হিন্দুস্তান স্ট্যান্ডার্ড
২২ মে ১৯৭১
করিমগঞ্জ সীমান্তে পাকিস্তানী সৈন্য সমাবেশ
শিলং, ২১ মে -আসামের মুখ্যমন্ত্রী জনাব মাচন্দ্র মোহন চৌধুরী ইউনিয়নের প্রতিরক্ষা মন্ত্রী জনাব জগজিবন রামের সঙ্গে করিমগঞ্জে আগামীকাল আসাম-পূর্ববাংলা সীমান্তে পাকিস্তান সেনাবাহিনীর অবস্থান সাপেক্ষে সামগ্রিক নিরাপত্তার প্রশ্ন নিয়ে আলোচনা করার সম্ভাবনা রয়েছে। রিপোর্ট পিটিআই।
মুখ্যমন্ত্রী আজ বিধানসভায় বলেন যে পাকিস্তানি সেনারা আসাম সীমান্তে খুব কাছাকাছি অবস্থান করছে।
এবিষয়ে আলোচনায় একটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে মুখ্যমন্ত্রী হাউসে বলেন যে এই সরকার করিমগঞ্জের উল্টোপাশে পাকিস্তানি সেনাদের জড়ো হওয়ার ব্যাপারে অবগত আছে – সেখানে তারা কাসুরিয়া নদীর পাড়ে বাংকার তৈরী করেছে।
মুখ্যমন্ত্রী বলেন, তিনি করিমগঞ্জ সীমান্ত জুড়ে পাকিস্তানের প্রস্তুতি সংক্রান্ত ব্যাপারে হাউজের সদস্যদের অনুভূতি প্রতিরক্ষা মন্ত্রীকে অবহিত করবেন।
এর আগে হাউসের সদস্যরা আসামের করিমগঞ্জ সীমান্ত শহরে জুড়ে পূর্ববাংলার জাকিগঞ্জে পাকিস্তানি সৈন্যদের জড়ো হওয়ার খবর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
ইউ এন আই যোগ করেছে: পার্ভা অফিসিয়াল রিপোর্টে জানা গেছে বুধবারে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম থেকে ৭০০০ এর বেশী শরণার্থী আসাম এর মিজো পাহাড় জেলায় এসেছে। ২৫ মার্চ যুদ্ধ শুরু হবার পর থেকে মিজো পাহাড় অঞ্চলে এটাই বড় আকারের শরনার্থি অন্তঃপ্রবাহ। তাদেরকে পাচাং ক্যাম্পে স্থানান্তর করা হয়।