You dont have javascript enabled! Please enable it! 1971.06.26 | সাম্প্রদায়িক সম্প্রীতি পরিষদের সমীক্ষা : ৯০% শরণার্থী বাঙলাদেশে ফিরে যেতে চান | কালান্তর - সংগ্রামের নোটবুক

সাম্প্রদায়িক সম্প্রীতি পরিষদের সমীক্ষা : ৯০% শরণার্থী বাঙলাদেশে ফিরে যেতে চান

কলকাতা ২৫ জুন সীমান্ত অঞ্চলে ছয়টি শরণার্থী শিবিরে প্রায় সহস্রাধিক নরনারীকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে একটি সমীক্ষার ভিত্তিতে সম্প্রীতি সম্প্রসারণ পরিষদ এর কর্মীরা জানতে পেরেছেন, শতকরা ৯০ ভাগ শরণার্থী বাঙলাদেশে ফিরে যেতে বদ্ধপরিকর। পরিষদ যে সকল শিবিরে এই সমীক্ষা পরিচালিত করেছেন, সেগুলি হল বনগাঁ অঞ্চলে মামাভাগ্নে, হেলেঞ্চা, বাগদা এবং নদীয়া জেলার কল্যানীর তিন, চার ও পাঁচ নম্বর শিবির।

সূত্র: কালান্তর, ২৬.৬.১৯৭১