কালান্তর পত্রিকা
১৫ জুন ১৯৭১
ভারত সরকারের অনুরোধে বাংলাদেশের সরনার্থীদের জন্য সোভিয়েত বিমানের আগমন
(স্টাফ রিপোর্টার)
কলকাতা- ১৪ জুন – সোভিয়েত সরকার বাংলাদেশের শরনার্থিদের স্থানন্তর করার কাজে সাহায্যের জন্য ভারত সরকারের অনুরোধে আজ দুটি বৃহদাকার এ এন ১২ পরিবহন বিমান পাঠিয়ে দিয়েছেন।
বিমান দুটি আজ বিকালে মস্কো থেকে দিল্লি হয়ে দমদম বিমান বন্দরে পৌঁছায়। মঙ্গলবার সকালে ঐ বিমান শরনার্থিদের নিয়ে নানা শিবিরে রওনা হবে।
স্মরণযোগ্য যে, পাক জঙ্গিচক্রের বর্বরতম ফৌজি আক্রমণের ফলে লক্ষ লক্ষ শরনার্থি বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে নিরাপত্তা ও আশ্রয়ের জন্য পশ্চিমবঙ্গ ও সংলগ্ন ভারতের রাজ্য সমূহে চলে আসেন। সীমান্ত রাজ্যগুলি থেকে অত্যাধিক শরনার্থি চাপ সরাতে তাদের অধিকতর সুষ্ঠু আশ্রয় ব্যাবস্থার জন্য ভারতের অন্যত্র উদ্বাস্তু শিবিরে স্থানান্তরিত করার পরিকল্পনা নিয়ে ভারত সরকার এই কাজে সাহায্যের জন্য সোভিয়েত সরকারকে অনুরোধ জানান। সেই অনুরোধে সাড়া দিয়ে সোভিয়েত সরকার প্রথম দফায় এই দুইটি বৃহৎ পরিবহন বিমান পাঠালেন।
এ এন ১২ প্রথম বিমানটির বৈমানিক দলটিকে বিমান বন্দরে অভ্যর্থনা করেন সোভিয়েত দূতস্থানের কূটনীতিবিদ এবং পশ্চিম বঙ্গ ও ভারত সরকারের উদ্বাস্তু ত্রাণ বিভাগের উচ্চপদস্থ কর্মচারিরা। দিল্লি থেকে বিমানে তাদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের ত্রাণ বিভাগের অফিসার শ্রী ভি পি বাইদাকোভ কলকাতায় আসেন।
বিমানবন্দরে স্বাগত জ্ঞ্যাপনকারীদের মধ্যে ছিলেন কলাতাস্থ সোভুয়েত কনসুলেটর শ্রী ভি দিউলিন সহ কন্সাল শ্রী ভি গুর্গেনভ, সোভিয়েত এয়ারোফ্ল্যাতেস্ক ক্যাপ্টেন সেজকুলভ এবং পশ্চিমবঙ্গ সরকারের ত্রাণ ও পুনর্বাসন দফতরের জয়েন্ট সেক্রেটারি শ্রী এস শি রায় ও অন্যান্য কর্মকর্তারা।
সোভিয়েত ঔষধ ও অন্যান্য সাহায্য নিয়ে আরও বিমান দু এক দিনের মধ্যে এসে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।