You dont have javascript enabled! Please enable it! শেখ মুজিবুর রহমানের কারাজীবন, কারাগারের কাগজপত্র, কেইস নাম্বার, অফিসিয়াল স্মারক নং ও অন্যান্য নথি, বঙ্গবন্ধুর কারাগার জীবনের বিস্তারিত - সংগ্রামের নোটবুক

শেখ মুজিবুর রহমানের কারাজীবন

 

১৯৪৮-এর বাংলা ভাষা আন্দোলনে নবগঠিত পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগের অন্যতম নেতা হিসেবে শেখ মুজিবের ভূমিকা উল্লেখযোগ্য।  এরপর যে দুটি রাজনৈতিক কর্মসূচি এবং আন্দোলনে তিনি অংশগ্রহণ করেন তা হলো ১৯৪৮-এর ৮ ই জানুয়ারি জুলুম প্রতিবাদ দিবস এবং ৪৯-এর মার্চে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণী  কর্মচারীদের আন্দোলন। রাজশাহী, ঢাকা এবং প্রদেশের অন্যান্য স্থানে ছাত্রদের উপর নির্যাতন-নিপীড়নের বিরুদ্ধে ৮ জানুয়ারি, ১৯৪৯ জুলুম প্রতিরোধ দিবসে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে পূর্ণ ধর্মঘট পালন করা হয়। বিশ্ববিদ্যালয় ময়দানে ছাত্রলীগের আহ্বায়ক নঈমুদ্দীন আহমদের সভাপতিত্বে এক ছাত্রসভায় শেখ মুজিব বক্তৃতা দেন। এই প্রতিরোধ দিবস’ কর্মসূচিতে প্রত্যক্ষ অংশগ্রহণকারী  ছাত্র নেতা অলি আহাদ জুলুম-প্রতিরোধ ও প্রতিবাদের যে কার্যবিবরণী তুলে ধরেছিলেন তাতে বলা হয়, ‘পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগের আহবায়ক নঈমুদ্দিন আহমদের সভাপতিত্বে  সভার কার্য শুরু হয়। জনাব শেখ মুজিবুর রহমান, জনাৰ দবিরুল ইসলাম ও তিনি নিজে বক্তৃতা করেন। সরকারকে অবিলম্বে জুলুম বন্ধ করার আহবান জানিয়ে  এক মাসের মধ্যে প্রয়োজনবোধে কর্মসূচি ঘোষণা করার প্রস্তাবও গৃহীত হয়। কার্যবিবরণীতে আরও উল্লেখ করা হয়, দিনাজপুরে অপ্রতিরোধ্য ছাত্র-আন্দোলনের সূচনা হলে পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ নেতা দবিরুল ইসলাম, নুরুল হুদা কাদের বখস ও এম আর আখতার (মুকুল) কারারুদ্ধ হন। শেখ মুজিবুর রহমান, আবদুল হামিদ চৌধুরী, আবদুল আজিজ দিনাজপুরে পদার্পণ করলে জেলা প্রশাসক ৪৮ ঘন্টার মধ্যে তাদের দিনাজপুর ত্যাগের নির্দেশ দেন। এম, আর, আখতার মুকুল শেষোক্ত ঘটনার বর্ণনায় বলেছেন, “১৯৪৮ সালের শেষ ভাগের কথা। শেখ মুজিবুর রহমান কারাগার থেকে বেরিয়েই ছুটে এলেন সুদুর দিনাজপুরে। বেশ কিছু সংখ্যক ছাত্রলীগ কর্মী বিনা বিচারে কারাগারে আটক রয়েছেন। ঢাকার আবদুস সোবহান তখন দিনাজপুর জেলা অধিকর্তা এরই নির্দেশে সেদিন শেখ মুজিব ও চার জন সহকর্মীকে দিনাজপুর থেকে বহিষ্কার করা হয়েছিল।

দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর কর্মচারীরা তাদের নায্য দাবি-দাওয়া নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে আসছিলেন। কিন্তু দাবী দাওয়া উরণ না হওয়ায় ১৯৪৯ এর ৩ মার্চ থেকে কর্মচারীরা ধর্মঘটে চলে যান।  কর্মচারীদের ধর্মঘটের সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রসমাজও এগিয়ে আসেন। তাঁরাও ৩ মার্চ ক্লাস বর্জন করেন।  পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগের আহবানে এবং উদ্যোগে ৫ মার্চ পূর্ন ছাত্র ধর্মঘটের পর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বেলা ১২-৩০ মিনিটে একটি সভা অনুষ্ঠিত হয়।  তাতে ছাত্ররা স্থির করেন যে কর্মচারীদের দাবি-দাওয়া কর্তৃপক্ষ যতদিন না স্বীকার করেন ততদিন পর্যন্ত তারা সহানুভূতিসূচক ধর্মঘট অব্যাহত রাখবেন। ধর্মঘটের প্রস্তুতির বিভিন্ন স্তরে বিশ্ববিদ্যালয়ের কয়েকটি ছাত্র প্রতিষ্ঠানের, বিশেষত ছাত্র ফেডারেশন এবং পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগের কর্মীদের সাথে কর্মচারীরা ঘনিষ্ট যোগাযোগ রক্ষা করে এবং তাদের সমর্থন, উৎসাহ ও সহযোগিতা ধর্মঘটের ক্ষেত্রে ইতিবাচক অবদান রাখে। প্রাদেশিক সরকারের নির্দেশানুযায়ী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই চ্যালেঞ্জের মোকাবিলা করেন চিরাচরিত নেতিবাচক পন্থায়। বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ এবং ২৭ জন ছাত্রছাত্রীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করে। শেখ মুজিব ছিলেন দণ্ডপ্রাপ্তদের একজন। দণ্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশটি ছিল নিম্নরূপ :

… (3) That the following attached students be fined Rs 15-each and be allowed to continue as attached students subject to the condition that they furnish individually a guarantee of good conduct endorsed by their guardians in the prescribed form to relevant provost on or beforeor  the 17th April, 1949. (1) Sk. Mujibur Rahman || year LLB Roll 166 SM.H.

(2) Kalayan Chandra Dasgupta 1 year MA Roll 61 DH.

(3) Naimuddin Ahmed II year. LLB. Roll 22, S.M.H.

(4) Nadera Begum | year, Roll 39 SMH (

5) Muhammed Abdul Wadud 1 year BA Roll 154, FH

মুচলেকা দিয়ে এই শাস্তি থেকে রেহাই পাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকা শেখ মুজিবের কাছে মর্যাদাপূর্ণ মনে হয়নি। তিনি মুচলেকা দিতে অস্বীকার করেন। পরবর্তী সময়ে তার কারাভোগকালে সরকারের ভীতি প্রদর্শন, অনুরোধ পীড়াপীড়ীতেও তিনি কখনও মুচলেকা দেননি। তাঁর জীবনের এই দিকটি বিশেষ বৈশিষ্ট্যময়। মুচলেকা দেওয়ার কথা বলা হলেই তিনি নিঃশর্ত মুক্তির দাবি জানাতেন। মুচলেকা না দিয়ে শেখ মুজিবের বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ন। কারণ তখন  বৃহত্তর রাজনীতিতে তার অগ্রযাত্রা শুরু হয়েছিল, তিনি জননেতা হবার পথে। প্রকৃতপক্ষে তিনি ছিলেন Loyal to his convictions, he left the campus, then a stronghold of unenlightened reactionaries, with no regrets.

ইতিহাসের অমোঘ ধারায় প্রায় তেইশ বছর পরে ১৯৭২ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়েছিলেন। তখন তিনি স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রী। সেদিন তাকে এক অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) আজীবন সদস্যপদ দেওয়া হয়। অনুষ্ঠানের শুরুতে ১৯৪৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিম্নবেতনভূক কর্মচারীদের আন্দোলনে নেতৃত্বদানের অপরাধে এক্সিকিউটিভ কাউন্সিল এ তরুন ছাত্রনেতা শেখ মুজিবকে শাস্তি প্রদানের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তারই ফটোস্ট্যাট কপি বাঁধাই করে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকে উপহার দেওয়া হয়েছিল |

১৯৪৮ সালে রাষ্ট্রভাষা আন্দোলনে ১৪৪ ধারা ভঙ্গ করার অপরাধে শেখ মুজিবকে ১১ মার্চ বন্দি করা হয়। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সাথে খাজা নাজিমুদ্দিন সরকারের ৮ দফা সমঝোতা চুক্তির পরিপ্রেক্ষিতে ১৫ মার্চ তিনি মুক্তিলাভ করেন। কিন্তু অচিরেই তাঁর জীবনে শুরু হয় দীর্ঘ কারাবাস। ১৯৪৯ সালের ২৯ শে এপ্রিল তাকে EPPSO এর  ১৮ (২) ধারা মোতাবেক আইন অন্যান্য কর্মকান্ডের সাথে যুক্ত থাকার অভিযোগ এনে গ্রেপ্তার করা হয়। তবে কত তারিখে গ্রেপ্তার ও কত তারিখে মুক্তি পেয়েছেন  তা নিয়ে মতভেদ রয়েছে। ১৯৪৯ সালের সরকারি কোন নথি না পাওয়ায়  এ পর্যন্ত সঠিক তথ্য  উদঘাটন করা সম্ভব হয়নি। অধিকাংশ লেখক ২৭ জুলাই পর্যন্ত শেখ মুজিব জেলে ছিলেন বলে উল্লেখ করেছেন। তবে ফরিদপুর DIB Memo No 486 61/-49 dated the 21st Nov 1950 to the spl Supdt of PoliceI BE B-Dacca কে লেখা নথির তৃতীয় অংশের বিবরণ নিম্নরূপঃ

On 19. 7.49 Sk. Mujibur Rahman s/o Lutfar Rahman of Tangipara, Gopalgonj and Abdus Salam Khan, M.A, B. L. s/o late Abdul Latif of Bejra, P. S. Muksudpur and of Faridpur town, two important members of the Awami Muslim League, held a public meeting, at Gopalgonj in defiance of prohibitive Orders u/s 144 Cr. P.C. They were prosecuted u/s  188 Cr PC and the case is subjudice

বোঝা যাচ্ছে শেখ মুজিবুর রহমান ও আবদুস সালাম খান ১৪৪ ধারা ভঙ্গ করে উক্ত সভা করেছিলেন এবং তাদের বিরুদ্ধে ১৮৮ ধারা কার্যকর করা হয়। তবে ২৩ ও ২৪ জুন আওয়ামী লীগ গঠিত হওয়ার সময় শেখ মুজিব জেলে ছিলেন- এতে কোনো

সন্দেহ নেই। শেখ মুজিব সম্ভবত জুলাই মাসের কোন এক সময় মুক্তি লাভ করেছিলেন।

নিচে উদ্ধৃত ১৯৪৯ সালের আগস্ট মাসে পুলিশের হোপন রিপোর্টে শেখ মুজিব সম্পর্কে সরকারের মনোভাব লক্ষণীয়ঃ

The students of Gopalgonj town have been trying to organise a separate student organisation within the fold of the official Muslim League distinguished from the so-called Muslim Students League (belonging to the group of Sk. Mujibur Rahman s/o Lutar Rahman of Tungipara, P.S Gopalgoni, Dist- Faridpur). To this end in view they have been issuing leaflets depicting the organisation of Mr. H. S. Suhrawardy to mislead the people of Pakistan and to hurl abuses to the late Quaid-i-Azam for his (Mr. Suhrawardy’s) selfish ends .

On 11.8.49 while some students were distributing the leaflets a band of students of the counter bloc named below snatched away the leaflets and assailed the distributors. A case u’/s 147/379 IP.C. was Started at Gopalgoni, P.S. against all the accused students, who were arrested and subsequently released on bail.

