You dont have javascript enabled! Please enable it!

ইন্দিরানামা

…………….
৫৫ কোটির প্রধানমন্ত্রীর কি আর কোন কাজ ছিলোনা? তিনি কি পেরেছিলেন বাংলাদেশ ইস্যুতে নিজ দেশের জনগণ, এমনকি বিরোধী দল ও আন্তর্জাতিক বিশ্বকে এক করতে? অবশ্যই। দৌড়েছেন দেশে-বিদেশে, নামি-দামি বিশ্ববিদ্যালয়ে, সভায়, কনফারেন্সে বিবৃতি-ভাষণ, দেশি-বিদেশি মিডিয়াতে সাক্ষাতকার-বাণী-প্রেসনোট, অফিসিয়াল চিঠি প্রদান করেছেন বিশ্বের প্রতিটি দেশকর্তার কাছে।
আসুন শুধু হেডলাইনগুলো পড়ি।
.
১। ২৭ মার্চ রাজ্যসভায় বিতর্ককালে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভাষণে বাংলাদেশ

২। ৩১ মার্চ বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলির পরিপ্রেক্ষিতে তার উত্থাপিত প্রস্তাব

৩। ১৩ এপ্রিল (লক্ষৌ)- প্রেস কনফারেন্সে বাংলাদেশ ইস্যু

৪। ৬ মে নয়াদিল্লী – District Congress Committee র সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে বৈঠকে বাংলাদেশ ইস্যু

৫। ৭ মে নয়াদিল্লী – ভারতের বিরোধী নেতাদের সাথে বাংলাদেশ ইস্যুতে আলোচনা

৬। ১০ মে শরনার্থি সমস্যা নিয়ে প্রধানমন্ত্রীর সাথে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর আলোচনা

৭। ১৩ মে বুদাপেস্ট – বিশ্ব শান্তি কংগ্রেস অধিবেশন, বাংলাদেশ ইস্যু

৮। ১৫ মে আগরতলা – মোহনপুরে একটি বিশাল জনসভায় বাংলাদেশ ইস্যু

৯। ১৬ মে দমদম বিমান বন্দর – প্রেস কনফারেন্স শরনার্থিদের নিয়ে

১০। ১৮ মে ভারত – জনসভায় বাংলাদেশ ইস্যু

১১। ২২ মে নয়াদিল্লী – কংগ্রেস সংসদীয় দলের সভায় বাংলাদেশ ইস্যু

১২। ২৩ মে কায়রো, প্রেসিডেন্ট সাদাতের সাথে বাংলাদেশ ইস্যু

১৩। ৫ জুন কোলকাতা, রাজভবনে মুখ্যমন্ত্রী, উপ মন্ত্রী ও পরে সামরিক অফিসার ও রাজ্যের মন্ত্রীসভার সাথে বাংলাদেশ ইস্যু

১৪। ১৫ জুন বাংলাদেশ ইস্যু নিয়ে রাজ্যসভায় বক্তব্য

১৫। ১৭ জুন নয়া দিল্লী, সকল পত্রিকার সম্পাদকদের সাথে বাংলাদেশ ইস্যু

১৬। ১৭ জুন নয়া দিল্লী, আগে ঘুরে আসা Austria, Hungary, Sweden, Holland and Italy তে বাংলাদেশ ইস্যু নিয়ে আলোচনা

১৭। ২০ জুন শ্রীনগর, কাশ্মীর ভ্যালিতে ২ দিনের ভিজিটে বাংলাদেশ ইস্যু

১৮। ২৯ জুন নয়াদিল্লী, কূটনীতিকদের সাথে বাংলাদেশ ইস্যু

১৯। ৯ আগস্ট নয়াদিল্লীর ইন্ডিয়া গেঁটে অনুষ্ঠিত জনসভায় বাংলাদেশ ইস্যু

২০। ১০ আগস্ট বিশ্বের সকল দেশের সরকারের কাছে বাংলাদেশ বাংলাদেশ ইস্যুতে চিঠি প্রদান

২১। ১২ আগস্ট ইয়াহিয়া খান কর্তৃক শেখ মুজিবুর রহমানের বিচার ও প্রাণদণ্ড হুমকির পরিপ্রেক্ষিতে রাজ্যসভায় জরুরী বৈঠক তলব , আলোচনা ও প্রধানমন্ত্রীর বিবৃতি

২২। ৩০ আগস্ট বিশ্ব শান্তি পরিষদের মহাসচিবের সাথে বাংলাদেশ ইস্যু

২৩। ২৯ সেপ্টেম্বর মস্কো ইউনিভার্সিটিতে বাংলাদেশ ইস্যু

২৪। ১৯ অক্টোবর The New York Times প্রতিনিধির সাথে বাংলাদেশ ইস্যু

২৫। ২০ অক্টোবর নয়াদিল্লী, সাংবাদিক সম্মেলনে বাংলাদেশ ইস্যু

২৬। ২০ অক্টোবর প্রেসিডেন্ট টিটোর ভারত সফর শেষে প্রকাশিত ভারত- যুগোস্লাভ যুক্ত ইশতেহারে বাংলাদেশ ইস্যু

২৭। ২৩ অক্টোবর বাংলাদেশ বিষয়ে কয়েকটি রাষ্ট্র সফরে যাওয়ার প্রাক্বালে দেশবাসীর উদ্যেশ্যে বেতার ভাষণ

২৮। ২৫ অক্টোবর ব্রাসেলস, The Royal Institute of International Affairs এ বাংলাদেশ ইস্যু

