এ পর্যন্ত ৪৫২৩ জন শরণার্থী কলেরা ও অন্যান্য রােগে মারা গেছেন
(স্টাফ রিপাের্টার)
কলকাতা, ১৪ জুলাই— এ পর্যন্ত ৪৫২৩ জন শরণার্থী কলেরা ও পেটের রােগে মারা গেছেন। ৩৩৬৯৯ জন রােগে আক্রান্ত হয়েছিলেন। রাজ্য সরকারের জনৈক মুখপাত্র এ-কথা জানান।
তিনি বলেন, পশ্চিম-দিনাজপুরে কলেরায় মৃত্যুর সংখ্যা কমে যাচ্ছে। ঐ মুখপাত্র জানান, বনগাঁ-বয়রা সীমান্তে প্রত্যহ ১৫ থেকে ২০০০০ করে শরণার্থী আসছেন।
ডেপুটেশন পশ্চিমবঙ্গ উদ্বাস্তু আন্দোলন কো-অডিনেশন কমিটির পক্ষ থেকে আজ শ্রীগােপীসাহা ও শ্রীনিতাই সরকার শরণার্থী ডাইরেক্টর শ্রীবি, বি, মণ্ডল ও রিলিফ কমিশনার শ্রী বি, ভট্টাচার্যের সঙ্গে দেখা করে অবিলম্বে নদীয়া জেলায় শিবির বহির্ভূত শরণার্থীদের অবিলম্বে কার্ড দেবার দাবি করেন।
সূত্র: কালান্তর, ১৫.৭.১৯৭১