শেখ মুজিবকে উক্ত সময়ে কয়েকবার রেপ্তার করার সরকারি গোপন নির্দেশ ছিল বলে বিভিন্ন তথ্য থেকে জানা যায়। ১৭ অক্টোবর ১৯৪৯ সালের পূর্ব বাংলা আই বি রিপোর্ট নঅম্বর ১৫৬ তে উল্লেখ করা হয়ঃ

On certain information, the Office of the E-P. Awami Muslim League at 150 Muhultali was searched  at about 4-30 am. today (17-10-49) for the arrest of Sheikh Mujibur Rahman and Shoukat Ali, the two militant members of the organization who are evading arrest in connection with Kotwali P.S Case No 19 (10) 49 u/s 147/325 IPC and 7(3) B.S.P.O. none of them was found there and nothing incriminating was seized .

আরমানিটোলা ময়দানে ১১ অক্টোবর নবগঠিত আওয়ামী মুসলিম লীগের উদ্যোগে অনুষ্ঠিত জনসভায় মওলানা ভাসানী, আতাউর রহমান খান, শামসুল হক, শেখ মুজিবুর প্রমুখ বক্তৃতা করেন।  রহমান প্রমুখ বক্তৃতা করেন। সেদিনের গোপন পুলিশ রিপোর্টে বলা হচ্ছে :

After the meeting a procession headed by Maulana Abdul Hamid Khan, Mvi Shamsul Haq, M.L.A. and Sk Mujibur Rahman came towards Ramna side via Nawabpur Road. Police had to resort to tear gas and a mild lathi charge to disperse the processions. Nineteen persons including Mvi Shamsul Haq, M.L.A. were arrested on the spot and case no 19 (10) 49 u/s 147, 325 IPC and  7 (3) 13  S.P.O was started at Kotwali P.S.

পরবর্তী সময়ের পুলিশ রিপোর্টে  দেখা যায় যে শেখ মুজিবের বিরুদ্ধে থানা এবং আদালতে ১৯৪৯ সালের অক্টোবর মাসে বিশেষ মামলা রুজু  করা হয়েছিল । এতদসম্পর্কিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রিপোর্ট নিম্নরূপ :

Charge sheet no. 211 dated 26.12.49 u/s 147/325 IPC and 7(3) B.S.P.O has been submitted in Kotwali P.S. Case No 19, dated  11-10-49 against the following persons : Acced. Sk Muibur Rahman who was absconding so long, has since been arrested and forwarded to court.

১৯৪৯ সালের অক্টোবর মাসেই শেখ মুজিব সাংগঠনিক কাজে পশ্চিম পাকিস্তান সফর করেন। পাঞ্জাব পুলিশ রিপোর্ট থেকে তার সাংগঠনিক তৎপরতার প্রমাণ পাওয়া যায়ঃ

It will be recalled that before his departure for Dacca Mujibur Rahman got the East Bengal Muslim students League affiliated with the All Pakistan Muslim Students Federation, Lahore.

ডিসেম্বরের শেষ সপ্তাহে শেখ মুজিব পূর্ব বাংলায় ফিরে আসেন। ফেরার পরই তাঁকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে সরকারি নথিতে বলা হয় :

A temporary committee of the E.P.A.M.L. was formed with Salimul Haq of 274, Nawabpur Road,  Dacca, as  president and Yar Muhammad, s/o Saleh Muhammad o f 18, Karkunbari Lane, P.S Sutrapur, as secretary.  Sk. Mujibur Rahman left for Lahore from Calcutta to see H-S. Suharawardy with a view to bring some money from him for the party work in E.B.

…Sk. Mujibur Rahman who was also wanted in connection with the above noted case ( No 19(10) 49 u/s 147, 354। PC and 7 (3) BSPO was arrested on 31 .12.49 from 69/1, Khaje Dewan He is a Security Prisoner in Dacca Jail.

জেল জুলুম ভোগ শেখ মুজিবের জীবনের এক নিয়মিত অধ্যায়ে পরিণত হয়েছিল। পাকিস্তান সৃষ্টির পর থেকেই তিনি এই অবস্থার শিকার হন। জনগনের জন্য দেশের জন্য তিনি প্রায় এক যুগ কারান্তরালে বন্দীজীবন যাপন করেছিলেন। তৃতীয় বিশ্বের রাজনৈতিক নেতৃবৃন্দের কারাজীবন ভোগ সম্পর্কে Rupert Emersion-এর বিখ্যাত  উক্তি Jail Graduation” শব্দ দুটি বঙ্গবন্ধুর দীর্ঘ কারাজীবন সম্পর্কেও প্রণিধানযোগ্য। তৃতীয় বিশ্বের রাজনৈতিক  নেতৃবৃন্দের  কারাজীবন সম্পর্কে তিনি উক্ত  মন্তব্য করেন। মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, শেখ মুজিব প্রমুখ নেতৃবৃন্দ তৃতীয় বিশ্বের দুটি দেশের নেতা হিসেবে Jail Graduation লাভ করেছিলেন। উল্লেখ্য, পাকিস্তানের স্রষ্টা বলে খ্যাত মোহাম্মদ  আলী জিন্নাহ বা লিয়াকত আলি খান কোনোদিন কারাভোগ করেননি। অনেক রাষ্ট্রনীতিবিদ  মনে করেন যেসব নেতার Jail Graduation নেই তাঁরা জনপ্রতিনিধি হয়ে উঠতে পারেন না ।

বন্দি অবস্থায় শেখ মুজিবের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে আটকাদেশ বৃদ্ধি করা হয়েছিলো। খুলনার ডিআইবি ১১ জুন ১৯৫১ তারিখের মারকপত্রের সঙ্গে নং ১৭৩৪/৩৮-৫১তে এ ধরনের একটি তালিকা অতিরিক্ত পুলিশ সুপার আইবি-কে প্রদান করার জন্য প্রস্তুত করেছিল। পাকিস্তানি শাসকবর্গের নির্দেশে গোয়েন্দা এজেন্সির লোকজন সদা-সর্বদা তাঁর প্রতি লক্ষ্য রাখতো। শুধু তাই নয় কোন ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হতো, তাও নিচের তালিকা থেকে স্পষ্ট।

The following original Government Orders and grounds of detention served on security prisoner Sk. Mujibur Rahman are enclosed

1 G.O No 756 H.S. dated 7.3.51 (Release order)

  1. G.O. No 2667 H. S. dated 25.10.50. (Deteration Order with G.D)
  2. G . O. No 2143 HS dated 16.9. 50 (do)

4.G.O. No 881 H. s. dated 16-3.50 (do)

  1. G O. No 147 H. S. dated 28.1.50 (do)

১৯৫১ সালের ৭ মার্চ শেখ মুজিবুর রহমানের মুক্তির আদেশ প্রদান করা হলেও তা কার্যকর হয় ১৪ তারিখ এক দিনের জন্য। অর্থাৎ তাঁকে  জেলে  ধরে রাখা শাসকবর্গের নিকট অত্যাবশক হয়ে দাঁড়ায়। এ সম্পর্কে সরকারি নথিতে লেখা হয়ঃ

On 14th March sk Mujibur Rahman (para216)( AML son of Lutfar Rahman of Tungipara, Gopalgonj) was released on bail from Gopalgoni court. He was taken out in a procession by some students and a meeting was held. Mujibur Rahman addressed the meeting criticizing Government for gaoling Maulana Bhasani and others without trial and urging the students to unite. Mujibur Rahman was arrested the same day u/ s 18(1) Bengal Special Powers Ordinance as enacted and continued in operation by Act of 1951. Hartal was observed the next day at Gopalgonj bazaar on the initiative of the local students who took out a procession (150) and shouted slogans condemning unjustified detention, urging release of Mujibur Rahman, demanding Bengali to be the State Language and denouncing oppression perpetrated by French Government in Morocco. The procesionists also held a meeting and adopted a resolution to fight for the release of  Sk. Mujibur Rahman.

ওপরের বাক্যগুলির বর্ণনায় ফুটে উঠেছে শেখ মুজিবের বাংলা ভাষার জন্য বলিষ্ঠ  দাবি এবং পৃথিবীর অন্য দেশে সংঘটিত অন্যায়ের প্রতিবাদে তাঁর সমর্থনের কথা। গোপালগঞ্জ কোর্ট এলাকায় সমবেত এক ছাত্র সভায় শেখ মুজিব  সকলকে তৎকালীন সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। গােয়েন্দা রিপোর্ট অনুযায়ীঃ

The subject addressed the gathering of the students near Gopalgonj Court urging them to unite and fight against the present Government and alleging that he was detained so long, only because he pressed the Government, to concede to the legitimate demands of the peasants and laborers.

In the evening of 14.3.51 at 17-30 hrs the subject was arrested  u/s 18  (1) of the B.S P.O as enacted and continued in operation by the East Bengal Act 1 of 1951 and …as no accommodation in Gopalgonj sub-jail he was forwarded to Faridpur Jail on 17.3.51

জেলে অবস্থানকালে শেখ মুজিব ১৯৫০ সালের ডিসেম্বর মাসে সোহরাওয়ার্দীর  লাহোরের ঠিকানায় যে চিঠি লিখেছিলেন সে চিঠি সম্বন্ধে পুলিশ রিপোর্টে উল্লেখ করা হয়েছে। শহীদ সোহরাওয়ার্দী  পশ্চিম পাকিস্তান থেকে পূর্ববঙ্গে এসে শেখ মুজিবের মামলা পরিচালনা করেছেন। সোহরাওয়ার্দী তাঁর ডায়েরিতে শেখ মুজিব সম্পর্কে উল্লেখ করেছেন যে, He was not my star organizer.

জেলের অভ্যন্তরে বন্দি অবস্থায় তার বিরুদ্ধে নতুন করে মামলা দায়ের করা হয়। সরকারি নথিতে লেখা হয় :

Sk. Mujibur Rahman of Faridpur. He is a joint secretary of the Party is now detained as Security Prisoner in D.C Jail, is an active member with militant outlook, was convicted in a case us  147 P PC on 12.9.50 and sentenced to R.1 for 3 months, and then specific  case u/s 143/188 PPC is pending against him in Faridpur.

অপরদিকে ঐ সময় তার বিরুদ্ধে গোপালগঞ্জ কোর্টে ১৪৭ ধারা মোতাবেক পাকিস্তান পেনাল কোডে মামলাটি দায়েরকৃত এবং বিচারাধীন ছিল ২৯ ডিসেম্বর  ১৯৫০ সালে পূর্ববাংলার স্বরাষ্ট্র (জেল) বিভাগ থেকে নম্বর ২১৫৩/ও-ঐ ইস্যুকৃত   আদেশে বলা হয় :

He is requested to arrange the transfer of prisoner Sk. Mujibur Rahman from the Faridpur Jail to the Khulna pending the trial of the case against him under section 147 PPC in the court at Gopalgonj.

সরকারের অরুরি আদেশ মোতাবেক (৪ জানুয়ারি১৯৫১) Inspector General of Prisons তার অফিসের memo No15-con-14151-তে লিখেছেনঃ

Copy forwarded for information and necessary action to the supdt. Faridpur Jail. The prisoner should at once be transferred to Khulna Jail. The date of transfer of the security prisoner should be reported to this office at once.

এই নির্দেশের ভিত্তিতে শেখ মুজিবুর রহমানকে ফরিদপুর থেকে খুলনার জেলে স্থানান্তর সম্পর্কে লেখা হয়:

I beg to report that being directed l escorted Security Prisoner SK Mujibur Rahman from Faridpur Jail to Khulna Jail and made over the said security prisoner to Jail authority on 13.1-51.