২৯। ২৭ অক্টোবর অস্ট্রিয়া, অস্ট্রীয় বেতারে প্রচারিত প্রধানমন্ত্রীর সাক্ষাতকারে বাংলাদেশ ইস্যু

৩০। ২৭ অক্টোবর ভিয়েনা, ভিয়েনায় রাষ্ট্রীয় ভোজসভায় ভাষণে বাংলাদেশ ইস্যু

৩১। ৩১ অক্টোবর লন্ডন, ইন্ডিয়া লীগ এ ভাষণে বাংলাদেশ ইস্যু

৩২। ৪ নভেম্বর ওয়াশিংটন, প্রেসিডেন্ট নিক্সন প্রদত্ত ভোজসভায় ভাষণে বাংলাদেশ ইস্যু

৩৩। ৫ নভেম্বর ওয়াশিংটন, ন্যাশনাল প্রেসক্লাবে বক্তৃতায় বাংলাদেশ ইস্যু

৩৪। ৬ নভেম্বর যুক্তরাষ্ট্র, কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে বক্তৃতায় বাংলাদেশ ইস্যু

৩৫। ৭ নভেম্বর যুক্তরাষ্ট্র, যুক্তরাষ্ট্রের এন বি সি টেলিভিশনের মিট দ্যা প্রেস অনুষ্ঠানে বাংলাদেশ ইস্যু।

Moderator: Lawrence E. Spivak
Panel: A. M. Rosenthal (The New York Times)
Selig Harison (The Washington Post)
Pauline Frederick (N.B.C. News)

৩৬। ৮ নভেম্বর প্যারিস, রাষ্ট্রীয় ভোজ সভায় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির ভাষণে বাংলাদেশ ইস্যু

৩৭। ১৩ নভেম্বর নয়াদিল্লী, প্রেস কনফারেন্সে বাংলাদেশ ইস্যু

৩৮। ১৪ নভেম্বর লোকসভা, পাকিস্তানে জরুরী অবস্থা ঘোষণার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর বিবৃতি

৩৯। ১৫ নভেম্বর নিউজ উইকের সাথে সাক্ষাতকারে বাংলাদেশ ইস্যু

৪০। ১৫ নভেম্বর বাংলাদেশ ইস্যুতে পাশ্চাত্যের কয়েকটি দেশ (Belgium, Austria, the United Kingdom, the United States of America, France and the Federal Republic of Germany) সফর শেষে প্রধানমন্ত্রীর বিবৃতি

৪১। ১৬ নভেম্বর বিবিসি তে মার্ক টালির সাথে বাংলাদেশ ইস্যুতে সাক্ষাতকার

৪২। ২১ নভেম্বর বন, বিথোভেন হলে ভাষণে বাংলাদেশ ইস্যু

৪৩। ২৪ নভেম্বর এ ক্রাই ফর হেল্প – মহারাষ্ট্র বাংলাদেশ এইড কমিটি আয়োজিত শরনার্থিদের সাহায্যে সাংক্রিতিক অনুষ্ঠান উপলক্ষে প্রকাশিত
স্মরণিকা (রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বানি)

৪৪। ২৮ নভেম্বর ভারত, ভারতীয় হাই কমিশনার শ্রী অটলের কাছে মৌখিক ঈদ শুভেচ্ছা দিয়েছেন তার উত্তরে ইন্দিরা বলেছেন মুজিবকে মুক্তি দিন, রাজনৈতিক সমাধানে আসুন

৪৫। ২ ডিসেম্বর দিল্লী, প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর বক্তব্যে বাংলাদেশ ইস্যু

৪৬। ৩ ডিসেম্বর কলকাতা, প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর বক্তব্যে বাংলাদেশ ইস্যু

৪৭। ৬ ডিসেম্বর বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে প্রদত্ত প্রধানমন্ত্রীর বিবৃতি

৪৮। ১০ ডিসেম্বর যুদ্ধ চলাকালে ভারতীয় সশস্ত্র বাহিনীসমূহের উদ্যেশ্যে আকাশবাণী বেতারে প্রচারিত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর বানী

৪৯। ১০ ডিসেম্বর দিল্লী বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভাষণে বাংলাদেশ ইস্যু

৫০। ১৫ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিক্সনের প্রতি বাংলাদেশ ইস্যুতে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চিঠি
.
.
সূত্রঃ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধঃ দলিলপত্র এর দ্বাদশ খণ্ড এর অনুচ্ছেদ- ৩, ৯, ১০, ১২, ১৩, ১৪, ১৫, ১৭, ১৮, ১৯, ২১, ২২, ২৮, ৩৩, ৩৪, ৩৭, ৪১, ৪৪, ৪৭, ৪৯, ৫০, ৫২, ৫৫, ৫৯, ৬০, ৬১, ৬৩, ৬৪, ৬৫, ৬৬, ৬৭, ৬৮, ৭০, ৭১, ৭২, ৭৩, ৭৪, ৭৭, ৯০, ১৮৯, ১৯২, ১৯৩, ১৯৮, ২০৫, ২১০, ২২৬
.
কম্পাইলারঃ Aparajita Neel
Briefed by – Dr Razibul Bari
Arranged by: সংগ্রামের নোটবুক
.
Hashtags:
#Indira_Gandhi_on_Bangladesh_issue #East_Pakistan#world_for_Bangladesh #role_of_India_in_liberation_war_1971

 

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!