You dont have javascript enabled! Please enable it! অমৃতবাজার পত্রিকা, ৫ জুন ১৯৭১, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভি সি কর্তৃক যুব শিবির উদ্বোধন - সংগ্রামের নোটবুক

অমৃতবাজার পত্রিকা, ৫ জুন ১৯৭১
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভি সি কর্তৃক যুব শিবির উদ্বোধন

গত বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডঃ আজিজুর রহমান মল্লিক কোলকাতায় দুই সপ্তাহ ব্যাপী বাংলাদেশ ছাত্র ও যুব ক্যাম্পের উদ্বোধন করেন। বাংলাদেশের গ্রামাঞ্চল থেকে আসা ৬২ জন তরুণ ছেলেমেয়েদের ২ সপ্তাহে গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ জীবনের উপর মতাদর্শিক ও ব্যবহারিক কোর্সের উপরে ট্রেনিং দেয়া হবে। জনাব বিচারপতি এস পি মিত্র ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। গান্ধী পিস ফাউন্ডেশন এর আয়োজন করেছে।

প্রথমে ক্যাম্পের যুবকদের কাছে বাংলাদেশে ইয়াহিয়া খানের সামরিক শাসন দ্বারা নিপীড়ন এবং নির্দয় শোষণের চিত্র উপস্থাপন করা হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান ক্ষিতীশ রায় চৌধুরী, পশ্চিমবঙ্গ কমিটির সভাপতি সবাইকে উষ্ণ স্বাগত জানান। অনুষ্ঠানের আহবায়ক জনাব শিশির সান্যাল প্রশিক্ষণের উদ্যেশ্য জানান যা যুবকদের একটি মুক্ত সমাজ গঠনে মনোবল, পটভূমি এবং ব্যবহারিক জ্ঞান বৃদ্ধি করবে।

একটি কৃতিত্ব

এর আগে তাদের প্রথম ওরিয়েন্টেশন কোর্সে প্রতিষ্ঠানের সভাপতি জনাব আর আর দিবাকর ক্যাম্পারবৃন্দকে বলেন বাংলাদেশী তরুণদের তাদের সংগ্রামের মূল্যায়ন এবং আর্থ-সামাজিক অবস্থা পুনর্গঠন করার লক্ষ্যে এই কর্মসূচি।

জনাব মল্লিক পশ্চিম পাকিস্তানের শাসকদের দ্বারা বাংলাদেশে সংঘটিত হত্যাকাণ্ডের সমালোচনা করেন। আমরা মহাত্মা গান্ধীকে অনুসরণ করি কিন্তু ইয়াহিয়া খান আমাদের উপর যুদ্ধ চাপিয়ে দিচ্ছেন। এই অসভ্য প্রশাসনের বিরুদ্ধে আমাদের চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। আমাদের লক্ষ্য সত্য ও ন্যায়। তাই আমাদের জয় অপ্রতিরোধ্য। জনাব মিত্র ক্যাম্পারদের শরনার্থিদের মাঝে কাজ করতে বলেন যাতে তারা উপযুক্ত সময়ে তাদের মাতৃভূমিতে ফিরে যাওয়ার প্রয়োজনীয় নৈতিক মনোবল পান।

সভা বাংলাদেশের জাতীয় সঙ্গীত ‘আমার সোনার বাংলা’ গানের সাথে শেষ করা হয়। – খবর এস পি এস।