বাংলাদেশের সংগ্রামের সমর্থনে উত্তর ভিয়েতনাম
নয়াদিল্লী থেকে প্রাপ্ত এক সংবাদে জানা গেল ভিয়েতনাম গণতান্ত্রিক সাধারণতন্ত্রী সরকার ও জনগণ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে সমর্থন করেছেন। নয়াদিল্লীতে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে উত্তর ভিয়েতনামের ভারতস্থ কনশাল জেনারেল নগুয়েন আনভু বলেছেন, ভিয়েতনামী জনগণ ও সরকার পূর্ববাংলার জনগণের স্বাধীনতা ও উন্নতস্তর সামাজিক ব্যবস্থা প্রবর্তনের সংগ্রামকে সমর্থন করে। ভিয়েতনামী জনগণও এই দাবির উপর সংগ্রাম চালিয়ে যাচ্ছেন।
উল্লেখযােগ্য যে ভিয়েতনাম গণতান্ত্রিক সাধারণতন্ত্র হলাে প্রথম সমাজতান্ত্রিক দেশ যারা বাংলাদেশের জনগণের স্বাধীনতার সংগ্রামকে সমর্থন জানালেন।
সূত্র: দেশের ডাক
২২ অক্টোবর, ১৯৭১
০৪ কার্তিক, ১৩৭৮