শেখ মুজিবকে হয়রানি করতে এবং আন্দোলন করা থেকে দূরে রাখতে সরকার সবসময়ই সক্রিয় থাকত। শেখ মুজিবকে একাধিকবার গোপালগঞ্জ খুলনা জেলে আনা নেওয়ার বিষয়টি ২১.১.৫১ তারিখ গোপালগঞ্জের এস. ডি. ও -কে খুলনা জেল সুপারের লেখা গোপন চিঠিতে পাওয়া যায় :

Sub: Production of Security Prisoner Sk. Mujibur Rahman before the court of Mr. M. Israel, Magt. Ist class, Gopalgonj. In returning herewith the production warrant in respect of the above named security prisoner, the undersigned has the honour to request you to please send the production warrant through the District Magistrate, Khulna, when the case is actually matured for day to day hearing in order to avoid unnecessary expenditure of Government to send the prisoner to Gopalgonj from time to time.

শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে রুজু করার উদ্দেশ্যে সাজানো মামলাগুলো সম্পর্কে গোপন পুলিশ রিপোর্টের কিছু অংশ নিচে লক্ষ্য করা যেতে পারে। তার রাজনৈতিক জীবনের শুরু থেকেই তার ওপর প্রচন্ড এক মনস্তাত্বিক চাপ দৃষ্টির লক্ষ্যে  এসব হয়রানিমূলক গ্রেফতার, জেলগেট গ্রেফতার,নতুন নতুন মামলায় গ্রেফতার -এসবই এক ধরনের নৈমিত্তিক ঘটনায় পরিণত হয় :

Sk. Mujibur Rahman was detained as a security prisoner in theKhulna Jail under Government order No 2667 HS. dated 25th October,1950. But as the B.S.P.O ( The East Bengal Act 6 of 1950) was declared ultravires  after 15th September,1950 by the Hon’ble High Court, the above Government order No 2667 H S. dated  25.10.50. was cancelled and the subject released on 13.3.51, under Government order No 756- HS dated 7th March 1951. But he was detained on under- trial prisoner in connection with a case u/s 143,188 PPC (vide para 2 of the First Addendum to his B. H.) pending against in Gopalgoni Court. He was forwarded and produced before in S.D.O. Gopalgonj 14.3.51, to stand his trial in the case when he was returned on court bail at 15.30 hrs. After his release at 16.00 hrs he was received by about 200 local students who came in a procession.

শেখ মুজিবের প্রথম জীবনে কারাবরণ সম্পর্কে তাঁর নিজেরই মূল্যায়ণ ছিল যে, আমার নাবালকত্ব ঘুচে গেল। শুনানি বা জামিনের আবেদন পেশকালে অথবা অন্য কারণে কোর্টে হাজির করা হলেই সুযোগ বুঝে  তিনি সেখানে উপস্থিত সমর্থকদের জনগণের দাবি-দাওয়া নিয়ে আন্দোলনের আহবান জানাতেন। এ ছিল তাঁর রাজনৈতিক জীবনের এক নিয়মিত অধ্যায়। তিনি অন্তরে যা পোষণ করতেন, মুখেও  তাই প্রকাশ করতেন। এর নিয়মিত পরিণতি ছিল জেল জুলুম। কৃশক, শ্রমিক, মজুরদের  জন্য সরকার কিছুই করছে না, এ কথা তিনি বারবার বলতেন। তিনি যে সর্বদাই শোষিতের পক্ষে সোচ্চার ছিলেন এর প্রমাণ উপরের রিপোর্টের পরবর্তী অংশঃ

In the evening of 14-3-51 at  17-30 hrs.the subject was arrested u/s  18(1) of the B.S.P.O as enacted and continued in operation by the East Bengal Act 1 of 1951 and having no accommodation in Gopalgoni subjail he was forwarded to Faridpur Jail on 17-3-51.

In December 1950 the subject addressed a letter to Mr. H. S. Shurawardy (Ex. Prime Minister of undivided Bengal) Lahore, West Pakistan in which he adversely criticised the govt.

An officer of the Intelligence Branch interviewed the subject on 22.51 in the Khulna Jail. During interview the  subject  criticized the present East Bengal Cabinet for its alleged incapability of doing anything for the betterment of the country. He maintained the idea that the Awami Muslim League would come out successful if any general election is held in East Bengal. He was not willing to execute any bond for his release. His attitude was found very stif.

In view of the stiff attitude of the subject and his potentialities of doing mischief the district magistrate, Dacca recommends his detention in the Jail for period of six months.

I concur with the D.M. and recommend that the subject be detained in Jail for a period of six months under the BSPO as enacted and continued in operation by the East Bengal Act of 1951.

Md. A. Khaleque

DIG. IB

28-3-5।

ওপরের রিপোর্টে শেখ মুজিবের আত্মবিশ্বাস ও সাহসের পরিচয় ফুটে উঠেছে। সরকারের বিরোধিতা করে দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য যে তাঁর মনপ্রাণ সমর্পিত থাকত পুলিশের রিপোর্টগুলোতেও  তা প্রকাশ পেতো। এছাড়া ওপরের রিপোর্টে তাঁর মুচলেকা দেওয়ার বিরুদ্ধে দৃঢ় মনোভাবের ছাপ দৃষ্ট হয়। আরো উল্লেখ্য, রিপোর্টে বর্ণিত নির্বাচনের আগে এদেশে কোনো সাধারণ নির্বাচন হয়নি।

| খুলনা জেলে ২২ ফেব্রুয়ারি ১৯৫১ সালে বন্দি শেখ মুজিবের সাথে গোয়েন্দা কর্মকর্তার সাক্ষাতের বিস্তারিত বিবরণ ২৬-২-১৯৫১ তারিখে অস্পষ্ট স্বাক্ষরে হাতে লেখা বিবরণে  পাওয়া যায় :

I interviewed the S. Pr. Sk. Mujibur Rahman in Khulna Jail on 22.2.51. In course of interview he gave out a history of his work as a Muslim League worker till partition of Bengal. He tried to establish that he did much for the achievement of Pakistan and he would do best of his ability for the betterment of the poor people of Pakistan through whose sacrifice it was achieved. He criticized the ministry of East Bengal for its incapability of redressing any substantial help to the poor class people and also for the betterment of the country. He criticized the BPC report, which according to him was the result of the conspiracy of the higher authority of West Pakistan with a view to ultimately reducing East Bengal to a colony. He also gave out that as an Awami League worker he was very keenly observing the news about the using election of the Punjab which would give a clear idea of the party’s strength. He opined that the Muslim League would come out successful in the election in the Punjab with a very small margin. But he was sure that Awami Muslim League would defeat the Muslim League by an overwhelming majority, if there would be any general election in East Bengal. He was not willing to execute any bond for release even if the detention would cause him to face death. His attitude was very stiff.

শেখ মুজিব সম্পর্কে  এই রিপোর্ট তাঁর দৃঢ় ও অনমনীয় মনোভাব তুলে ধরে যা আমাদের দেশের রাজনীতিতে এক বিরল দৃষ্টান্ত। পুলিশ সুপার  ৭ নার্চ ১৯৫১ তারিখে তাঁর অফিস  Memo No. 269-con-15/51 দ্বারা খুলনা জেল কর্তৃপক্ষ নিম্নোক্ত আদেশটি জারি করেনঃ

Security prisoner Mujibur Rahman of your Jail should at once is transferred to Barisal Jail for detention there. The date of the transfer of the Security prisoner should be reported direct to the Deputy Inspector General of East Bengal, Home Department, Special Section under intimation to this office.

একই সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (Special Dept) তাঁর মুক্তি ও পুনরায়  গ্রেফতার করার আদেশও লক্ষ্য করা যায় :

The enclosed release Order of security prisoner Sheikh Mujibur Rahman may be sent to DIGIB with the request to serve it on the prisoner and re-arrest him u/s 18 of B.S.P.O. in accordance with instruction issued under this Dept. Memo No. 748 HS. dt 4.3.51. The enclosure meant for S.P, DIB, Faridpur is also sent herewith for communication to him.

Sd/ M-F, Bari 7-3-51

একই দিন 7th march 1951,Dacca, No- 756 H-S সংখ্যক স্মারক মারফত মুজিবের মুক্তি সম্পর্কে দেওয়া সরকারি নির্দেশ ছিল নিম্নরূপ :

In exercise of the Powers conferred by Section 10A and 10B of the Bengal Special Power Ordinance 1946 as enacted and continued in operation by the East Bengal Ordinances Temporary Re-enactment Act, 1950 (East Bengal Act 51 of 1950) the Governor is pleased to cancel is the order No. 2667-H-S dated the 25th October 1950 detaining Sheikh Mujibur Rahman, Son of Lutfur Rahman in Khulna Jail, and to direct that the said Security be released forthwith.

By order of the Governor

sd/M.F. Bari

Asstt. Secy. to the Govt. of East Bengal২৫

আশ্চর্যের বিষয় এই আদেশের কলি বিলি করা হলেও Deputy Director, Intelligence Bureau, Government of Pakistan, 8, Kumartali Lane Dacca কে নিম্নলিখিত আদেশ দিয়ে বলা হয়েছে, শেখ মুজিবকে পুনরায় ১8 ধারায় গ্রেফতার করাহোক।

The Security Prisoner should be re-arrested under section 18 of the Bengal Special Powers Ordinance immediately after his release and sent a report to government by radiogram at once.

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নথির Memo No. 4338 dt. 21-3-51]-তে (হাতে লেখা চিঠিতে) উল্লেখ করা হয়েছে:

Copy together with a copy of the G O. forwarded to the Addl Sub DIB Dacca, for information.

The subject was re-arrested on 14-3-51 and committed to the Faridpur Dist. Jail. একই তারিখে Radiogram-G S.P, DIB. Khulna জানিয়েছেন :

Orders for the release of Security prisoner Maulavi Sheikh Mujibur Rahman received by superintendent Khulna Jail on 12-3-51(1) orders of rearrest not received by us (-) Instruction solicited () immediate

রেডিওগ্রামের ভাষ্য এ কথাই প্রমাণ করে, শেখ মুজিবের রাজনৈতিক কর্মকাণ্ড সরকারের মনে সবসময়ই ভয়ের উদ্রেক করতো। এ কারণে যতক্ষন পর্যন্ত না তারা নিশ্চিত হতো যে, শেখ মুজিবকে পুনরায় গ্রেফতার করা হয়েছে ততক্ষণ পর্যন্ত তারা। স্বস্তি পেতো না।

| DIB খুলনা পুলিশ সুপার 13.3.51 Radiogram gvid ZS.P.DIB , ফরিদপুর  কারন। এবং Addl SP, DIB, Dacca-কে জানাচ্ছেন ।

Reference my Radiogram no. 787(3) dated 12-3-51) Government orders for release of Security Prisoner Maulvi Sheikh Mujibur Rahman served today in Khulna Jail. He is, however, being detained In custody in connection with Gopalgonj Court GR case no 314/49. As no custody warrant was issued by magistrate, Gopalgonj, the Superintendent, Khulna Jail, under orders of D. M. is sending the subject today to Gopalganj under escort. Immediate.

