You dont have javascript enabled! Please enable it! কালান্তর পত্রিকা, ২৮ মে, ১৯৭, পাকিস্তানে গোপন তথ্য পাচার- রাজ্যসভায় সরকারী বিবৃতির দাবী - সংগ্রামের নোটবুক

কালান্তর পত্রিকা
২৮ মে, ১৯৭১
পাকিস্তানে গোপন তথ্য পাচার
রাজ্যসভায় সরকারী বিবৃতির দাবী

নয়াদিল্লী, ২৭ মে, (ইউ এন) – দু’জন মন্ত্রী এবং একজন সংসদ সদস্য সরকারের গোপন তথ্য সরবরাহ করছে বলে কলকাতার দৈনিক সংবাদপত্রে যে সংবাদ প্রকাশিত হয়েছে, কয়েকজন সদস্য আজ রাজ্যসভায় উক্ত বিষয়টি উত্থাপন করেন। কোন কোন সদস্য সংবাদপত্রের সংবাদও উদ্ধৃত করেন।

শ্রী লোকনাথ মিশ্র (স্বতন্ত্র) সভায় সংবাদপত্রের রিপোর্টের কিয়দাংশ পাঠ করেন।

উক্ত রিপোর্টে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের যুক্তফ্রন্ট মন্ত্রী সভার জনৈক মন্ত্রী খুব গোপনীয় ফাইলপত্র পাকিস্তান সরকারকে সরবরাহ করছেন। এই রাজ্যের জনৈক সুপরিচিত সংসদ সদস্য পাকিস্তানের গুপ্তচর হিসেবে কাজ করে পাকিস্তান থেকে টাকাও পেয়েছেন। শ্রী মিশ্র উক্ত মন্ত্রী ও সংসদ সদস্যের নাম প্রকাশের ও অবিলম্বে তাদের গ্রেফতারের দাবি জানান।

এই বিষয়টি খুবই গুরুতর বলে তিনি সরকারকে একটি বিবৃতি দিতে অনুরোধ জানান। তিনি বলেন, এতে দেশে নিরাপত্তাই শুধু বিপন্ন হয়নি পার্লামেন্টের মর্যাদা হানি ঘটেছে।

শ্রী ভূপেশ গুপ্তও অনুরূপ রিপোর্ট পশ্চিমবঙ্গের কোন কোম বাংলা দৈনিক সংবাদপত্রেও প্রকাশিত হয়েছে বলে বলেন, এবং তিনি রিপোর্টের কোন সত্যতা আছে, না রিপোর্টটি জাল, সে সম্পর্কে সরকারকে একটি বিবৃতি দিতে অনুরোধ জানান।