You dont have javascript enabled! Please enable it! হিন্দুস্তান স্ট্যান্ডার্ড, জুন ৮, ১৯৭১, চিকিৎসা সামগ্রী প্রেরণের জন্য জরুরী বিমান - সংগ্রামের নোটবুক

হিন্দুস্তান স্ট্যান্ডার্ড, জুন ৮, ১৯৭১
চিকিৎসা সামগ্রী প্রেরণের জন্য জরুরী বিমান

জেনেভা: জুন ৭ – বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) আজকে ঘোষণা করে জরুরি ঔষধ সরবরাহ বিমানযোগে ভারতে পাঠানো হবে সেখানকার পূর্ব বাংলার শরনার্থিদের কলেরার মহামারির জন্য। বিদেশী এবং ভারতীয় সংবাদ সংস্থা থেকে প্রাপ্ত রিপোর্ট।

WHO সপ্তাহ শেষে জানায় মত ২ টন ভ্যাকসিন প্রাথমিক ভাবে গেনেভা ত্যাগ করেছে। বিমানযোগে আগামী ৮ থেকে ১০ সপ্তাহের মধ্যে মোট ৩০ থেকে ৪০ টন সাপ্লাই করা হবে বলে তিনি জানান।

বিবিসি, WHO এর বরাত দিয়ে জানায় ইতোমধ্যে ৩০০০ ইস্ট পাকিস্তানের উদ্বাস্তু কলেরা এবং gastroenteritis এ মারা গেছে। প্রতিবেদনে আরও বলা হয় যে আরও প্রায় ১০০০০ শরণার্থী আক্রান্ত হয়েছ।

U.N. খাদ্য ও কৃষি সংস্থার মহাপরিচালক বলেছেন, ১২১ -জাতির সংগঠন সম্পূর্ণরূপে পাকিস্তান ও ভারতের জন্য জরুরি খাদ্য সাহায্যের জন্য যে চাহিদা তা পূরণ করতে পারবেনা। জনাব Addeke এইচ নেদারল্যান্ড Boerma বলেন যে পরিমাণ চাহিদা সেখানে আছে তা এফএও এর সামর্থ্যের বাইরে।

ব্রিটেন, আজ ভারতে পূর্ব বাংলার কলেরা ক্ষতিগ্রস্তদের জন্য ওষুধ ও খাদ্য দ্রব্যের একটি বড় বিমান পাঠিয়েছে। আরএএফ বিমান খুব শীঘ্র কলেরা টিকার সিরিঞ্জ এবং অন্যান্য উপাদানের বিনামূল্যের সরবরাহ অবিলম্বে নিয়ে যাবে ।

ফরেন অফিস গতকাল জানায় এর বাইরেও এক মিলিয়ন ডলারের ইতিমধ্যে U.N. আপীল তহবিলে জমা পড়েছে এবং ৭৫০০০০ খাদ্য সহায়তা জমা পড়েছে।

প্রথম চারটি আরএএফ বিমান অক্সফাম থেকে 6 টন চিকিৎসা সরঞ্জাম নিয়ে মঙ্গলবার কলকাতা পৌঁছাবে। মঙ্গলবার ভোরে একটি মোবাইল হাসপাতাল পৌঁছাবে। দাতব্য কর্মচারীবৃন্দ এবং ডাক্তার ও নার্স বুধবার পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

জাপানি সরকার আজ রাতে পূর্ববাংলার উদ্বাস্তু দের জন্য ভারতে 3 মিলিয়ন ডলার ত্রাণ সহায়তার সিদ্ধান্ত নিয়েছে। এই টাকায় জাপান থেকে চাল কেনার জন্য ব্যবহার করা হবে। জাপানি প্রধানমন্ত্রী মিসেস ইন্দিরা গান্ধীর উত্তরের অপেক্ষায় আছেন।
প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস বলেছেন ফিলিপাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের লাখ লাখ শরণার্থী সমস্যার উপর মিসেস গান্ধীর কাছ থেকে পাওয়া একটি চিঠি মনোযোগে নিচ্ছে।

পশ্চিম জার্মান রেড ক্রস আজ বলেছেন তারা ১০০০ তাঁবু, ১৫ টন বেবি ফুড, চিকিৎসা সরঞ্জাম এর ত্রাণ চালান এবং ১৩০০০ মার্ক (প্রায় £ 35,630) এর খাদ্যদ্রব্য পূর্ব পাকিস্তানের শরণার্থীদের জন্য কলকাতায় পাঠাচ্ছেন আগামীকাল।

এয়ার ইন্ডিয়া আজ ২৩৬ প্যাকেট ত্রাণ কলকাতায় আনে। এগুলোর মধ্যে কলেরা ভ্যাকসিন, সিরিঞ্জ , ওষুধ ও গুঁড়োদুধ আছে বাংলাদেশএর শরনার্থিদের জন্য। জানা যায় গুড়োদুধ অস্ট্রেলিয়া এসেছে এবং বাকি জিনিসগুলো আমেরিকা থেকে।

কোপেনহেগেন থেকে ইউনিসেফ চার্টার্ড বোয়িং 707 ফ্লাইট পূর্ববাংলার শরণার্থীদের জন্য জরুরী চিকিৎসা সরবরাহের প্রায় ৩২ টন নিয়ে কলকাতা বিমানবন্দরে আগামীকাল বিকেলে পৌঁছাবে। এর মধ্যে চিকিৎসা সরঞ্জাম ওষুধ, আঠালো প্লাস্টার, গজ ব্যান্ডেজ, সিরিঞ্জ এবং সূঁচ অন্তর্ভুক্ত।