পূর্ববঙ্গে সৈন্য আমদানি: প্রতিরােধ আন্দোলন চলছে—চলবে
ঢাকা ১১ মার্চ পূর্ব বাংলায় পশ্চিম পাক সামরিক সরকার আরাে অধিক সৈন্য এবং অস্ত্রশস্ত্র পাঠাচ্ছে আর বাংলার সাড়ে সাত কোটি মানুষ তাদের শেষ রক্তবিন্দু দিয়ে তা প্রতিহত করবে- শােষণ থেকে মুক্তি ভিন্ন বাংলার জনগণের সংগ্রাম থামবে না বলেছেন—মুজিবর।
তিনি বলেছেন যে, পশ্চিমী শাসকগােষ্ঠীর ঔপনিবেশিক শাসন থেকে মুক্তিকামী বাংলার সাড়ে সাত কোটি মানুষের প্রতি সমর্থন না জানিয়ে উল্টো ঢাকা থেকে জাতিসংঘের ন্দকে সরিয়ে নেয়া, জাতিসংঘের স্বীকৃত মৌলিক মানবাধিকারের সনদ লক্ষ্মনেরই নামান্তর- পূর্ব বাংলার জননায়ক শেখ মুজিবর রহমান ঢাকা থেকে ইউ.এন.ও’র কর্মচারীদের সরিয়ে নেয়ার নির্দেশ সেক্রেটারি জেনারেল উত্থান্ট দিয়েছেন এক বিবৃতিতে সেই প্রসঙ্গে এই মন্তব্য করেন। ঢাকা বেতার কেন্দ্রের সংবাদে বলা হয়েছে শেখ মুজিবর বিবৃতিতে বলেছেন যে, ঢাকা থেকে জাতিসংঘের কর্মীদের সরিয়ে নিলেই সাড়ে সাত কোটি মানুষের নিরাপত্তা ফিরে আসবে না। সাড়ে সাত কোটি মানুষের নিরাপত্তার প্রতি জাতিসংঘের এই সিদ্ধান্ত অবহেলারই দ্যোতক’ বলে তিনি মন্তব্য করেন।
মুজিবর বলেন, পূর্ব বাংলার গণজাগৃতি পশ্চিমী শাসকগােষ্ঠীর কাছে আজ এটা স্পষ্ট যে, ইতিহাসের গতি মুক্তিকামী মানুষের অনুকূলে। দীর্ঘদিনের শােষিত-বঞ্চিত বাংলার মানুষের এই অভ্যুত্থানকে কোনাে অবস্থাতেই ঠেকানাে যাবে না বলে তিনি দৃঢ় অভিমত পােষণ করেন।
সামরিক বাহিনীর রসদ সরবরাহে জনতা যে বাধা দিচ্ছেন সে সম্পর্কে তিনি বলেন যে, এই অভিযােগে জনতাকে নিগৃহীত করা হচ্ছে। তিনি পূর্ব পাকিস্তানে পশ্চিম পাকিস্তান থেকে নতুন করে সৈন্য আমদানির প্রতি বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছেন। মুজিবর এই অতিরিক্ত সৈন্য ও অস্ত্রশস্ত্র আমদানির নিন্দা করে এই অভিযােগ করেছেন যে, সামরিক শাসকগােষ্ঠী পূর্ববাংলার উপর তাদের ঔপনিবেশিক শাসন কায়েম রাখতে গিয়ে মুক্তিকামী মানুষকে রক্তক্ষয়ী মরণ সংগ্রামের পথে ঠেলে দিয়েছেন। আর বাংলার সাত কোটি মানুষ তাদের শেষ রক্ত বিন্দু দিয়ে তাদের মাতৃভূমিকে মুক্ত রাখবে। আজ লাগাতার হরতালের দশম দিনে সর্বত্র শান্তিপূর্ণ সর্বাত্মক হরতাল পালিত হয়েছে বলে ঢাকা বেতার কেন্দ্রের সংবাদ। সংবাদে বলা হয়েছে এই লাগাতার ধর্মঘটের মধ্য দিয়ে বাংলার অধিকার সচেতন মানুষ এ কথাই প্রমাণ করেছেন যে, শেখ মুজিবরই বাংলার সর্বজন সম্মত প্রশাসক অন্য কেউ নয়।
বি.বি.সি জানাচ্ছে পশ্চিম পাকিস্তানের ৯টি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শেখ মুজিবরের সাথে আলােচনার জন্য শীঘই ঢাকায় আসছেন।
পাকিস্তানের দুই অংশের মধ্যে সম্পূর্ণ যােগাযােগ ও বিনিময় বন্ধ থাকায় রাষ্ট্রের অর্থনৈতিক সঙ্কট তীব্র হয়ে পড়েছে বলে বি.বি.সি’র সংবাদ। শত শত বিদেশি নাগরিক ইতিমধ্যে ঢাকা ত্যাগ করে চলে গেছেন বলে সংবাদ সূত্রে প্রকাশ।
সূত্র: দেশের ডাক
১২ মার্চ, ১৯৭১