প্রতিদিন ১ লক্ষ ৫৩ হাজার শরণার্থী আসছেন
(স্টাফ রিপাের্টার)
কলকাতা, ১৫ জুন- কেন্দ্রীয় পুনর্বাসন দপ্তরের যে সকল কর্তৃপক্ষ বাঙলাদেশ থেকে আগত শরণার্থীদের পূনর্বাসনের দায়িত্বে নিযুক্ত তাদের কাছ থেকে জানা গেল, জুন মাসের প্রথম সপ্তাহের হিসাব অনুযায়ী বাঙলাদেশ থেকে গড়ে ১ লক্ষ ৫৩ হাজার শরণার্থী প্রতিদিন সীমান্ত অতিক্রম করে ভারতে এসে পৌঁছেছেন।
এপ্রিল মাসে প্রাত্যহিক শরণার্থী আগনের এই গড়পরতা হিসাব সংখ্যা ছিল ৫৬,০০০ মে মাসে সংখ্যাটি ১ লক্ষের কোঠা পূর্ণ করে।
৮ জুন পর্যন্ত আগত শরণার্থীর মােট সংখ্যা ছিল ৪৫ লক্ষ ৪৯ হাজার ৬৮৩। এদের মধ্যে শরণার্থী শিবিরে আছেন ৩৩ লক্ষ ৯২ হাজার ২৫ জন। আর ২০ লক্ষ ৪৯ হাজার ৬৫৮ জন শরণার্থী শিবিরের তালিকাভুক্ত নন।
পশ্চিমবঙ্গে ৩৭৭টি শরণার্থী শিবির স্থাপিত হয়েছে। এই রাজ্যে আগত মােট ৪২ লক্ষ ৬৯ হাজার ৪৯৮ জন শরণার্থীর মধ্যে ২৬ লক্ষ ৫ হাজার ৩৭৫ জন শিবিরভুক্ত।
৫ জুন পর্যন্ত গৃহিত হিসাব অনুযায়ী, আগতদের মধ্যে আছেন ৪৫ লক্ষ ৫ হাজার হিন্দু, ৩ লক্ষ ৫১ হাজার মুসলমান, অন্যান্য ধর্ম অবলম্বনকারী শরণার্থীর সংখ্যা ১ লক্ষ ৫ হাজার।
ঐ একই হিসাবক্রমে ৮ বছর বয়স অনুর্ধ শরণার্থী শিশুর সংখ্যা ৭ লক্ষ ৪২ হাজার, শরণার্থী দুগ্ধবতী মাতার সংখ্যা ২ লক্ষ ৩৭ হাজার।
সূত্র: কালান্তর, ১৪.৬.১৯৭১