পুলিশ বিভাগ, কারা কর্তৃপক্ষ ও অন্যান্য এজেন্সি শেখ মুজিবের গ্রেফতার পুনরায় গ্রেফতার  ইত্যাদি কাজ নিয়ে যে সর্বক্ষণ ব্যস্ত থাকতো তা উপরের রিপোর্ট থেকে বুঝা যায়।

১৪ মার্চ ১৯৫১ সালে ফরিদপুর পুলিশ সুপার SDPO) গোপালগঞ্জ জেলা  Deccca and Supdt, Police DIB Khulna-কে লেখা Radiogram দ্বারা  শেখ মুজিবকে গ্রহণ  ও গ্রেফতার করার কথা জানানো হয়। ১৭ মার্চ ফরিদপুর পুলিশ সুপার DIB Dintell Dacca কে পাঠানো Radiogram এ উল্লেখ করেছেনঃ

Sk. Mujibur Rahman, son of Lutfur Rahman of Tungipara. P.S. Gopalgonj, Faridpur and of Dacca will be produced by Khulna police before SDO, Gopalgonj in connection with Gopalgonj Court GR. case No. 314/49. He should be arrested u/s 18(I) of SPO as enacted and continued in operation under Act-l of 1951 and committed direct to Gopalgonj subject submitting a report to this office immediately. ..

.Sk. Mujibur Rahman, son of Lutfur Rahman of Tungipara. PS. Gopalgonj, Faridpur, was arrested at Gopalgonj on 14-3-51 u/’s 18(1) of SPO as enacted and continued in operation under East Bengal Act1 of 1951 and there be no accommodation in Gopalgonj sub jail, has been committed to the Faridpur District Jail on 17-3-51 for detention

অল্প সময়ের ব্যবধানে বিভিন্ন তারিখে শেখ মুজিবকে গ্রেফতার জেল থেকে অন্য জেলে স্থানান্তর ইত্যাদি কাজ এত ঘন ঘন করার মূল লক্ষ্যই ছিল তার মনোবল ভেঙ্গে দেওয়া। কিন্তু শেখ মুজিব কখনই ভেঙ্গে পড়েননি।

শেখ মুজিবকে নিয়ে জেলের অভ্যন্তরে এ ধরনের আদেশ-নির্দেশ জারি, চালাচালি দীর্ঘদিন অব্যাহত ছিল। খুলনা পুলিশ সুপার ডিআইবি ১৪-৩-৫১ তারিখ এসব সরকারি আদেশ নির্দেশের সার-সংক্ষেপ করেছেন নিম্নোক্তভাবে।

Govt. order for the release of the security prisoner Mov. Sheikh Mujibur Rahman was originally addressed to the Supdt, Faridpur Jail. It was re-directed to Khulna Jail where it was received by the superintendent of 12-3-51. The release order was served on the Security prisoner on 13.3-51. The subject was however, detained in custody by the Superintendent. Khulna Jail as he was an U.T. prisoner in connection with Gopaleon court GR. case no. 314/49 U/S 143/188 PPC. Which stood adjourned to 12-4-51. Since no intermediate custody warrant was issued from Gopalgonj court the superintendent, Khulna Jail requested D.M, Khulna to issue the same, as under the rules he could not keep the prisoner in without it. D.M. Khulna was not empowered to issue intermediate custody warrant, he asked Superintendent, Khulna Jail, to send the prisoner to Gopalgonj under escort by the Barisal Mail steamer on 14-3-51 morning .

Govt. Order for the re-arrest of the subject was received from I .B. through special messenger after the departure of the steamer. SD P.O. Gopalganj was, therefore, requested by telegram to arrest the subject ul’s 18(1) B.S.P.O. copy of D.M’s letter no. 38/1/c ADM dated 13-3-51 addresses to Supdt, Khulna Jail, is enclosed.

সরকারী আদেশে [Asstt Sccy. to the Govt. of East Bengal MF Bari order no . 1036 HS, dated Dacca- 21s March 1951]  শেখ মুজিবুর রহমানকে ফরিদপুর জেলের বন্দি হিসেবে নির্দিষ্ট করা হয় এবং ১৯৫১-এর East Bengal Act-1 ধারা মোতাবেক মামলায় তাঁকে আসামী হিসেবে চিহ্নিত করা হয়। উক্ত মামলায়  তাকে অভিযুক্ত করতে চিরাচরিত ধুয়া তুলে বলা হয় :

That you have been and are associated with the illegal activities of a secret association in the districts of Dacca, Faridpur and some other districts of East Bengal, the object of which is to overthrow this govt. (i.e. Govt. of East Bengal) by violent means and that during the years (after partition) 1948 and 1949 you were concerned in prejudicial activities in the district of Dacca, Faridpur, Pabna and Bakarganj with the intention of creating dissatisfaction amongst the students and Muslim masses against the Govt. of East Bengal and particularly in the third week of August and in the month of March, April, May June, July and September 1948 and lanuary, February, March September and October, 1949 you along with some anti Govt. elements carried on mischievous and disruptive propaganda amongst the students and Muslim masses at Dacca town, Gopalganj. Madaripur, Faridpur town, Narsingdi and other places and incited them to create disorder in the province of East Bengal with the ulterior object of discrediting the Government of East Bengal in the estimation of the People of East Bengal for its overthrow. Furnishing of any more facts ard particulars than those given above would be against public safasy.

দেখা যাচ্ছে তাঁকে সরকার উৎখাতের ষড়যন্ত্রে জড়ানো চক্রান্ত পাকিস্তান সৃষ্টির পর থেকেই করা হয়েছে। যে-কোন উপায়ে তাঁর রাজনৈতিক নেতৃত্ব সংহার করতে বদ্ধপরিকর ছিল পাকিস্তানি শাসকচক্র।  উপরের মামলার বিবরণীতেই তা স্পষ্ট।

শেখ মুজিবের গ্রেফতার এবং মুক্তি নিয়ে জেলের অভ্যন্তরে বিভিন্ন তৎপরতা চলতে থাকে। ১৬-৩-৫১ তারিখে তাঁকে ফরিদপুর জেলে নিয়ে আসা হয় এবং এই খবর জানাজানি হয়ে যায়। ২৪-৩-৫১ তারিখ পুলিশের ডিআইবি ফরিদপুর যে রিপোর্ট লেখেন  তাতে জানানো হয় যে, ১৬ মার্চ যে কয়েক ঘন্টার জন্য শেক মুজিব মুক্তি পান সেই সময়ে তিনি আগত ছাত্রদের মিছিলে সংক্ষিপ্ত বক্তৃতা করেন ও মওলানা ভাসানীকে গ্রেফতার করায় সরকারের সমালোচনা করেন।  পরের দিন গোপালগঞ্জ বাজারে হরতাল পালিত হয়।  ছাত্ররা স্লোগান দেয়ঃ “মুজিবের মুক্তি চাই- বেআইন আটক চলবে না, রাষ্ট্র ভাষা বাংলা চাই, মরোক্কোতে ফরাসী অত্যাচার বন্ধ চাই” ইত্যাদি।  ভাষা আন্দোলনে শেখ মুজিবের সম্পৃক্ততা  জেলের অভ্যন্তরে থাকতেও দেখা যায় । ফরিদপুর জেলে ২২ মে পুনরায় শেখ মুজিবুর রহমানের সাক্ষাৎকার নিতে আসে গোয়েন্দা পুলিশ। এ রিপোর্টে লেখা হয়ঃ

In course of conversation the security prisoner stated that Maulana Abdul Hamid Khan and Shamsul Haq, ex-MLA President and Secretary respectively of Awami Muslim League were already released by the Govt.. but he being a joint Secretary of the said. was not being released by the Govt.  He was unable to understand why the Govt. was treating him different way. He was not repentant for his past political activity rather expressed that he would resume his political career as an active member of the party after his release. He was unwilling to discuss his fresh activities. He was eager to go out of Jail, but was determined not to furnish any bond for the same. His attitude was very stiff.

In view of the fact that Maulana Abdul Hamid and Maulvi Shamsul Haq, who are members of the Awami Muslim League have already been released from detention, government are prepared to consider the question of conditional release of Mujibur Rahman also. You are accordingly requested to ascertain whether he will be willing to execute a bond for his release and if so, to give your views together with the terms and conditions you would recommend.

সরকারের পুলিশ রিপোর্টে শেখ মুজিবের অনমনীয় ও প্রতিবাদী মনোভাব প্রকাশ পেয়েছে।  তিনি কখনও দমে যাওয়ার পাত্র ছিলেন না।  দেশের জন্য জনগণের জন্য তিনি যা করতেন তা তিনি ভালো মনে করেই করতেন । জেল থেকে ছাড়া পেলেই আবার তিনি সরকার বিরোধী কাজ করতে ঝাঁপিয়ে পড়বেন জনগনের কল্যাণে এমন কথাই তিনি পুলিশ কর্মকর্তাদের জানিয়ে দিতেন।  সরকারের একটি নথিতে অতিরিক্ত পুলিশ সুপারের মন্তব্য বিশেষভাবে লক্ষণীয় :

The subject was interviewed by an I  B. Officer on 22.5.51 at the Faridpur Jail. His attitude was found to be very stiff and was not agreeable to his release on furnishing a bond. This attitude of the subject is significant. He is still full of potentialities for mischief making. His detention in Jail for a further period of 6 months is considered essential for the security of the state.

The District Magistrate. Dacca also endorses the above recommendation.

এমন নির্ভীক প্রকৃতির নেতাকে ছেলের বাইরে রাখা কখনোই নিরাপদ নয় এমন বদ্ধমূল ধারণা সরকারের হয়েছিল। সবসময়ই তিনি মুচলেকা দিয়ে  জেলে আসার বিরোধী ছিলেন |

ঢাকা হাইকোর্টে ৮-৬-  – ৫১ তারিখে শেখ মুজিবসহ  নিরাপত্তা বন্দিদের ১৩০  হেবিয়াস করপাস পিটিশনের শুনানী অনুষ্ঠিত হয় । এ সম্পর্কে সরকারি প্রতিনিধির প্রতিবেদন হচ্ছে নিম্নরূপ-

As ordered, I had been to Dacca High Court today and attended the judgment of 130 Habeas Corpus petition cases. These were finally heard by Hon’ble Messrs. Amin Ahmed and Ibrahim JJ on 17th 18th and 19th of this month. All the Habeas Corpus petitions submitted by the following security prisoners to the Hon’ble High Court were rejected by the said Judges and declared detention was legal except  the petition of Security prisoner Ghulam Quadir Shah vide High Court case no. 167/51, who was ordered to be released forthwith.  (This was informed to S.C.O Office on phone and report was submitted to S.S. IV for information and necessary action).

