You dont have javascript enabled! Please enable it!

২৫ হাজার লােকের গৃহত্যাগ
১০ লক্ষ টাকার সম্পত্তি বিনষ্ট

আগরতলায় পাকফৌজের গােলার প্রতিক্রিয়া আগরতলা, ৪ ডিসেম্বর- অন্ধ সরকারি সূত্রে প্রাপ্ত খবরে প্রকাশ, পাকফৌজের অনবরত গােলা বর্ষণের ফলে ১ ডিসেম্বর হইতে এই পর্যন্ত আগরতলা শহর এবং শহরতলী হইতে নিরাপদ আশ্রয়ের সন্ধানে প্রায় পঁচিশ হাজার লােক গৃহত্যাগ করিয়াছেন এবং পাকিস্তানি গােলা বর্ষণে কমপক্ষে এই কয় দিনে ক্ষতি হইয়াছে দশ লক্ষ টাকার সম্পত্তি। লক্ষ করার বিষয়, পাক ফৌজের গােলা বর্ষণের লক্ষ্যবস্তু ছিল প্রধানত অসামরিক জনসাধারণ।
উল্লেখযােগ্য যে, যুদ্ধের গতি আমাদের অনুকূল দেখিয়া যাহারা শহর ছাড়িয়া গিয়াছিলেন তাহাদের অনেকে ফিরিয়া আসিতে শুরু করিয়াছেন।

সূত্র: জাগরণ
২৬ সেপ্টেম্বর, ১৯৭১