You dont have javascript enabled! Please enable it! 1971.06.19 | বাঙলাদেশ শরণার্থীদের ফিরে যাওয়ার সুযােগসৃষ্টি করতে পারে -প্রধানমন্ত্রী | কালান্তর - সংগ্রামের নোটবুক

বাঙলাদেশ শরণার্থীদের ফিরে যাওয়ার সুযােগসৃষ্টি করতে পারে
-প্রধানমন্ত্রী

শ্রীনগর, ১৮ জুন – প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আজ ঘােষণা করেন যে, বাঙলাদেশ থেকে যাদের উৎখাত করা হয়েছে তাদের নিজ গৃহে ফিরে যাওয়ার পথ খুঁজে বের করা হবে। রিপাের্ট ইউ-এন-আই’র।
অনন্তনাগে এক জনসমাবেশে বক্তৃতাদানকালে তিনি বলেন, শরণার্থীরা স্থায়ীভাবে ভারতে বসবাস করতে পারে না বা এদেশের সে সংগতিও নেই।
তাছাড়া পূর্ববাঙলার যে অশান্তি ডেকে আনা হয়েছে তাতে ভারত কোনােভাবেই জড়িত নয়। ফলে শরণার্থীদের এখানে স্থায়ীভাবে থাকার কোনাে কারণ থাকতে পারে না।
প্রধানমন্ত্রী দৃঢ় অভিমত ব্যক্ত করেন যে, শরণার্থী সমস্যা সমাধান একা ভারতের নয় সমগ্র বিশ্বের দায়িত্ব। সমস্ত ধর্মের ৬০ লক্ষের উপর মানুষ এ পর্যন্ত বাংলাদেশ থেকে ভারতে এসেছেন বলে তিনি জানান।
সভার প্রারম্ভে প্রদেশ কংগ্রেস সভাপতি সৈয়দ মীলকাশিম প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। স্বাগত ভাষণের উত্তরে শ্রীমতি গান্ধী বলেন, জম্মু ও কাশ্মীরের জনগণ ভারতের সঙ্গে যােগ দিয়ে প্রমাণ করেছেন যে তারা সঠিক কাজই করেছেন।

সূত্র: কালান্তর, ১৯.৬.১৯৭১