ওপরের মন্তব্যে রাজবন্দি শেখ মুজিবের প্রতি বিচার বিভাগীয় দৃষ্টিভঙ্গি বিশেষভাবে লক্ষ্য করার মতো।

২৪ জুন তারিখ স্থানীয় লাইব্রেরি হলে অনুষ্ঠিত ঢাকা জেলা আওয়ামী মুসলিম লীগ কর্মীদের প্রথম কনভেনশনে সকল রাজবন্দীর মুক্তি দাবী করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সম্মেলনে  আওয়ামী মুসলিম লীগের যুগ্ম সম্পাদক শ্রখ মুজিবকে বিনা বিচারে আটক রাখার সমালোচনা করে তার মুক্তি দাবি করে।

১৪ জুলাই তারিখে ফরিদপুর জেলে সরকারের নির্দেশে আবার শেখ মুজিবুর রহমানের সাথে ডিআইবি পুলিশ সাক্ষাৎ করেন।  এবারেও শেখ মুজিব দলের কর্মকাণ্ডে সক্রিয় থাকার কথা দৃঢ়ভাবে ব্যক্ত করেন।  ডিআইবির রিপোর্টে বলা হয় শেখ মুজিব মুসলিম লীগের সমালোচনা করেন, জেল থেকে মুক্তি পেয়ে তিনি সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত  থাকার কথা বলেন এবং কোনো প্রকার মুচলেকা নিয়ে তিনি জেল থেকে পেতে আগ্রহী নন বলে জানান।  রিপোর্টে বলা হয় যে, তার বেশ অনড় মনোভাব লক্ষ্য  করা গেছে।

আসলে শেখ মুজিবের সাথে বার বার জেলের অভ্যন্তরে সাক্ষাৎ করে পাকিস্তান সরকার তাকে দুর্বল করার কৌশল গ্রহণ করেছিল এবং রাজনীতিতে অনুৎসাহিত করার জন্য তার কাছে মুচলেকা দাবি করেছিল। কিন্তু শেখ মুজিব তাতে কিছুতেই রাজি হননি। প্রায় প্রতিবারই এসব সাক্ষাতের পর তার আটকাদেশ আরও ছয় মাস করে বৃদ্ধির সুপারিশ করা হয়। এভাবেই তার জেল জীবন দীর্ঘায়িত হতে থাকে।  বিনা বিচাৰে শেখ মুজিবের বন্দিজীবন এভাবে বৃদ্ধি করা হচ্ছিল। |

জেলে শেখ মুজিবুর রহমানের সঙ্গে নিকটাতীয়দের দেখা সাক্ষাতেও যথেষ্ট কড়াকড়ি লক্ষ্য করা যায়। ১৯৫১ সালের সেপ্টেম্বর মাসে শেখ মুজিবুর রহমানের চাচা শেখ হাবিবুর রহমান পরিবারের সদসাদের নিয়ে সাক্ষাতের একটি রিপোর্টে এ সম্পর্কে জানা যায়। ডিআইবি-র ২৫-৯-৫১ তারিখের রিপাের্টে লেখা হয়ঃ

It was learnt on confidential enquiry that Sheik Habibur Rahman (45) s/o L. Sk. Abdul Hamid of village Tangipara, PS. Gopalgoni, Dist Faridpur is the uncle of Sheikh Mujibur Rahman, i.e. father of Sheikh Mujibur Rahman is Sheikh Lutfur Rahman, who is the eldest brother of Sk. Habibur Rahman. The applicant is the dispatcher of East Pakistan Central Cooperative Bank. Victoria Park, Dacca and resides at 55 Satish Sarker Road, P.S .Sutrapur  Dacca.The applicant and the  following persons seek interview:

  1. Syeda Begum (35), w/o applicant
  2. Lulu (7), daughter of the applicant
  3. Khondoker Shakhawat husain(25) s/o Khundker Md. Hossain

This Khondkar Sakhawat Hossain…seeks interview with the subject

out of the affection

DIB Dacca the 27th Sept- 1951

No 98 /6  R.7011, 69. 00/10049

Copy forwarded to A. Husain, Esq, SS. 1B. E-B Daccca  for information with reference to his no 12995(2) 606-48( PF)-c dt.  18-9.51 and 13291(2) date 22. 9.51, We have no objection  to this interview in presence of an 1.B. officer.

  1. Rahman

Addl. . Supdt. of Police

DIB, Dacca.

রিপোর্ট  থেকে বোঝা  যাচ্ছে  যে, শেখ মুজিবুর রহমানের নিকটাত্মীয়দের সঙ্গে সাক্ষাতের যে কো্নো ঘটনাকে সরকার অতীব সতর্কতার সাথে বিবেচনা করতো। যতক্ষণ পর্যন্ত সরকার সাক্ষাৎকারটি মানবিক ও একান্ত পারিবারিক বলে নিশ্চিত না। হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেটি ঘটতো না।

জেলের অভ্যন্তরে পত্রিকা পাঠের ক্ষেত্রেও বেশ কড়াকড়ি  আরোপ করা হয় ।  আইবি  ইস্ট বেঙ্গল ঢাকা কর্তৃক ঢাকা কেন্দ্রীয় কারাগারের সুপারিনটেনডেনসকে লেখা  ২৮ সেপ্টেম্বর ১৯৫১ তারিখ নম্বর ৩৬১/১/৬০৬-৪৮ (সি) চিঠিতে এরই সত্যতা পাওয়া যায়ঃ

Reference: your No. 1311/BB DT 19-9-51.

I am to inform you that four copies ‘Ittefak’ addressed to security prisoner Moulvi Sk. Mujibur Rahman have been withheld. The prisoner may kindly be informed accordingly.

শেখ মুজিবুর রহমানকে ফরিদপুর জেল থেকে ৩০৮—৫১  তারিখ ঢাকার কেন্দ্রিয়  জেলে চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়। ঢাকা জেল সুপার স্মারক- 190/SB/dt   22-11-51-এ সম্পর্কে উল্লেখ করা হয়:

pain in both eyes

2 Watering from both eyes.

  1. Blurring of vision
  2. Frequent attack of cold with cough and expectoration

ঢাকা জেলে আনার পর জরুরি ভিত্তিতে ডাক্তারি পরীক্ষার উদ্যোগ লক্ষ করা যায়নি। নভেম্বর মাসের প্রথম দিকে উদ্যোগ নেওয়া হলেও চোখের ডাক্তারের সঙ্গে তার সাক্ষাৎ ঘটে ১৩-১১-৫১ তারিখ. ঢাকা জেলে আসার পর ১৮ সেপ্টেম্বর একজন আইবি  অফিসার তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁর উপর মানসিক চাপ বৃদ্ধির জন্যই নিয়মিত এ ধরনের সাক্ষাতের আয়োজন হতো।  আইবি কর্মকর্তার প্রতিবেদনে উল্লেখ করা হয় যে, শেখ মুজিব তার রাজনৈতিক কর্মকাণ্ড অব্যাহত রাখার কথা পুনর্ব্যক্ত করেনঃ তিনি তার বিশ্বাসে অনড় ও অটল রয়েছেন। ফলে যথারীতি ডিআইবি কর্মকর্তা শেখ মুজিবেরর আটকাদেশ ছয় মাস বৃদ্ধির সুপারিশ করেন। _

২০ সেপ্টেম্বর ১৯৫১ সরকারি আদেশ ২৩৯৪ এইচ এস ঘোষিত হয় । তার বিরুদ্ধে ২১ সেপ্টেম্বর ১৯৫১ সালে 2394/H-S. East Bengal Ordinance No. XXI of 1951 clause (a) of sub section  1 of Section 17  মোতাবেক অভিযোগ করা হয়। উল্লেখ্য প্রায় অনুরূপ অভিযোগ ১৯৫১ সালের ২১ শে মার্চ তারিখে  তাঁর বিরুদ্ধে আনা হয়েছিল। উদ্ধৃত অংশ দ্রষ্টব্যঃ

  1. That you have been and are associated with the illegal activities of a secret association in the district of Dacca, Faridpur and some of district of East Bengal, the object of which is to overthrow this government (i.e. govt. of East Bengal) by violent means.
  2. That all your activities mentioned above threaten and are likely to endanger the existence of public order and safety in this province
  3. You are further informed that you have a right to make against you and should you wish to do so you should send representation to the undersigned through the superintendent of Dacca Central Jail, which you are at present detained.

By order of the Governor

Asst.-Secy. to the Govt. of E.B House (Pol.) Department

চিকিৎসার জন্যে ঢাকায় আনার পর দেখা যাচ্ছে বার বার শেখ মুজিবের ওপর মানসিক চাপ বৃদ্ধির জন্য গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের দ্বারা তাঁর চিন্তা-ভাবনা পর্যবেক্ষণ করা হচ্ছিল। ঢাকা কেন্দ্রীয় জেলে শেখ মুজিৰ কী পরিবেশে কী কী বিষয় নিয়ে কথা বলতেন সে সম্পর্কে উক্ত পুলিশ কর্মকর্তার রিপোর্ট থেকে ধারণা পাওয়া যায়। এই সময় সরকারের গোয়েন্দা সংস্থা নিয়মিত শেখ মুজিবের রাজনৈতিক কার্যকলাপ সম্পর্কিত তথ্যের বিবরণী তৈরি করে সরকারের উর্ধ্বতন  মহলে প্রেরণ করতো। সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক প্রণীত শেখ মুজিবের রাজনৈতিক কর্মকান্ডের  সংক্ষিপ্ত সংযোজন (addendum)-এর ৪র্থ অনুচ্ছেদে লেখা হয়েছেঃ

I had been to the Dacca Central Jail on 9th November and attended the party interview of Security prisoner Sheikh Mujibur Rahman with Ataur Rahman Khan and Abdus Salam Khan (both advocates) at 16.30 hours. They discussed regarding the habeas corpus case of the said Security prisoner. Both the advocates disclosed that they would move Govt. for his early release. ….Lastly Abdus Salam Khan assured to security prisoner that he would file a habeas corpus case to the Faridpur court of Pakistan for his release at an early date.

In November, 1951 one Akhter Ahad B.A. of 88/3, ACK school, Clifton, Karachi, ex-officer of Royal Pakistan Air Force and at present an organiser of the Awami Muslim League, Karachi addressed a letter to the subject in the Dacca Central Jail. In it the writer assured the subject (Sk. Mujibur Rahman) in another 1 1/ 2year’s time they would replace the present govt of Pakistan which he (the writer) termed as a tyranic one. It was also mentioned in the letter that Mr. Suhrawardy remarked in a meeting held at Karachi in November 1951 that had there been five Mujibur Rahman (the subject) the whole country would have been with him (Mt Suhirawardy). ।

সোহরাওয়ার্দী মন্তব্য করেছিলেন যে আমি শেখ মুজিবের মতো মতো তাঁর ৫ জন  মানুষ  থাকতো, তাহলে গোটা দেশই তাঁর সাথে থাকতো।  নভেম্বর মাসের প্রথম থেকেই শেখ  মুজিবর রহমানের চোখের অসুখ বেড়ে  যায়। তখন বাধ্য হয়ে তাঁর  চিকিতসার ব্যবস্থা করা হয়। ৫ নভেম্বর তাঁকে ঢাকা কেন্দ্রীয় জেল থেকে ঢাকা মেডিকেল  কলেজ হাসপাতালে নেওয়ার কথা থাকলেও ঐ দিন কোন ডিয়াইবি অফিসার না থাকায় তাঁকে পাঠানো যায়নি।  এ নিয়ে টালবাহানার অন্ত ছিল না, প্রস্তুতি, প্রস্তুতিভাব ও সাজ নিতেই সময় ক্ষেপণ করা হতো। এর প্রমাণ পাওয়া যায় নিম্নোক্ত চিঠি চালাচালি থেকে।

অফিস স্মারক ১৭২৯/১ এস বি তারিখ ৬-১১-৫১ এর প্রেক্ষিতে ঢাকা কেন্দ্রিয় জেল সুপারের ১০-১১-৫১ তারিখ ১৭৯১/এস বি ডিআইবি ঢাকা কে লেখা  পত্রের বিবরণ এবং ঢাকা কেন্দ্রীয় জেল সুপার এন,ইউ সরকারের লেখা ১৬-১১-৫১ তারিখের স্মারক।  ১৮৪৯/১(২)/এসবি রিপোর্ট হচ্ছেঃ

Security prisoner Sk. Majibur Rahman of this Jail will be sent to the eye out patient Dept of Medical Hospital on 13-11-51 at 8a.m.. He is (DIB, Dacca-লেখক) requested to arrange necessary police guard to this purpose.

Security prisoner Sk. Majibur Rahman was sent to eye out patient Deptt. of Medical College Hospital on 13-11-51 and received back on the same date. The professor of Ophthalmic Surgery of that hospital was advised for immediate admission of the prisoner in question to the Medical College Hospital for thorough examination and treatment.

