২৪ ঘণ্টার মধ্যে ২৬ জন বিদেশীকে শরণার্থী শিবির ছাড়তে বলা হয়েছে
কলকাতা, ৩০ জুলাই (ইউএনআই) পশ্চিমবঙ্গে শরণার্থীদের মধ্যে কর্মরত বিদেশী ত্রাণ সংগঠনের ২৬ জন বৈদেশিক নাগরিককে ২৪ ঘণ্টার মধ্যে স্থান ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য সরকারের জনৈক মুখপাত্র জানান যে, বিদেশীদের জায়গায় আশু ভারতীয় নাগরিক নিয়ােগ করার কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী এই নির্দেশ দান করা হয়েছে।
বর্তমানে বিভিন্ন শিবিরে ৪৮ জন বিদেশী নিযুক্ত আছেন। যেসব ব্যক্তিকে নােটিশ দেওয়া হয়েছে তারা ব্রিটিশ ও জার্মান নাগরিক।
বিদেশী সংস্থাগুলির ত্রাণ সম্পর্কে প্রশংসা করে সরকার বলেন যে, এইসব ত্রাণ কেন্দ্রগুলিতে স্থানীয় লােকরাই কাজ করবে বলে কথা ছিল। জানা গেল এদিকে ভারতীয় রেডক্রশ জেনেভার লীগ অব রেডক্রসকে জানিয়ে দিয়েছেন যে তারা যেন বিদেশী কোন ব্যক্তিকে ত্রাণকার্যে না পাঠান।
সূত্র: কালান্তর, ৩১.৭.১৯৭১