You dont have javascript enabled! Please enable it!

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের প্রতি বিশ্বাসঘাতকতা করা চলবে না

তেলিয়ামুড়া: গত ১৮ মে কমরেড বুলকুকির সভাপতিত্বে মার্কসবাদী কমিউনিস্ট পার্টি আয়ােজিত এক জনসভায় কমরেড নৃপেন চক্রবর্তী বলেন, প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এখন আর স্বাধীন বাংলা সরকারের প্রতি সমর্থন ও স্বীকৃতির কথা বলেন না। শরণার্থীদের পূর্ব বাংলায় ফিরে যাবার মতাে অবস্থা সৃষ্টির কথা বলেন। ইয়াহিয়া শাসন খতম না করে ফিরে যাওয়ার কথা বলার অর্থ স্বাধীনতা সংগ্রামের প্রতি বিশ্বাসঘাতকতা করা। ভারতের গণতান্ত্রিক শক্তিসমূহ সে বিশ্বাসঘাতকতা মেনে নেবে না।
কমরেড চক্রবর্তী শরণার্থীদের অর্থ নিয়ে কংগ্রেসী দালাল ও আমলাদের দুর্নীতির তীব্র সমালােচনা করেন এবং শিবিরের বাইরের শরণার্থীদের অবিলম্বে ফ্রি রেশন ও ডােল দেয়ার দাবি জানান। সভায় প্রচুর শরণার্থী যােগদান করেন।

সূত্র: দেশের ডাক
২৮ মে, ১৯৭১
১৩ জ্যৈষ্ঠ, ১৩৭৮

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!