You dont have javascript enabled! Please enable it!

সরকারী হিসাব মতে বাঙলাদেশ থেকে এ পর্যন্ত ৫৭ লক্ষ শরণার্থী এসেছেন

নয়াদিল্লী, ১৯ জুন শরণার্থী আগমনের হার দেখে অনুমান করা হচ্ছে যে, বাঙলাদেশ থেকে আগত শরণার্থীর সংখ্যা খুব শীঘ্রই ৮০ লক্ষে পৌছােবে। সংবাদ ইউএন আই – এর। সরকারী সূত্রে বলা হয়েছে যে, জুন মাসের প্রথম সপ্তাহে শরণার্থী সংখ্যা ৩৬ লক্ষ থেকে ৪৯ লক্ষে পৌছায়। দ্বিতীয় সপ্তাহে আরাে ৮ লক্ষ সীমান্ত অঞ্চলে এসে পৌছানাের ফলে মােট সংখ্যা দাঁড়ায় ৫৭ লক্ষ। এই হারে যদি শরণার্থী আসতে থাকে তবে শীঘ্রই তা ৮০ লক্ষে পৌছাবে। ৫৭ লক্ষ শরণার্থীর মধ্যে মাত্র ৩০ লক্ষ ৬০ হাজার জন ৫৩৫ টি ক্যাম্পে আশ্রয় পায়। বাকী অন্যান্যরা তাদের আত্মীয়- স্বজন ও বন্ধু বান্ধবদের বাড়িতে আশ্রয় নিয়েছে বলে সংবাদে বলা হয়েছে। প্রাপ্ত সংবাদে জানা গেছে যে, জুনের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত পশ্চিম বঙ্গে ৪৩,৬৫,৪১৮ জন শরণার্থীএসেছেন। অন্যদিকে আসাম, মেঘালয় ও ত্রিপুরায় শরণার্থীর সংখ্যা হলাে যথাক্রমে ১,৮০,৬০৯; ২,৫৪,০২৪; ৯,৫৫,২৬৪। কেন্দ্রীয় সরকার শরণার্থীদের ত্রাণের জন্য এ যাবৎ বিভিন্ন রাজ্য সরকারকে ১৬ কোটি ২০ লক্ষ টাকা আগাম দিয়েছে। এ ছাড়াও খাদ্যশস্য ও অন্যান্য অত্যাবশ্যকীয় পণ্য কেনার জন্য সরকার ফুড কর্পোরেশনকে ৮ কোটি টাকা আগাম দিয়েছে। আগামী ছ’মাস শরণার্থীদের শুধু খাওয়ানাের জন্য সরকারকে প্রায় ৭৫ কোটি টাকা ব্যয় করতে হতে পারে।

সূত্র: কালান্তর, ২০.৬.১৯৭১

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!