Necessary sanction may kindly be accorded for the removal of prisoner to the Medical College Hospital as early as possible.

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে শেখ মুজিবকে নেওয়া- আনা  এবং সেখানকার ঘটনাবলির একটি প্রতিবেদন ডিআইবি কর্মকর্তা প্রদান করেছেন তিনি পত্রের  শেষাংশে লিখেছেন :

set of that he

Vege Hospitalssion of the

who is in Dace Medical Colleg ospital. Me

Mr. HS. Suhrawardy, who is in Dacca in connection with a case before the Federal Court, went to the Medical College Hospital to See Mr. Mujibur Rahman who is ailing in the hospital. Mi Suhrawardy expressed grave concem for Mr. Rahman’s health.

সরকারি গোয়েন্দা  সংস্থার তথ্য  থেকে জানা যায় যে, সোহরাওয়ার্দী  আজিজ আহমেদ এবং সাখাওয়াত আলীসহ  ৮ ডিসেম্বর বিকাল ৪টা ১০ মি, ঢাকা মেডিকেল কলেজ  হাসপাতালে উপস্থিত হন। শেখ মুজিব সোহরাওয়ার্দীকে তাঁর বিরুদ্ধে আনীত মামলাসমূহের বিবরণ জানান এবং ফেডারেল কোর্টে একটি হেবিয়স কর্পাস  কেস দায়ের করার জন্য সোহরাওয়ার্দীকে অনুরোধ করেন। সোহরাওয়ার্দী তাকে নিশ্চয়তা দেন।

হাসপাতালে নেওয়া হলে তিনি সেখানে রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ রাখতেন। ছাত্রনেতা ছাড়াও আনোয়ারা খাতুন এম এল এ, খয়রাত হোসেন এম এল এ, আহমদ হোসেন (যুক্ত বাংলার প্রাক্তন মন্ত্রী) তফাজ্জল হোসেন মানিক মিয়া  হাসপাতালে তাঁকে  দেখতে যান। চোখের চিকিৎসাধীন শেখ মুজিবের সাথে তাঁদের কথা  বলতে নিষেধ করা হয়। অবশ্য তারা যথাসম্ভব  পুলিশ কর্তৃপক্ষের কথা শুনেছিলেন বলে  রিপোর্টে  উল্লেখ করা হয়।

ঢাকা কেন্দ্রীয় জেল সুপারের স্মারক নং ১৯৮৩/এসবি/  তারিখ ৫-১২- -৫১  লেখা  থেকে জানা যায় যে, শেখ মুজিবুর রহমানকে ঢাকা মেদিকেল কলেজ হাসপাতালে  ২৯ নভেম্বর  চিকিৎসার জন্য ভর্তি করা হয়। এখানেও তাঁকে গোয়েন্দা পুলিশ  সার্বক্ষণিক নজরে রাখে। গোয়েন্দা পুলিশের একাধিক রিপোর্ট থেকে জানা যাচ্ছে  যে, প্রতিদিন হাসপাতালে শেখ মুজিবের সঙ্গে কেউ না কেউ সাক্ষাৎ করতে আসতেন। তবে ডিআইবি কর্তৃপক্ষের পূর্ব অনুমদন ব্যতীত কারো পখে তাঁর সঙ্গে সাক্ষাত করা সম্ভব ছিল না। ৩০ নভেম্বর তারিখে ঢাকা আই বি ঢাকার কর্তব্যরত কর্মকর্তা মোঃ আব্বাস খানের প্রদত্ত বিবরণ থেকে এ ধরনের ঘটনার প্রমাণ পাওয়া যায়। তিনি লেখেন:

Beg to report that S. Pr. Sk. Mujibur Rahman was removed to the Medical College Hospital from the D.C. Jail today (29-11-51) for treatment. I with w/c Md. Aslam shadowed him from D.C Jail to Medical College Hospital. He has been admitted in cabin no. 14 of the Medical College Hospital for the treatment of his eyes. He was escorted and is being guarded in the hospital by one H.C. and three constables deputed from Lalbag Line I.B. staff is also watching over him at the hospital

. …I was on duty at M.C. Hospital for S/prisoner Sk. Mujibur Rahman from 08.00 to 11.00 hrs, on 30-11-51. At about 9:15 hrs  Khaleque Newaz, Secy. EPMSL ond one Nurul Islam came near the cabin of the S/prisoner and was to enter into it when I obstructed them and pointed out that they could not see a S prisoner without a permission from I .B. but they did not pay any heed to my request. I asked for help from the const. on duty who expressed his inability that he had no such orders from his officer. When they began to talk with the S/prisoner I stood at the door but could not overhear the matters of their discussion. Nothing objectionable was found to smuggle.

শেখ মুজিবের সঙ্গে দর্শনপ্রার্থীদের বিষয়ে কড়া নজর রাখার নির্দেশ লক্ষণীয়।

আইবি-র উর্ধ্বতন কর্মকর্তা ১ ডিসেম্বর তারিখ এ পরিপ্রেক্ষিতে দায়িত্বপ্রাপ্ত আইবি অফিসারকে নির্দেশ প্রদান করেন। আইবি অফিসারকে তাঁর কর্তব্য সম্বন্ধে সচেতন ও সতর্ক করে দিয়ে বলা হয় যে, কোন  অননুমোদিত ব্যক্তি যেন শেখ মুজিবের সঙ্গে দেখা করতে না পারে। অথবা কারও মাধ্যমে যেন কোন কিছু পাচার করতে না পারে। যদি এ কাজ করতে কর্তব্যরত অফিসার ব্যর্থ হন তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া। হবে।

শেখ মুজিবের মুক্তি দাবি

জেলে থাকাকালে তার মুক্তির জানা মানুষের উদ্বেগ ও বিভিন্ন সংগঠনের দাবি সোচ্চার হয়ে ওঠে।  পূর্ব বাংলার সুশীল সমাজের বিভিন্ন স্তর থেকে শেখ মুজিবের মুক্তির জোর দাবি উঠা ছাড়াও বিভিন্ন সংগঠনও তখন শেখ মুজিবের মুক্তির দাবি করতে শুরু করে। সেসৰ দাবি অথবা উদ্বেগ মিশ্রিত বিভিন্ন বিবৃতি, চিঠিপত্র লেখা হয়েছিল তার কিছু কিছু  নি নিচে উদ্ধৃত করা হলো। শেখ মুজিবের মুক্তি দাবি জানিয়ে ২ ডিসেম্বর পূর্ব পাকিস্তান  মুসলিম ছাত্রলীগ একটি বিবৃতি প্রদান করে। বিবৃতিতে বলা হয় :

Awami League Leader’s Release Demanded: Dacca, Dec. 2. The Acting President and the General Secretary of the East Pakistan Muslim Students League in course of a joint statement issued today demanded unconditional release of the ailing Awami Muslim League leader, Sheikh Mujibur Rahman, who has been under detention since 1949. The following is the full text of the statement: Sheikh Mujibur Rahman was arrested in December 1949. He has been suffering seriously from heart and eye-troubles for a long time and now as his condition has deteriorated to such an extent that the authorities had to remove him from Dacca Central Jail to the Medical College Hospital. He should not have been detained when he was ailing so seriously. We appeal to the student community to urge upon the government to release him forthwith unconditionally. UPI. 4-12-51.

আওয়ামী লীগের সহসভাপতি এবং পূর্ব পাকিস্তান সিভিল লিবার্টিজ লিগের আহবায়ক আতাউর রহমান খান দীর্ঘ বিবৃতিতে বলেন :

Immediate Release of Midibur Rahman Urged. Civil Liberties League President wans Govt.

It is about two years now that Sheikh Mujibar Rahman, Joint Secretary of the East Pakistan Awami Muslim League and one of the staunchest fighters for Pakistan has been rotting in jail as a Security prisoner. His fault has been that he could not see eye to eye with the policy of the ruling coterie, local and provincial and machineries were set up against him to bring various charges in conformity with the provisions of the Security Act by the official hierarchy. I am sure had he been brought before any court of law no charge in the nature of prejudicial or subversive acts against the state could ever substantiated.

Recently the news about his serious illness .created grave anxiety in the minds of all and sundry and meetings have been and are being held in the University and other institutions .but it appears that the government is not stirred a little. Mr. Shaheed Suhrawardy saw him in the hospital and expressed great concern about his present conditions, the condition of Sheikh Mujibur Rahman is gradually deteriorating. I would warn the Government of the great risk they are taking in keeping him longer in the Jail and precipitating untoward incidents in respect of his health and urge upon the Government to release him forthwith.

শেখ মুজিবের মুক্তি দাবি করে আরও কিছু সংগঠন এ সময় বিবৃতি প্রদান করে। “Release of Security Prisoners Demanded” শীর্ষক খবরে লেখা হয়ঃ

Immediate and unconditional release of ailing Sheikh Mujibur Rahman and other Security Prisoners were demanded in course of statement issued today (17-2-1951) by Mr. Shamsul Haque Chowdhury, Convenor, Dacca University Civil Liberty Committee. He also criticized the Government for indiscriminate use of the East Bengal Public Safety Ordinance. UPP.

A Naraynganj report says: The immediate repeal of Public Safety Act and the unconditional release of Sheikh Mujibur Rahman, J. Secretary, East Pakistan Awami Muslim League was voiced at a meeting held in the premises of Narayanganj Rahmatullah Muslim Institute on Dec. 16. The meeting was jointly organised by the workers representating different organisations and presided over by Mr. Shamsuzzoha. … They vehemently criticized the Government for using Public Safety Act to suppress the civil liberties of the people.

Resolutions were unanimously passed demanding the repeal of the Public Safety Act and the immediate release of ailing Sheikh Mujibur Rahman and other prisoners.

আওয়ামী মুসলিম লীগের সাধারণ সম্পাদক শামসুল হকের বিবৃতি ছাপা হয় ২০ ডিসেম্বর। পত্রিকা লিখেছে,

Janab Shamsul Huq, General Secretary, East Pakistan Awami Muslim League has issued the following statement demanding the immediate release of ailing Sheikh Mujibur Rahman: My heart bleeds to find Sheikh Mujibur Rahman still under detention in spite of his serious illness. His condition is so serious that he had to be removed from the jail to the Medical College Hospital.

নির্দলীয় কিছু ব্যক্তির একটি বিবৃতি ২২ ডিসেম্বর ছাপা হয়। পত্রিকায়  বিবৃতিদাতাদের নাম পরিচয় নেই। কিন্তু বক্তব্যের দিক থেকে বিবেচনা করলে এর গুরুত্ব   তৎকালীন রাজনীতিতে তাতপর্যপূর্ন। বিবৃতিতে লেখা হয়ঃ

RELEASE THEM

When all canons of justice and fairplay are thrown to the four winds,it often seems and unprofitable business to argue a case,consideration of which necessarily demands regard for certain very well established democratic principles…the release of an ailing prisoner whose health, according to doctors, is precarious can be specially called for detention, under such circumstances, is almost inhuman, unreasonable and inexpedient. And yet it seems, the East Bengal Government cannot yet show this amount of humaneness towards a political worker who, for obvious reasons, is not Supporter of the government. The detention of Sheikh Mujibur Rahman, an Awami League worker only proves this.

When we say this, we do not necessarily, mean that we agree with the politics and policies of Awami League or of all political workers, who are today detained in different East Bengal Jails without trial we.. would always maintain that all political organizations and their workers, have a right, a fundamental democratic right to carry on their regular activities without being bruised, persecuted and hounded ..we believe the govements in Pakistan’s provinces will  do well to recognize them, even from now, in spite and in letter, until this recognition is given.

