুন ‘বাংলাদেশ দিবস’ পালন করুন
(স্টাফ রিপোর্টার)
কলকাতা, ১৬ জুন – পশ্চিম পাকিস্তানের একনায়কতন্ত্র ও সামরিক বর্বরতার বিরুদ্ধে গণতন্ত্র ও সার্বভৌমত্তের জন্য যারা লড়াই করছে সেই ‘বাংলাদেশের’ জনগণের প্রতি সংহতি জানানোর জন্য ১৯ জুন এই রাজ্যের শ্রমজীবী মানুষ ‘বাংলাদেশ ‘ দিবস পালন করবেন। আজ শ্রী শিশির কুমার গাঙ্গুলি (আই এন ইউ শি) , শ্রী মাখন চ্যাটার্জি (এইচ এম এস) , শ্রী যতিন চক্রবর্তি (ইউ টি এউ শি) এবং শ্রী ফটিক ঘোষ (ইউ টি ঈউ শি) আজ এক বিবৃতিতে বলেছেন, বাংলাদেশের সংহতির জন্য ভারতীয় ট্রেড ইউনিয়নসমূহের জাতিয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ১৯ জুন ‘বাংলাদেশের’ জন্য সর্বত্র সভা সমাবেশ হবে।
বিবৃতিতে বলা হয়েছে, ট্রেড ইউনিয়ন প্রতিনিধিদের নিয়ে ১৯ জুন কেন্দ্রিয়ভাবে ভারত সভা হলে সমাবেশ অনুষ্ঠিত হবে।