You dont have javascript enabled! Please enable it! 1971.07.01 | বাঙলাদেশ শরণার্থী সমস্যা সম্পর্কে দক্ষিণ এশিয়া সম্মেলন | কালান্তর - সংগ্রামের নোটবুক

বাঙলাদেশ শরণার্থী সমস্যা সম্পর্কে দক্ষিণ এশিয়া সম্মেলন

নয়াদিল্লী, ২৯ জুন— গত ২৪ থেকে ২৫জুন পর্যন্ত টিউবেনগেন শহরের ঐতিহাসিক বিশ্ববিদ্যালয়ে একশ’র বেশি জার্মান পন্ডিত, প্রকাশক, বুদ্ধিজীবি, ভারতীয় বিশেষজ্ঞ, সাংবাদিক এবং সরকারী কর্মচারীদের উপস্থিতিতে সাফল্যজনকভাবে একটা দক্ষিণ এশিয়া সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের উদ্বোধন করেন, বাদেন ওয়ারটেম্ববার্গের মুখ্যমন্ত্রী মিঃ ফিলবিনগার। এই সম্মেলনের শেষে উপস্থিত সকলে মিলে পূর্ববঙ্গ থেকে আগত শরণার্থীদের জন্য ৮০০ জার্মান মার্ক দান করেন। শরণার্থীদের সাহায্যের জন্য ভারত সম্মেলন জার্মান সরকারকে অনুরােধ করেছেন।

সূত্র: কালান্তর, ১.৭.১৯৭১