You dont have javascript enabled! Please enable it! 1971.04.28 | স্টেটসম্যান পত্রিকা, ২৮ এপ্রিল, ১৯৭১, যুক্তরাষ্ট্রে বাঙালি কূটনীতিকদের বদলি করা হচ্ছে - সংগ্রামের নোটবুক

স্টেটসম্যান পত্রিকা
২৮ এপ্রিল, ১৯৭১
যুক্তরাষ্ট্রে বাঙালি কূটনীতিকদের বদলি করা হচ্ছে

ইউ এন এইচ কিউ- ২৭ এপ্রিল- পাকিস্তানি সরকার মার্কিন যুক্তরাষ্ট্রে প্রধান পদে তার বাঙালি কূটনীতিকদের বদলি করছে, খবর: গতকাল পিটিআই সূত্রটি জানিয়েছে।

তারা বলেছে পাকিস্তানের নিউইয়র্কের কনসাল জেনারেল জনাব এম এন এন চৌধুরী, ওয়াশিংটন মন্ত্রী মি এনায়েত করিম এবং তার ডেপুটি সকলকেই প্রতিস্থাপিত করা হয়েছে অথবা তাদের কাজ পশ্চিম পাকিস্তান হস্তান্তর করা হয়েছে।

এই কোন পদক্ষেপই বাংলার ভাইস-কনসালের মতো নয়। তিনি জনাব এ এইচ মাহমুদ আলী, ইসলামাবাদের সাথে সমস্ত সংযোগ বাতিল করে বাংলাদেশ সরকারের প্রতি তার আনুগত্য বজায় রাখার জন্য নিজের এবং তার স্ত্রীর জন্য যুক্তরাষ্ট্রের কাছে আশ্রয় প্রার্থনা করেন।

ওয়াশিংটনে পাকিস্তানের দূতাবাস দাবি করেছে যে আলীকে ঘানাতে স্থানান্তর করা হয়েছে এবং ভ্রমণের জন্য সুবিধা দেয়া হয়েছে, প্রকৃতপক্ষে তাকে ভিক্টিম করা হয়নি। জনাব আলী বলেন, তার মূলত অক্রেতে যাওয়ার কথা ছিল, তবে ২১ শে এপ্রিল এই আদেশ বাতিল করা হয়েছিল এবং তাকে অবিলম্বে ইসলামাবাদে পররাষ্ট্র দফতরে রিপোর্ট করতে বলা হয়েছে। জনাব আলী সংবাদদাতাদের তাকে দেওয়া সর্বশেষ আদেশ জারির কাগজ দেখান।

পাকিস্তানি দূতাবাস তাদের নেতৃস্থানীয় বাঙালি কূটনীতিকদের নতুন দায়িত্ব দেয়া বা স্থান পরিবর্তনের ব্যাপারে নিশ্চিত করে কিছু জানায়নি। তবে, এটি জানতে পেরেছে যে নিউ ইয়র্কে কনস্যুল জেনারেলের দায়িত্ব পশ্চিম পাকিস্তানি কূটনীতিকের হাতে তুলে দেওয়া হয়েছে। জনাব হায়াত মেহেদী, এবং যে মন্ত্রী, জনাব করিম, যিনি ওয়াশিংটনে রাজনৈতিক কাজ করছেন এদের প্রতিনিধিত্ব করছেন জনাব জাকি, তিনি ওটাওয়াতে পাকিস্তান হাই কমিশনের কাউন্সিলর।

আমেরিকার সোর্স বিশ্বাস করে যে, তাকে আনুষ্ঠানিকভাবে আশ্রয় হবে কি না হবে সেটা বিষয় নয় – তবে মাহমুদ আলী ও তার স্ত্রীকে সম্ভবত থাকতে দেওয়া হবে এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে চলে যেতে বাধ্য করার জন্য কোনও পদক্ষেপ নেওয়া হবে না।