পালাভার, এ সি সি আর এ | ২০ মে ১৯৭১ | ভয়ংকর অভিজ্ঞতার বর্ননা
বিশ্ব পূর্ব পাকিস্তানের নিষ্ঠুর শাসকদের দ্বারা সেখানকার জনগণের বিরুদ্ধে সংঘটিত গণহত্যার মর্মভেদী চিত্র পর্যবেক্ষন করেছে। অপরাধের জনগণের বিরুদ্ধে অন্যায়ভাবে নির্যাতন করতে থাকা ক্রমাগত অজনপ্রিয় সামরিক জান্তার বিরুদ্ধে বিশ্বকে এখনি সোচ্চার হওয়া উচিৎ।
কিন্তু আমরা বারবার পূর্ব পাকিস্তানের সামরিক শাসককে বলেছি যে গণহত্যার জনগণের স্বাধীনতার আকাঙ্ক্ষা কে দমাতে পারবে না । এমনকি এটা শেষের শুরু নয় – বরং শুরুর শেষ।
পশ্চিম পাকিস্তানের সামরিক শাসক মনে করতে পারে যে তারা বাংলাদেশের জনগণের রাজনৈতিক উচ্চাকাঙ্খা দমন করতে সক্ষম হয়েছে কিন্তু আমরা বলতে চাই সময় আসছে – লক্ষ লক্ষ যেসব পূর্ব পাকিস্তানীকে তারা ঠাণ্ডা মাথায় হত্যা করেছে সেই রক্তের প্রতিশোধ শুরু হবে।
পালাভার: একটি স্বাধীন সাপ্তাহিক।