পাকিস্তানের জাতীয় পরিষদের অধিবেশনের দিন স্থির হয়নি
নয়াদিল্লী, ১৩ জানুয়ারি (ইউ-এন আই) প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সঙ্গে আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুর রহমানের দুদিনব্যাপী আলােচনা সত্তেও সংবিধান গঠনের জন্য জাতীয় পরিষদের অধিবেশন কবে নাগাদ ডাকা হবে সে সম্পর্কে কোন নির্দিষ্ট দিন স্থির হয়নি। তবে পাক-প্রেসিডেন্ট যতশীঘ্র সম্ভব অধিবেশন ডাকতে স্বীকৃত হয়েছেন বলে শেখ মুজিবর সাংবাদিকদের জানান।
পাক-প্রেসিডেন্টের সঙ্গে আজকের আলােচনা সভায় শেখ মুজিবরের সঙ্গে তাঁর দলের সাধারণ সম্পাদক সহ ৫ জন উপস্থিত ছিলেন।
শ্রী রহমান বলেন যে পাক প্রেসিডেন্ট তার প্রস্তাবানুযায়ী যথা সম্ভব জাতীয় পরিষদের অধিবেশন ডাকতে সম্মত হয়েছেন।
প্রসঙ্গত উল্লেখযােগ্য যে গত মাসে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে আওয়ামী দল জাতীয় পরিষদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে।
সূত্র: কালান্তর, ১৪.২.১৯৭১