You dont have javascript enabled! Please enable it! 1971.07.18 | শরণার্থী সমস্যা নিয়ে চার রাজ্যের বৈঠক | কালান্তর - সংগ্রামের নোটবুক

শরণার্থী সমস্যা নিয়ে চার রাজ্যের বৈঠক
(স্টাফ রিপাের্টার)

কলকাতা, ১৬ জুলাই- বাঙলাদেশ শরণার্থীদের সমস্যা নিয়ে আজ মহাকরণে আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের সরকারী কর্মকর্তা এক বৈঠকে বসেন। বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী শ্রীসিদ্ধার্থ শঙ্কর রায় উপস্থিত ছিলেন। আসামের ত্রাণমন্ত্রী ও ডেপুটি সেক্রেটারী বৈঠকে যােগ দেন। কেন্দ্রীয় সরকারের বহিবিষয়ক দপ্তরের উচ্চপদস্থ অফিসর শ্রী অশােক রায় এবং পশ্চিমবঙ্গের ত্রাণ উদ্বাস্তু দপ্তরের বিভাগীয় অফিসাররা এই বৈঠকে যােগ দেন। বৈঠকে শরণার্থীদের সমস্যা দ্রুত সমাধান করার সিদ্ধান্ত হয়।

জাপানী রাষ্ট্রদূতের শিবির দর্শন
জাপানের ভারতস্থ রাষ্ট্রদূত এ, ওয়াসা আজ সাহারা এবং আমডাঙ্গার শরণার্থী শিবির দুটি পরিদর্শন করেন। ইউএনআই-এর খবর : শ্ৰীওয়াসা বলেন, যে সব শরণার্থীর সঙ্গে কথা বলেছেন তারা প্রত্যেকেই স্বাভাবিক অবস্থা ফিরে এলে স্বদেশে ফিরে যাবেন। এবং ঐতিহ্য অনুযায়ী হিন্দু মুসলমান এক সঙ্গে বসবাস করতে পারবেন।

সূত্র: কালান্তর, ১৮.৭.১৯৭১