সীমান্ত অতিক্রমের সময় শরণার্থীদের উপর পাক-সৈন্যের বর্বরতা
১টি মেয়ে নিহত : ৬ জন যুবতী অপহৃত
(স্টাফ রিপাের্টার)
কলকাতা, ১৪ জুলাই- গতকাল সকালে ২৪ পরগণার বাগদা সীমান্ত পার হবার সময় পাক-সৈন্যরা শরণার্থীদের উপর বর্বর আক্রমণ চালায়।
আজ এখানে বরিশালের জনৈক সুপ্রতিষ্ঠিত জননেতা আমাদের এই কথা জানান।
তিনি বলেন, বরিশাল ফরিদপুর ও খুলনা থেকে পাঁচহাজারেরও বেশী শরণার্থী গতকাল সকাল সাড়ে আটটায় বাগদা সীমান্তের অদূরে বাঙলাদেশের যাদবপুর ফাঁড়ির কাছে এসে পৌঁছান। বেশ কিছুদিন এই অঞ্চলে পাকসেনারা ছিল না বলেই শরণার্থীরা ঐ পথে আসছিলেন। গতকালই হঠাৎ সৈন্যদল শরণার্থীদের উপর গুলি করে। গুলিতে একজন গর্ভবতী মহিলা আহত হয় ও একটি মেয়ে মারা যায়।
বর্বর সৈন্যরা গুলি করেই ক্ষান্ত হয় নি, তারা শরণার্থীদের মধ্য থেকে ৬টি যুবতী বেছে ধরে নেয় ও শরণার্থীদের যথা— সর্বস্ব লুট করে। এই লুণ্ঠিত সম্পত্তির পরিমাণ প্রায় দু’লক্ষ টাকা।
পথে পথে মৃত্যু
জল-কাদা ও বন-বাদাড়ের মধ্য দিয়ে দীর্ঘদিনের দীর্ঘ পথে ৩০ জন শরণার্থী মারা গিয়েছেন বলে তিনি জানান। এর মধ্যে শিশু ও বৃদ্ধরাই বেশী। অনাহারে ও পথকষ্টেই এদের মৃত্যু হয়েছে।
সূত্র: কালান্তর, ১৫.৭.১৯৭১