You dont have javascript enabled! Please enable it!

অটোয়া সিটিজেন | ১০ মে ১০৭১ | সম্পাদকীয় – পূর্ব পাকিস্তান থেকে লাখো উদ্বাস্তু ভারতে

জাতিসংঘের টিম নয়াদিল্লীতে এসেছে পুর্ব পাকিস্তান থেকে শরনার্থিদের হৃদয়স্পর্শী করুন অবস্থা দেখার জন্য যা অদূর ভবিষ্যতে অপ্রতিরোধ্য হয়ে যেতে পারে।

ভারত দাবি করে যে পূর্ব পাকিস্তান থেকে এখন পর্যন্ত ১৪৮১০০০ জন উদ্বাস্তু প্রবেশ করেছে এবং তারা প্রায় ১৩ মিলিয়ন ডলার ব্যয় করেছে।

যদি এই তথ্য সঠিক হয় তাহলে ভারতের একার জন্য এটা মারাত্মক বোঝা যেখানে এরা কেউই ভারতের নাগরিক নন। কারণ ভারতের নিজস্ব লক্ষ লক্ষ লোক আছেন যাদের প্রয়োজন মেটাতে তারা হিমশিম খাচ্ছে।

খাদ্য, আশ্রয়, পোশাক ও ওষুধ প্রদানের পাশাপাশি এখন তাদের বড় সমস্যা হচ্ছে এদের ভবিষ্যতের ভার নেয়া। বিশেষ করে পশ্চিমবঙ্গের অতিরিক্ত জনসংখ্যার উপর এত সংখ্যক উদ্বাস্তুদের ভার সেখানে অস্থিরতা ও সহিংসতা তৈরি করবে।

তাদের নিজের দেশে ফিরে যেতে হবে কিন্তু তার জন্য সেখান থেকে যে ভয়ে তারা এখানে এসেছে সেটা দূর করতে হবে। এখনো তারা নতুন করে সব শুরু করতে পারবে।

সম্ভবত কিছু বিদেশী সহায়তা যা পাকিস্তান এই উদ্বাস্তুদের পুনর্বাসনের জন্য দাবী করেছে সেগুলো এদিকে আনা প্রয়োজন। সব বিদেশী সহায়তার পিছনে মৌলিক প্রেরণা হচ্ছে সাধারণ মানুষের জন্য উন্নত জীবন নিশ্চিতকরণ।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!