The continued detention of Sheikh Mujibur Rahman, Mohiuddin and other political workers detained, without trial, is a dangerous signal.

The province has suffered much for the last four years, under such circumstances and when the provincial election is nearing the people should, naturally demand to see their political leaders and workers, whatever political creed or colour they may have released and the freedom given to work, according to their own convictions and programmes. If we do not recognise these wishes of our people, we shall only do a great wrong, a wrong, which can never be undone.

বোঝা যাচ্ছে শেখ মুজিবুর রহমান জেল থেকে শারীরিকভাবে অসুস্থ হয়ে হাসপাতালে স্থানান্তরিত হওয়ার পর পূর্ব বাংলার রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে ব্যপক আলোড়ন সৃষ্টি হয়। পত্র-পত্রিকায় শেখ মুজিব, মহিউদ্দিনসহ রাজবন্দীদের মুক্তির দাবি জানিয়ে ঢাকা মেডিকেল স্কুলের ছাত্রদের এক সভার সংবাদ প্রকাশিত হয়। শেখ মুজিবকে কেন্দ্র করে পূর্ববাংলার রাজনীতি আবার উত্তপ্ত হয়ে ওঠে। এ প্রসঙ্গে সরকারের গোয়েন্দা সংস্থা ১২-১-৫১ তারিখে লিখিত এক রিপোর্টে  বলেছে যে, শেখ মুজিবকে ঢাকায় চিকিৎসার জন্য আনা হলেও তিনি এখানে চিকিৎসার নামে রাজনৈতিক কর্মকান্ডের সাথে যুক্ত আছেন। শেখ মুজিবের নাম তার বন্দি থাকা জেলে অসস্থতার সংবাদ সংবাদ চারদিকে এমনভাবে ছড়িয়ে  পড়ে যে, পূর্ববাংলার সরকারকে শেখ মুজিবকে মুক্তি দেওয়ার দাবি  সর্বত্র শুনতে হয়।

গােয়েন্দা সংস্থার রিপোর্টে আরও লেখা হয় যে, মুক্যমন্ত্রী নূরুল আমিন ১০ জানুয়রি ব্রাহ্মনবাড়িয়া সফর থেকে ফেরার  পথে নরসিংদী রেল স্টেশনে নরসিংদীর জনৈক মতিউর রহমান মুখ্যমন্ত্রীর কাছে শেখ মুজিবের মুক্তির জন্য অনুরোধ করেন। নরসিংদী রেল স্টেশনে মুখ্যমন্ত্রী  নূরুল  আমিনকে যে-মতিয়ার রহমান শেখ মুজিবকে  মুক্তি  দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন তার সম্পর্কে গোয়েন্দারা রিপোর্টে বলেছেঃ

Matiur Rahman, s/o late Keramat Ali of Narsingdi Dartapura, P.S Narsingdi, Dacca is on our record as a member of the Narsingdi  Union Muslim League. But on enquiry it transpired that he has since changed his views and joined Awami Muslim League.

শেখ মুজিবের মুক্তির দাবি প্রত্যন্ত গ্রামাঞ্চলের  সভা সমাবেশেও ওঠে। এসব সভার সংবাদ পরিবেশনের জন্য যশোর ইতনা থেকে একটি চিঠি দৈনিক ইত্তেফাক বরাবরে প্রেরিত হয়; গােয়েন্দা পুলিশ তা ২৮ তারিখে উদ্ধার করে। চিঠির বিষয়বস্তু লক্ষ্য করা যেতে পারেঃ

ইতনা, যশোর,, ১৭ জানুয়ারি পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি জনাব শেখ  মুজিবর রহমান সাহেবের মুক্তির দাবীতে ইতনা হাই স্কুল প্রাঙ্গণে এক বিরাট সভা অনুষ্ঠিত হয়।  সভায় রহমান সাহেবের অসুস্থতার দিকে লক্ষ্য করিয়া ছাত্রনেতা জনাব সিরজুল ইসলাম বলেন খোদা না করুক যদি মিঃ রহমানের অকাল মৃত্যু হয় তাহা হইলে জনসাধারন গদিধারীদের ক্ষমা করিবে না। আমাদের কোন দাবী যদি গদিওয়ালারা না শোনেন তাহা হইলে  (সরকারকে) মনে করাইয়া দেই যে “এক মাঘে শীত যায় না”। জনসাধারণ, আওয়ামী লীগ জিন্দাবাদ। শেখ মুজিবুর রহমান জিন্দাবাদ ধ্বনিতে সভা ত্যাগ করেন। সভায় হাজার হাজার লোক উপস্থিত ছিলেন।

অপরদিকে ডিআইবি’র রিপোর্টে হাসপাতালে শেখ মুজিবুর রহমানের কাছে মানুষের  যাতায়াত নিয়ন্ত্রিত করার ব্যবস্থা নেওয়া হয়। তিনি মেডিকেল হাসপাতাল থেকে ২৯  জানুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তরিত হন।  নিরাপত্তা বন্দি  শেখ মুজিবের মামলা রিভিয়ুপূর্বক ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট এর সুপারিশ মোতাবেক তার আটকাদেশ ছয় মাস বৃদ্ধি করার প্রস্তাব করা হয়েছিল।

বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি প্রদানের দাবিতে ২১ ফেব্রুয়ারি সারা দেশে ধর্মঘটের ঘোষনায় মুসলিম লীগ সরকার রাজনৈতিক নেতা-কর্মীদের  উপর দমন পীড়ন বাড়িয়ে দেয়। পূর্বেই উল্লেখ করা হয়েছে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শেখ মুজিবকে চিকিৎসা না করে ঢাকা জেলে প্রেরণ করা হয়। শেখ মুজিব ৬-২-৫২ তারিখ তার পিতার কাছে জেল থেকে চিরকুটে লিখেছেন “Heart চিকিৎসা কিছুই  হয় নাই। ভয়ের কোন কারণ নাই। খোদার  রহমতে আমি মরব না।  Heat চিকিতসা  না করেই পাঠিয়ে দিয়েছে। কারণ সদাশয় সরকার বাহাদুরের নাকি যথেষ্ট টাকা খরচ হয় আমার জন্য। এর কাছে বিচার চাওয়া আর সাপের দাঁতের কাছে মধু আশা করা একই কথা।

কারাবন্দি শেখ মুজিব এবং মহিউদ্দিন আহমদ ৯ ফেব্রুয়ারি পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী নূরুল আমিনের বরাবরে তাদের আটকাদেশের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রত্যাহার না করা হলে ১৬ তারিখ থেকে অনশন ধর্মঘট  করার হুমকি দিয়ে একটি স্মারকলিপি প্রেরণ করেন। এরই প্রেক্ষিতে সরকার তাদেরকে ঢাকা জেল থেকে ফরিদপুর জেলে প্রেরণের সিদ্ধান্ত গ্রহণ করে। এর মাত্র তিন দিনের মাথায় পুনরায় ১৪-২-৫২ তারিখ ইন্সপেক্টর  জেনারেলকে ঢাকা কেন্দ্রীয় কারাগার সুপারের লেখা চিঠিটিও লক্ষ্য করা যেতে পারে। তাদের দুজনকে ফরিদপুর জেলে  স্থানান্তরের তৎপরতা লক্ষণীয়। লালবাগ পুলিশ ও লাহোরের ডিআইবি ঐ একই তারিখে এক জরুরি গোপনীয় আদেশে লিখেছে।

(Memo No. 273/SB, dated 11-2-52)

To

The Asstt. Secy, to the Govt of East Bengal

Home Dept. Spl. Branch Dacca.

Sub: Petition from Security prisoner Sk. Mujibur Rahman and Mohiuddin Ahmed, addressed to the Hon’ble Chief Minister Government of East Bengal, Intimation their decision to go on hunger strike from 16-2-52 as protest against their detention in Jail without trial.

The undersigned has the honour to forward herewith the petition of security prisoners SK. Mujibur Rahman and Mohiuddin Ahmed of this Jail on the above subject for favour of disposal. …

Ref: Your Memo No. 273/1(2) SA dated 11.2.54

Security prisoner SK. Mujibur Rahman and Mohiuddin Ahmed of your jail should at once be transferred to Faridpur jail for segregation and detention there. The date of transfer of the security prisoner should be reported to the DIG of police, I B. East Bengal, Dacca and Deputy Secretary to the Govt. of East Bengal, Home Department Special Section under intimation to this office.

Please depute one Head Constable and two constables to escort two security prisoners from Dacca Central Jail to Faridpur Jail via-Goalundo by Inter class on 15.2.52 at 9:00 hrs.  The escort party must reach the Jail gate before scheduled time on 15-2-52.

এর মাত্র ৫ দিন পর ১৯ তারিখে এস আই আজিজুর রহমানের দাখিলকৃত রিপোর্টে  বলা হয় যে, ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ফরিদপুর জেল পর্যন্ত রাজবন্দীকে ছায়ার মত অনুসরণ করা হয়। স্পষ্টতঃ পাকিস্তান সরকার শেখ মুজিবকে নিয়ে আতঙ্কগ্রস্ত থাকত। নিচের উদ্ধৃতাংশ দ্রষ্টব্য :

1 beg to report that on 15.2.52 at 10 50 hrs the Dacca Central Jail authority made over the Security prisoner Sk. Mujibur Rahman to the police escorts party. I shadowed him from D. C. Jail to Faridpur Jail.On the way nobody was seen to speak with him and nothing was seen to be smuggled.

যদিও এস আই আজিজুর রহমান ১৯ ফেব্রুয়ারি তারিখে তার উপর্যুক্ত রিপোর্ট দাখিল করে, প্রকৃতপক্ষে শেখ মুজিব এবং মহিউদ্দিনকে  ১৫ তারিখেই ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ফরিদপুরের উদেশে প্রেরণ করা হয়। রাজবন্দীদ্বয়কে গ্রহণের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে লেখা ফরিদপুর জেলের সুপারিনটেনডের পত্রটির বিষয়বস্তু প্রদত্ত হলো। সরকার শেখ মুজিবকে নিয়ে কত বেশ সজাগ ও সতর্ক থাকত তার প্রমান  এসব রিপোর্টে পাওয়া যায় ফরিদপুর জেল সুপার স্মারক ৩৪৪/ এস বি তারিখ  ১৮-২-৫২ লিখেছেন :

To

The Secretary to the Govt. of East Bengal

Home Department, Special Section, Dacca.

Ref: I.G Prisons, E B. Memo-No. 112. Con-14/62 dt-14.2.52

Security Prisoners (Gradel) Sheikh Mujibur Rahman and (2),Mohiuddin Ahmed were received in the Jail on 17-2-52. on transfer from Dacca Central Jail.

Sd/-AKM Siddique

Superintendent

Faridpur Jail

ফরিদপুর জেলে পৌছেই তারা দু’জন অনশন ধর্মঘট শুরু করেন। এ সম্পর্কে  ফরিদপুর জেল কর্তৃপক্ষ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবকে লেখা পত্রে জানায়।

Memo No. 351 SB- dated 18-2-52

To

The Secretary to the Govt. of East Bengal

Home Deptt. Spl. Section, Dacca

Security Prisoners (1) Sheikh Mujibur Rahman and (2) Mohiuddin Ahmed, who were now detained in Jail, have started hunger strike from this morning stating that they will fast unto death if they are not released unconditionaly.

