শরণার্থীদের জন্য গণতান্ত্রিক জার্মানীর আর এক দফা ত্রাণ সাম্রগী
(স্টাফ রিপাের্টার)
কলকাতা, ৮ নভেম্বর বাংলাদেশের শরণার্থীদের জন্য আর এক জাহাজ ত্রাণ-সামগ্রী আজ ভারত সরকারের পূর্নবাসন দপ্তরের উপ সচিব শ্রী এম কে করগুপ্ত-র হাতে তুলে দিয়েছেন গণতান্ত্রিক জার্মানীর কলকাতার কলাল মিঃ বিঃ সেই।
এর আগে আরও তিনবার গণতান্ত্রিক জার্মান থেকে শরণার্থীদের জন্য সাহায্য এসেছে। মিঃ সেই প্রয়ােজনের তুলনায় গণতান্ত্রিক জার্মানীর সাহায্য কম বলে দুঃখ প্রকাশ করেন।
তিনি আরও বলেন যে, এই সাহায্য এসেছে গণতান্ত্রিক জার্মানীর সরকার ও জনগণের পক্ষ থেকে।
এই ১৮.৯৩ টন ত্রাণ সামগ্রীর মধ্যে আছে- পােশাক, কম্বল, গৃহস্থালীর জিনিসপত্র ও ওষুধ। এছাড়া ৩০ বেল সাজশয্যাদ্রব্যও এর মধ্যে আছে।
উল্লেখযােগ্য যে, ত্রাণসামগ্রীবাহী জাহাজ “জালামােহন” সিন্ধিয়া স্টিম নেভিগেশন কোম্পানির মালবাহী জাহাজ। জাহাজটি তৈরি হয়েছে গণতান্ত্রিক জার্মানীতে।
মিঃ সেই বলেন আগামী বছর ডকে অন্য কাজ থাকা সত্বেও গণতান্ত্রিক জার্মানী ভারতের জন্য ঐরকম আটটি জাহাজ তৈরি করবে।
সূত্র: কালান্তর, ৯.১১.১৯৭১