You dont have javascript enabled! Please enable it! 1971.05.26 | নিউ হেরাল্ড | কাঠমুন্ডু, ২৬ মে ১৯৭১ | সম্পাদকীয় - সাহায্য - সংগ্রামের নোটবুক

নিউ হেরাল্ড | কাঠমুন্ডু, ২৬ মে ১৯৭১ | সম্পাদকীয় – সাহায্য

পূর্ব পাকিস্তান থেকে ভারতে শরণার্থীদের ব্যাপক অন্তঃপ্রবাহে বোঝা যায় এটি এখন আর পাকিস্তানের নিজস্ব কোন ব্যাপার না – যা সাধারণত তারা ও তাদের সহযোগীরা এতদিন বলে এসেছে। এতে প্রমাণিত হয় পূর্ব পাকিস্তানে সেনাবাহিনী ২৫ মার্চ, ১৯৭১ থেকে সেখানে কি ভয়ানক সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। সন্ত্রাস এখনো চলছে যার ফলে পূর্ব পাকিস্তান থেকে ভারতের পূর্ব দিকের রাজ্যগুলোতে বাঙালিদের প্রবেশ অব্যাহত আছে। উদ্বাস্তুদের সংখ্যা ইতিমধ্যে প্রায় ৩.৫ মিলিয়নে পৌঁছেছে। ভারত স্বাভাবিকভাবেই গভীরভাবে উদ্বিগ্ন। এতে ভারতের সম্পদের উপর চাপ সৃষ্টি হচ্ছে। তাই স্বাভাবিক ভাবেই ভারত পূর্ব পাকিস্তানের কারণে তাদের উপর যে চাপ সৃষ্টি হচ্ছে সেঁতা বিশ্ববাসীকে জানানোর চেষ্টা করছে। নিজেদের অর্থনৈতিক দুরবস্থার উপর দাঁড়িয়ে ভারতের পক্ষে শরনার্থিদের অনির্দিষ্টকালের জন্য খাওয়ানো সম্ভব না। বিশ্ব জনমত এখন ধীরে ধীরে ভারতের পক্ষে যাচ্ছে। জাতিসঙ্ঘ ও বিশ্বশক্তিগুলো ধীরে ধীরে ভারত সরকারের ত্রাণ প্রচেষ্টায় সহায়তা করার জন্য এগিয়ে আসছে।

ভারতকে শরণার্থীদের ত্রাণ দেবার জন্য আন্তর্জাতিক সকল দেশকে দ্রুত এগিয়ে আসা উচিৎ। দেশের সচেতন মানুষও এটা বুঝতে পেরেছেন বলে মনে হয়। আমরাও আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ যা করা সম্ভব সেটা করব।