তাদের এই অনশন সম্পর্কে বাইরে যেমন তেমনি সরকারি মহলেও ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। সরকারের চিঠি, আদশে-নির্দেশ থেকে সরকারের আতঙ্ক লক্ষ্য  করা যায়।

ফরিদপুর জেলে অনশনরত দুই নেতার দৈনিক স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট মেডিকেল অফিসার কর্তৃক প্রতিদিন দেওয়া হচ্ছিল। তাতে দেখা যায়, শেখ মুজিবের স্বাস্থ্য বিশেষ করে হৃদপিণ্ড ও চোখের অবস্থার অবনতি ঘটছিল যা ডাক্তারি রিপাের্ট ১৯ ফেব্রুয়ারি তারিখে উল্লেখ করা হয়। আবার ২৩ ফেব্রুয়ারি জেল সুপার তার অফিসের স্মারক ৪৩৪/এসবি সংখ্যক পত্রে স্বরাষ্ট্র দপ্তর বরাবরে লিখেছেন। Mvi. Mujibur Rahman.

He is stated to have suffered from bad attack of Epidemic Dropsy involving his heart and eyes. It may not be safe for him to continue the hunger strike for long time, which is sure to have bad effect on his heart. Present condition not serious. …

Sk. Mujibur Rahman: Very rapid loss of weights, condition of hearts.not satisfactory. There are distinct signs of Myocardial weakness

তবে ২৭ ফেব্রুয়ারি  ডি আই বি ফরিদপুর তার অফিস স্মারক নং ৯২১/ ৩৩-৫০ ” পত্রে ঢাকা পুলিশ সুপার আই বি কে লেখা রিপোর্টে শেখ মুজিবের অনশনের সঙ্গে একাত্মতা  ঘোষণা করে ও সমব্যথী  হয়ে কারাভ্যন্তরের কোন কোন রাজবন্দীও অনশন শুরু করেন বলে উল্লেখ করা হয় ।

security prisoners (1) Nepal l Naha , (2)  Dr Maruf Hossain (3) Chunilal Chakrabarti. (4) Satya Mitra and (5) Purnendu De kanungo  observed hunger strike for 24 hours from 6.00 a. m of 25.2.52 as mark of sympathy for Sheikh Mujibur Rahman and Mohiuddin Ahmed, who had been continuing their fasts. On enquiry from the Jail staff it was ascertained that these five security prisoners had their food on 26.2.52.

Security prisoner Sheikh Mujibur Rahman broke his fast on receipt of the Government order for his release on the morning of 27-2-52. He

was left off from the Jail on the morning of 27-2-52.

গণদাবির মুখে শেখ মুজিবুর রহমান ২৭ ফেব্রুয়ারি এবং মহিউদ্দিন আহমদ জেল হাসপাতাল থেকে ১-৩-৫২ তারিখ মুক্তিলাভ করেন ।

শেখ মুজিবুর রহমানের অনশনের বিষয়টি ২০ ফেব্রুয়ারি তদানীন্তন বঙ্গীয় আইন পরিষদের সদস্য আনােয়ারা খাতুন মুলতবি প্রস্তাব হিসেবে উত্থাপন করেন। আনোয়ারা খাতুন প্রস্তাবে বলেন ;

I beg to move that the Assembly do adjourn its business of today to discuss indefinite matter of urgent public importance and of recent occurance, namely the situation created by the failure of the govt. of East Bengal to prevent hunger strike resorted to by Mr. Sheikh Mujibur Rahman, a security Prisoner from 16th February , 1952

Sir, Mujibur Rahman is a very prominent political worker and as such people of this province are very anxious to know about his well being. He resorted to hunger stike on and from 16th February 1952 and govt. failed to stop the same. This failure of govt. is sought to be discussed in the motion moved.

তৎকালীন পূর্ব বঙ্গীয় সরকারের মুখ্যমন্ত্রী বাংলা ভাষি  নুরুল আমিন নির্লজ্জ্বভাবে  আনোয়ারা  খাতুনের প্রস্তাবের বিরুদ্ধে  বলেন,

Sir, I have no information about the alleged hunger-strike that has been made the subject matter of this adjournment motion. If Mr Mujibur Rahman has taken such a decision, I am sorry for it, because he must have been ill advised to do that firstly, it will neither do  good to Mr. Mujibur Rahman nor to his supporters outside. Secondly, sir, this is not a matter of an adjournmen motion. This is a self-imposed infliction for which nobody is responsible. Supposing  one is going to commit suicide and somebody else comes before the House and says that as he is going to commit suicide the House should be adjourned. That as she said cannot form the subject matter of an adjournment motion because neither government nor anybody else is responsible for this decision on the part of this gentleman. So far as the case of his confinement as Security Prisoner is concerned I am prepared to give reply to a short-notice question, if anybody puts it in the House, so that, the House may know the correct position With these words. I oppose the adjoumment motion.

আনােয়ারা খাতুনের আনীত প্রস্তাবটি পূর্ব বঙ্গীয় সরকার গুরুত্ব দিতে না চাইলেও বঙ্গীয় পরিষদে এর উত্থাপন শেখ মুজিবুর রহমানের অনশনকে গুরুত্বপূর্ন করেছিল। একই সাথে পাকিস্তানের প্রতি অন্ধ সমর্থনকারী নূরুল আমিনের পূর্ব বঙ্গীয় প্রাদেশিক সরকারের প্রতিক্রিয়াশীল, সংকীর্ণ, বাংলা ও বাঙালির স্বার্থ বিরোধী মানসিকতাও  স্পষ্ট  হয়ে ওঠে। শেখ মুজিবের কারাজীবন, , স্বাস্থ্যের  অবনতি, তাঁর প্রতি অত্যাচার নির্যাতন  সম্পর্কিত বিষয় জাতির বিবেককে বিশেষ করে বঙ্গীয় পরিষদকে প্রচন্ডভাবে নাড়া দেয়।  তার স্বাস্থ্য সম্বন্ধে জনগণের উদ্বেগ জাতীয় দাবি হয়ে ওঠে।

টীকা ও তথ্যনির্দেশ

১. অলি আহাদ, জাতীয় রাজনীতি ১৯৪৫ থেকে ৭৫,  ১ম খন্ড, (ঢাকাঃ প্রতিভাস, ১৯৯৯), পৃঃ৬৩-৬৪

২ এম  আর আখতার মুকুল, পাকিস্তানের  রাজনীতির চব্বিশ বছর ভাসানী মুজিবের রাজনীতি, পৃ- ১৫

৩ বদরুদ্দিন  উমর, পূর্ব বাগ্লার ভাষা আন্দোলন ও ততকালীন রাজনীতি গ্রন্থের ১৯৩ পৃষ্ঠায় সাপ্তাহিক  ‘নও বেলাল’, তাজউদ্দীন আহমদের ডায়রী ভিত্তিক প্রদত্ত তথ্যানুসারে

৪ প্রাগুরু

৫. ঢাকা বিশ্ববিদ্যালয় ECM (Executive Council Minutes),dated, 26.3.1949

৬. কামরুদ্দিন  আহমেদ, বাংলার মধ্যবিত্তের  আত্মবিকাশ (দ্বিতীয় খন্ড), ঢাকা।

৭ ওবায়দুল হক, Bangabandhu Sheikh Mujib পৃঃ১৯,

৮, Govt. of East Bengal, Home Pol. F/N606-48. PF  Part-3

৯  Extract from the weekly cnfdl. Report of the supdt. of Police, Faridpur for week  studying Thursday. The20 th August 1949 File N o 482- 49 KR 10. Page No F/N-606-48. PF, Part-3

১০ প্রতি নাহি

১১, প্রাগুক্ত নথি

১২. Extract of Dacca DIB, Memo No 690/214-49, dated the 24 Jan 1950 to the  spurt of Police,I  BE B. Dacca Ref: This office  No 375, dated 12.1.50. F/N 606-48 P.F Part 3

১৩. Extract from  D.O No 1908/ BDSS dated 15.2.50 from S-P (D)west Punjub, copy to DIG I.B, E-BDacca. F/N 606-48 P.F Part-3

১৪. Copy of pages 38, 39, 40 File No 125-50 G.L F/N 606-48 PF- Part-3

১৫. F/N. 606-48. PF.Part-3

১৬. F/N 606/48 (PF) part-3

১৭. 28.351, DIG I-B. লিখিত রিপোর্ট ,F/N-606-48s PF. Part-4

১৮ PPS 254, 246-245 of 613-50,Extract from Awami Muslim League Organization in East Bengal

১৯  Copy of report dated 13.1. 51 of A. S. I Mir Afaruddin of Faridpur DIB to the supdt of Police, DIB, Khulna. F/N 606-48 part-3

২০. F/N. 606-48, PF, Part 3

২১.F/N6-06-48, PF Part-4

২২ শামসুল হক হারুন, বঙ্গবন্ধুর সাক্ষাতকার গ্রহণের  সময় তিনি এই উক্তি শোনেন।

২৩ F/N 606- 48, PF. Part 4

২৪ . Fifth Addendum to the Brief History of the political activities of Sheikh Mujibur | Rahman,F /N 606-4 PF- Part 4

২৫. F/N. 606-48,PF. Part 4 নাথিতে Fifth Addendum শীর্ষক রিপোর্টের  অংশবিশেষ

২৬ F/N 606-4 PF part 4

২৭ F/N-60648, PF-Part-3

২৮, East Bengal Act 1 of 1951 Sk Mujibur Rahman case order  No 1036 HS dated 21-3.1951 F/ 606-48 PF  Part-3

২৯, Munshi Husainuddin   IB report  25-5-51. F/N606- -48PF Part  3

৩০ praguru

৩১. Copy of an English letter dated 25-6-51. F/N 606-48.PF  * Part-3

৩২, ১৯/৭/৫১ তারিখ উওই-র লেখা চিঠি এবং স্মারক নং ৭৭৭৯/৫৩৬৩/১০০-৪৯, তারিখ ৩০ জুলাই 51, DIB, F/N 606-48 PF part 3

৩৩. প্রাগুক্ত

৩৪, প্রাগুক্ত

৩৫. F/N 606- 48. PF, Part-3 নথিতে Eighth Addendum to the Brief history of a  political activities of Sk Mujibur Rahman শীর্ষক রিপোর্তের অংশবিশেষ

৩৬. F/N-606-48. PF-Part-3

৩৭ . Party interview report of Security prisoner Sk. Mujibur Rahman F/N  606-48 PF, Part-3

৩৮, প্রাগুরু

৩৯. এ, রাজ্জাক o/c, 5/11/51 তারিখে লিখিত গোপন নোট

৪০. F/N 606-48 PF Part-3

৪১, Copy of report  of a DIO dt 13-11-51 confidential No 481/100-49,DIB Dacca 17th Nov. 1951 F/N 606-48 PF   part-3

৪২. Copy of a DIO’s reports date 29.11.51 F/N 606-48 PF part 3

৪৩. The Pakistan Ohsanur, 11.12.51, 18-12.51, 20-12-51, 22.12-51

৪৪. Copy of report of DIO dated  -12.1-52 F/N606-48 PF paart 3

৪৫ F/N-606-48, PF part-3

৪৬. শামসুল হল হারুন, বঙ্গবন্ধুর সাক্ষাৎকার গ্রহণের সময় শেখ মুজিব নিজে এই চিরকুটের কথা তাঁকে জানান।

৪৭F/N-606 48, PF Part-3

৪৮. প্রাগুক্ত নথি, Part-3 P.1017

৪৯ প্রাগুক্ত

৫০ প্রাগুক্ত

৫১ Copy to letter No 1372/33-50 dated 22.3.52, Suputt of Police, DIB Faridpur to the addl. S.P. DIB. Dacca Reference. No 3156/100-49 PF dated 15.3.52

৫২East Bengal Assembly Proceeding . ১৯৫২, দেখুন, পূর্বোক্ত পৃঃ ৭২

৫৩ পূর্বোক্ত