You dont have javascript enabled! Please enable it! 1971.09.26 | পাক বাহিনীর গােলায় ৬ জন ভারতীয় নাগরিক নিহত | জাগরণ - সংগ্রামের নোটবুক

পাক বাহিনীর গােলায় ৬ জন ভারতীয় নাগরিক নিহত

আগরতলা, ২৫ সেপ্টেম্বর সরকারি সূত্রে প্রাপ্ত খবরে প্রকাশ, গত ২২ সেপ্টেম্বর পাক বাহিনী বিলনিয়া থানার মলুয়ার সন্নিকটে ভারতীয় এলাকায় গােলাবর্ষণ করিলে ছয়জন ভারতীয় নাগরিক নিহত হন এবং আহত হন চারিজন। এই গােলাবর্ষণে চারিটি গরুও মারা গিয়াছে। ঐদিন পাকবাহিনী খােয়াই মহকুমার আশারামবাড়ী এলাকায় মর্টারের গােলাবর্ষণ করিলে দুইজন ভারতীয় শিশু সামান্য আহত হয়।
তাই আজকের এই মহড়া সাফল্যমণ্ডিত হইয়াছে। আজ ছিল নিপ্রদীপ মহড়ার দ্বিতীয় পর্ব। ইতিপূর্বে গত ১৩ সেপ্টেম্বর এখানে নিপ্রদীপ মহড়া প্রতিপালিত হয়।

সূত্র: জাগরণ
২৬ সেপ্টেম্বর, ১৯৭১