You dont have javascript enabled! Please enable it!

ইয়াহিয়া খানের নিকট আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ কমিশনের তার

জেনেভা ১৬ এপ্রিল (এ-পি)- ইয়াহিয়া খান তার বিরােধী রাজনৈতিক নেতৃবৃন্দকে সামরিক ট্রাইব্যুনালে বিচারে যে ইচ্ছা প্রকাশ করেছেন আন্তর্জাতিক আইন-বিশেষজ্ঞ কমিশন তার নিন্দা করেছেন।
উক্ত আন্তর্জাতিক কমিশন পাক রাষ্ট্রপতি ইয়াহিয়া খানের নিকট প্রেরিত এক তারবর্তায় আওয়ামী লীগ নেতৃবৃন্দকে সামরিক ট্রাইব্যুনালে বিচার করবার তার প্রয়াসকে নিন্দা করেছেন। তারবার্তার তারা বলেছেন, স্বাভাবিক বে-সামরিক আদালতে বিচারের পদ্ধতি গ্রহণ করাই শ্রেয়।

সূত্র: কালান্তর, ১৭.৪.১৯৭১