কমিউনিস্ট স্বেচ্ছাসেবীরা ত্রাণ কাজে সাহায্যার্থে যাচ্ছেন
(স্টাফ রিপাের্টার)
কলকাতা, ৫ জুন ভারতের কমিউনিস্ট পার্টির পশ্চিমবঙ্গ রাজ্য পরিষদের সম্পাদকমন্ডলী বাংলাদেশ থেকে আগত শরণার্থীদের ত্রাণের কাজে আত্মনিয়ােগ করার জন্য পার্টির কর্মী ও সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন, সেই ডাকে সাড়া দিয়ে ইতিমধ্যেই বহু কর্মী পার্টির প্রাদেশিক দপ্তরে স্বেচ্ছাসেবী হিসাবে নাম লিখিয়েছেন।
আগামী মঙ্গলবার কমিউনিস্ট পার্টির স্বেচ্ছাসেবীদল নদীয়ার বিভিন্ন শরণার্থী ক্যাম্পে ত্রাণকার্যে সাহায্য করার জন্য এখান থেকে যাত্রা করবেন। বুধবার মহিলা স্বেচ্ছাসেবীদের একটি বনগার শরণার্থী শিবিরে যাবেন।
ক্যাম্পে ত্রাণকার্যে যাবার আগে এখন স্বেচ্ছাসেবীরা প্রাথমিক শুশ্রুষা সংক্রান্ত ট্রেনিং, টিএবিসি ইত্যাদি নিয়ে নিজেদের প্রস্তুত করে নিচ্ছেন।
সূত্র: কালান্তর ৬.৬.১৯৭১