You dont have javascript enabled! Please enable it! 1971.05.05 | অমৃতবাজার পত্রিকা, ৫ মে ১৯৭১, রেলওয়ে শ্রমিক ইউনিয়নের বাংলাদেশ কে স্বীকৃতি দানের আবেদন - সংগ্রামের নোটবুক

অমৃতবাজার পত্রিকা
৫ মে ১৯৭১
রেলওয়ে শ্রমিক ইউনিয়নের বাংলাদেশ কে স্বীকৃতি দানের আবেদন
– নিজস্ব সংবাদদাতা

পাণ্ডু, ৪ মে। এনএফ ৩০ এপ্রিল থেকে শুরু হওয়া ৪ দিন ব্যাপী আলোচনায় রেলওয়ে মজদুর ইউনিয়নের কেন্দ্রীয় কাউন্সিল বাংলাদেশকে অবিলম্বে স্বীকৃতি দেবার দাবি জানান।

কাউন্সিল “নির্দোষ ও স্বাধীনতার পক্ষের মানুষদের উপর পশ্চিম পাকিস্তানী সেনাবাহিনী দ্বারা সেখানে গণহত্যার গভীরতা অনুভব করে।

সম্মেলনে প্রায় ২০০ প্রতিনিধি এবং অন্য সকল প্রস্তাবের প্রতিনিধিত্বকারী ১৯ টি শাখার প্রতিনিধিত্বকারী দুঃখ প্রকাশ করে বলেন যে, বাংলাদেশিরা গণতন্ত্রের জন্য লড়াই করছিল এবং পাকিস্তানের সামরিক শাসনের বিরুদ্ধে অর্থনৈতিক রাজনৈতিক ও সাংস্কৃতিক মুক্তির জন্য যুদ্ধ করছিল। ভারত ব্যতীত পৃথিবীর আর কোন দেশ তাদের নৈতিক সমর্থন প্রকাশ করেনি।

রেজুলেশনে যোগ করা হয়েছে যে যারা সেখানে সামরিক নিষ্ঠুরতা থেকে পালিয়ে গিয়েছিল এবং তারা সীমানা অতিক্রম করে শুধুমাত্র ভারতবর্ষে এসেছিল এবং এখানে সমস্যা হয়ে উঠেছিল। ভারত একা তাদের খাদ্য, বস্ত্র এবং আশ্রয়ের জন্য তাদের সম্পদ থেকে তাদের দিচ্ছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, রেড ক্রস সংগঠন পুনর্বাসন সংস্থা, শরণার্থী সংস্থা কিছু বড় শক্তি দ্বারা নিয়ন্ত্রিত ছিল – বলা হয় যে “বাংলাদেশের সংগ্রাম এখনো লকারে আছে”।

সভায় সভাপতিত্ব করেন বসন্তচন্দ্র ঘোষ, তিনি পটনার একজন সিনিয়র আইনজীবী, আরেকটি রেজুলেশনে আমেরিকান ট্রেড ইউনিয়নবাদকে বাদ দেওয়া হয়েছে “সুনির্দিষ্ট কাউন্সিলের আকারে” যা গতিশীল ও সুস্থ বাণিজ্যের অন্তরায়।

এছাড়া ৯ আগস্ট থার্ড পার্টি কমিশনের সামনে বিভিন্ন দাবির নিয়ে জেনারেল ম্যানেজারের অফিসের সামনে বিক্ষোভ সমাবেশ করারও সিদ্ধান্ত নেওয়া হয়।